Skip to main content

রবীন্দ্রনাথের উপন্যাস

 রবীন্দ্রনাথের উপন্যাস

রবীন্দ্রনাথ ঠাকুর, Rabindranath tagore
রবীন্দ্রনাথ ঠাকুর


1. রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কী? উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম 'করুণা। উপন্যাসটি 'ভারতী' পত্রিকায় ১৮৭৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কিন্তু গ্রন্থাকারে মুদ্রিত হয়নি। 

2.রবীন্দ্রনাথের উপন্যাস গুলি কী কী? 

উঃ বৌ ঠাকুরানীর হাট (১৮৮৩), রাজর্ষী (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৫), চতুরঙ্গ  (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩০), মালঞ্চ (১৯৩৪), চার অধ্যায় (১৯৩৪)

3. রবীন্দ্রনাথের ইতিহাসাশ্রয়ী উপন্যাস গুলি কী কী? 

উঃ বৌ ঠাকুরানীর হাট (১৮৮৩) ও রাজর্ষী (১৮৮৭)

4. বৌ ঠাকুরানীর হাট উপন্যাসে কার কাহিনী রয়েছে? 

উঃ রাজা প্রতাপাদিত্যের।

5. বৌ ঠাকুরানীর হাট উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ রাজা প্রতাপাদিত্য, বসন্ত রায়, উদয়াদিত্য,বিভা।

6. রবীন্দ্রনাথ 'বৌ ঠাকুরানীর হাট' উপন্যাসকে কেন্দ্র করে কোম নাটক লেখেন?

উঃ প্রায়শ্চিত্ত (১৯০৯) নাটক। পরে এই নাটকটি পুনরায় রচনা করেন 'পরিত্রাণ' নামে। 

7. রবীন্দ্রনাথ 'বৌ ঠাকুরানীর হাট' উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন।

উঃ রবীন্দ্রনাথ তাঁর দিদি সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছেন।

8. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'রাজর্ষী' নাটকটি কোন কাহিনী অবলম্বনে রচনা করেন? 

উঃ রাজর্ষী (১৮৮৭) উপন্যাসটি ত্রিপুরার রাজবংশের কাহিনী অবলম্বনে রচনা করেন। 

9. রাজর্ষী উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ রাজর্ষী উপন্যাসের চরিত্র গুলি হল - গোবিন্দমানিক্য, পুরোহিত রঘুপতি, হাসি ও তাতা।

10. রবীন্দ্রনাথ রাজর্ষী উপন্যাসের অবলম্বনে কোন নাটকটি রচনা করেন? 

উঃ বিসর্জন নাটক।

11. রবীন্দ্রনাথের দ্বন্দ্বমূলক উপন্যাস গুলি কী কী? 

উঃ চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), যোগাযোগ (১৯২৯)।

12. চোখের বালি নাটকটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ চোখের বালি নাটকটি ১৯০১-১৯০২ সালে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 

13. চোখের বালি উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ চোখের বালি উপন্যাসের চরিত্র গুলি হল - মহেন্দ্র, আশা, বিহারী, বিনোদিনী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা। 

14. নৌকাডুবি উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 

15. নৌকাডুবি উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ রমেশ, নলিনাক্ষ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু, যোগেন্দ্র, ত্রৈলোক্য, শৈলজা।

16. রবীন্দ্রনাথের 'যোগাযোগ' উপন্যাসটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ ১৩৩৪-৩৫ বঙ্গাব্দে, বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। 

17. রবীন্দ্রনাথের 'যোগাযোগ' উপন্যাসটির প্রকাশকালে কী নাম ছিল? 

উঃ তিনপুরুষ। 

18. যোগাযোগ উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ মধুসূদন, মোতিলাল, বিপ্রদাস, কুমুদিনী, শ্যামসুন্দরী।

19. 'চতুরঙ্গ' উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ চতুরঙ্গ উপন্যাসটি 'সবুজপত্র' পত্রিকায় (১৩২১) প্রকাশিত হয়। 

20. চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ কী কী? 

উঃ চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ হল- জ্যাঠা মশাই, শচীশ, দামিনী ও শ্রী বিলাস। 

21. চতুরঙ্গ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী? 

উঃ জগমোহন, শচীশ, লীলানন্দ স্বামী, শ্রী বিলাস, দামিনী ও ননিবালা।

22. রবীন্দ্রনাথের বৃহত্তর সমস্যামূলক উপন্যাস গুলি কী কী? 

উঃ ঘরে বাইরে (১৯১৫), গোরা (১৯১০), চার অধ্যায় (১৯৩৪)।

23. রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ ১৯১৫ সালে 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়। 

24. রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসটি কোন পটভূমিকায় রচিত? 

উঃ স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত।

25. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাসের নাম কী? 

উঃ গোরা (১৯১০)

26. গোরা উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ গোরা, বিনয়, সতীশ, সুচরিতা, ললিতা, হরিমোহিনী।

27. ঘরে বাইরে উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গুলি কী কী? 

উঃ নিখিলেশ, সন্দিপ, অমূল্য, চন্দ্রনাথ বাবু, বিমলা, মেজরাণী।

28. রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাসের নাম কী? 

উঃ চার অধ্যায়।

29. রবীন্দ্রনাথের 'চার অধ্যায়' উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 

উঃ ১৯৩৪ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 

30. চার অধ্যায় উপন্যাসের চরিত্র গুলি কী কী? 

উঃ অতীন, অখিল, অনাদি, ইন্দ্র, এলা, উমা।


Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...