রবীন্দ্রনাথের উপন্যাস
রবীন্দ্রনাথ ঠাকুর |
1. রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কী? উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম 'করুণা। উপন্যাসটি 'ভারতী' পত্রিকায় ১৮৭৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কিন্তু গ্রন্থাকারে মুদ্রিত হয়নি।
2.রবীন্দ্রনাথের উপন্যাস গুলি কী কী?
উঃ বৌ ঠাকুরানীর হাট (১৮৮৩), রাজর্ষী (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৫), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩০), মালঞ্চ (১৯৩৪), চার অধ্যায় (১৯৩৪)
3. রবীন্দ্রনাথের ইতিহাসাশ্রয়ী উপন্যাস গুলি কী কী?
উঃ বৌ ঠাকুরানীর হাট (১৮৮৩) ও রাজর্ষী (১৮৮৭)
4. বৌ ঠাকুরানীর হাট উপন্যাসে কার কাহিনী রয়েছে?
উঃ রাজা প্রতাপাদিত্যের।
5. বৌ ঠাকুরানীর হাট উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ রাজা প্রতাপাদিত্য, বসন্ত রায়, উদয়াদিত্য,বিভা।
6. রবীন্দ্রনাথ 'বৌ ঠাকুরানীর হাট' উপন্যাসকে কেন্দ্র করে কোম নাটক লেখেন?
উঃ প্রায়শ্চিত্ত (১৯০৯) নাটক। পরে এই নাটকটি পুনরায় রচনা করেন 'পরিত্রাণ' নামে।
7. রবীন্দ্রনাথ 'বৌ ঠাকুরানীর হাট' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন।
উঃ রবীন্দ্রনাথ তাঁর দিদি সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছেন।
8. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'রাজর্ষী' নাটকটি কোন কাহিনী অবলম্বনে রচনা করেন?
উঃ রাজর্ষী (১৮৮৭) উপন্যাসটি ত্রিপুরার রাজবংশের কাহিনী অবলম্বনে রচনা করেন।
9. রাজর্ষী উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ রাজর্ষী উপন্যাসের চরিত্র গুলি হল - গোবিন্দমানিক্য, পুরোহিত রঘুপতি, হাসি ও তাতা।
10. রবীন্দ্রনাথ রাজর্ষী উপন্যাসের অবলম্বনে কোন নাটকটি রচনা করেন?
উঃ বিসর্জন নাটক।
11. রবীন্দ্রনাথের দ্বন্দ্বমূলক উপন্যাস গুলি কী কী?
উঃ চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), যোগাযোগ (১৯২৯)।
12. চোখের বালি নাটকটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ চোখের বালি নাটকটি ১৯০১-১৯০২ সালে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
13. চোখের বালি উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ চোখের বালি উপন্যাসের চরিত্র গুলি হল - মহেন্দ্র, আশা, বিহারী, বিনোদিনী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা।
14. নৌকাডুবি উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
15. নৌকাডুবি উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ রমেশ, নলিনাক্ষ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু, যোগেন্দ্র, ত্রৈলোক্য, শৈলজা।
16. রবীন্দ্রনাথের 'যোগাযোগ' উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ১৩৩৪-৩৫ বঙ্গাব্দে, বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়।
17. রবীন্দ্রনাথের 'যোগাযোগ' উপন্যাসটির প্রকাশকালে কী নাম ছিল?
উঃ তিনপুরুষ।
18. যোগাযোগ উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ মধুসূদন, মোতিলাল, বিপ্রদাস, কুমুদিনী, শ্যামসুন্দরী।
19. 'চতুরঙ্গ' উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ চতুরঙ্গ উপন্যাসটি 'সবুজপত্র' পত্রিকায় (১৩২১) প্রকাশিত হয়।
20. চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ কী কী?
উঃ চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ হল- জ্যাঠা মশাই, শচীশ, দামিনী ও শ্রী বিলাস।
21. চতুরঙ্গ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী?
উঃ জগমোহন, শচীশ, লীলানন্দ স্বামী, শ্রী বিলাস, দামিনী ও ননিবালা।
22. রবীন্দ্রনাথের বৃহত্তর সমস্যামূলক উপন্যাস গুলি কী কী?
উঃ ঘরে বাইরে (১৯১৫), গোরা (১৯১০), চার অধ্যায় (১৯৩৪)।
23. রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ১৯১৫ সালে 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়।
24. রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসটি কোন পটভূমিকায় রচিত?
উঃ স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত।
25. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাসের নাম কী?
উঃ গোরা (১৯১০)
26. গোরা উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ গোরা, বিনয়, সতীশ, সুচরিতা, ললিতা, হরিমোহিনী।
27. ঘরে বাইরে উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী?
উঃ নিখিলেশ, সন্দিপ, অমূল্য, চন্দ্রনাথ বাবু, বিমলা, মেজরাণী।
28. রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাসের নাম কী?
উঃ চার অধ্যায়।
29. রবীন্দ্রনাথের 'চার অধ্যায়' উপন্যাসটি কবে প্রকাশিত হয়?
উঃ ১৯৩৪ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
30. চার অধ্যায় উপন্যাসের চরিত্র গুলি কী কী?
উঃ অতীন, অখিল, অনাদি, ইন্দ্র, এলা, উমা।
Comments
Post a Comment