Skip to main content

Posts

Showing posts from July, 2020

কবিগান, আখড়াই, টপ্পা | বাংলা সাহিত্যের ইতিহাস | bangla sahityer itihas | bangla Sahitya | wbssc | bcs preparation | slst bengali |

1. কে সর্বপ্রথম কবিগান সংগ্রহ করেন? উঃ ঈশ্বর গুপ্ত। 2. ঈশ্বর গুপ্ত সংগৃহীত কবিগানের সংখ্যা কত?  উঃ ১০ জন কবির ২৭০ টি গান। 3. কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে?তাঁর আবির্ভাব কাল কত?  উঃ গোঁজলা গুই। আনুমানিক অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ। 4. বিখ্যাত কবিওয়ালাদের নাম উল্লেখ করুন?  উঃ গোঁজলা গুই এর পর কবি সংগীতের আসরে  যারা অপেক্ষাকৃত খ্যাতিমান ছিলেন তাঁরা হলেন-  কেষ্টামুচি, ভোলা ময়রা, হরু ঠাকুর রাসু, নৃসিংহ,  রঘুনাথ। 5. হরু ঠাকুর কার উৎসাহে কবিয়াল দল গরে তুলেছিলেন? উঃ রাজা নব কৃষ্ণের।   6. টপ্পা-খেউর কী? উঃ অষ্টাদশ শতাব্দীর শেষ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত কলকাতার বিত্তবান  সমাজে একপ্রকার লঘু ধরনের গীতবাদ্য, যাত্রা পাঁচালী প্রভৃতির প্রচলন ছিল। এগুলিই টপ্পা-খেউর নামে পরিচিত।  7. হিন্দুস্থানী টপ্পার প্রধান উদ্ভাবক কে ছিলেন?  উঃ লক্ষ্নৌয়ের মরি মিঞা। 8. বাংলাদেশে টপ্পা গানের প্রচলন কে করেন? উঃ নিধুবাবু। 9. টপ্পা গান জনপ্রিয়তা লাভ করে কখন? উঃ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় - তৃতীয় দশকে। 10. নিধু বাবুর গান কী নামে প্রকাশিত হয়?  উঃ গীতরত্ন। 11. নিধু বাবুর কয়েকটি গানের নাম উল্লেখ করুন?  উঃ 'ভ

গীতিকা সাহিত্য | ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা | গাথা ও গীতিকা | লোকসাহিত্য ও পূর্ববঙ্গ গীতিকা | wbssc bengali | bangla Sahitya | ssc bengali | slst bengali | net set Bengali | Bangla sahityer itihas | bangla mcq | bcs bengali preparation

1. ময়মনসিংহ ও পূর্ববঙ্গ গীতিকায় মোট কয়টি পালা গান সংগৃহীত হয়েছে? উঃ ৫৪ টি। 2. ময়মনসিংহ গীতিকা কার সম্পাদনায় কবে প্রকাশিত হয়? উঃ ময়মনসিংহ গীতিকা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।  3. ময়মনসিংহ গীতিকা কোথা থেকে প্রকাশ করা হয়?  উঃ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।  4. দীনেশচন্দ্র সেন কীভাবে ময়মনসিংহ গীতিকার প্রতি আকৃষ্ট হন?  উঃ ময়মনসিংহ থেকে প্রকাশিত 'সৌরভ' নামে একটি মাসিক পত্রিকায় চন্দ্রকুমার দে নামক লোকসাহিত্যানুরাগী ব্যক্তি কয়েকটি লোক গাথা প্রকাশ করেন। ১৯১৩ সাল থেকে চন্দ্র  কুমার দে ঐ ধরনের দু-চারটি লোকগাথা  প্রকাশ করতে থাকেন। দীনেশচন্দ্র সেন সেগুলি পড়ে কৌতুহলী হয়ে লেখক ও সংগ্রহ  কার চন্দ্রকুমার দে -কে খুঁজে বের করেন এবং  তাঁর সাহায্যে ময়মনসিংহ ও চতুশ্পশ্ববর্তী  অঞ্চল থেকে দরিদ্র কৃষকদের মুখ থেকে  অনেক গাথা সংগ্রহ করেন। 5. ময়মনসিংহ গীতিকায় কয়টি পালা রয়েছে সেগুলি কী কী?  উঃ ১০ টি - মহুয়া, মলুয়া, জয়চন্দ্র - চন্দ্রাবতী, কমলা, কঙ্ক ও লীলা, কাজলরেখা, দেওয়ান ভাবনা, কেনারাম,রূপবতী, দেওয়ান মদিনা।  6. মহুয়া পালাটির রচয়িতা কে?  উঃ দ্বিজ কানাই। 7. মহুয়া পালাটির সংকলন কে করেন? উঃ

বাউলগান ও বাউল সাধনা | বাংলা সাহিত্যের ইতিহাস | bangla Sahitya | wbssc bengali |

1. বাউল গান কী? উঃ অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে আর একদল রহস্যবাদী সাধক, যাঁরা বাউল নামে পরিচিত ছিলেন এবং ঐ নামে একটি উপসম্প্রদায় গরে তুলেছিল। তাঁরা যে অনেক গুলি উৎকৃষ্ট আধ্যাত্মসংগীত রচনা করেছিলেন  তা বাউলগান নামে পরিচিত।  2. শিক্ষিত সম্প্রদায়ের পক্ষ থেকে কে সর্বপ্রথম  বাউল গানের প্রতি আকৃষ্ট হন? উঃ হরিনাথ মজুমদার।  3. আধুনিক বাউল গানের প্রথম গুরু কে? উঃ হরিনাথ মজুমদার।  4. বাউলগান গুলি সংগ্রহ করে প্রকাশ করেন  কারা? উঃ রবীন্দ্রনাথ জমিদারি পরিদর্শনের ব্যাপারে কিছুকাল শিলাইদহে অবস্থান করার সময় লালন ফকিরের বাউলগানের ভাব ও ভাষার  প্রতি আকৃষ্ট হয়ে, নিজে ঐ গান সংগ্রহ ও প্রকাশ  করেন। পন্ডিত ক্ষিতিমোহন সেন এবং অধ্যাপক  মুহম্মদ মনসুর উদ্দিন সহেবও (ঢাকা) অনেক গান প্রকাশ করেন।  5. আধুনিক কালে এ দেশে ও বিদেশে বাউল গানকে জনপ্রিয় করে তোলেন কে? উঃ রবীন্দ্রনাথ।  6. 'বাউল' শব্দটির উৎপত্তি হয়েছে কী থেকে? উঃ 'বাতুল' বা 'ব্যাকুল' থেকে। 7. 'কাঙাল হরিনাথ' বা 'ফকিরচাঁদ বাউল' নামে কে পরিচিত?  উঃ হরিনাথ মজুমদার।  8. ফিকির চাঁদ ফকিরের দল কী? উঃ হরিনাথ মজুমদার প্রতিষ্ঠিত বাউ

আরাকান রাজসভার কবি | রোমান্টিক প্রনয় আখ্যান কাব্য | bangla Sahitya | বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc | ssc bengali |

আরাকান রাজসভার কবি  1. আরাকান রাজসভার অপর নাম কী?  উঃ রোসাঙ 2. কবি দৌলত কাজীর সময়কাল ও জন্মস্থান উল্লেখ করুন?  উঃ কবি দৌলত কাজীর সময়কাল - সপ্তদশ শতক। তাঁর জন্ম চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে।  3. তিনি কার সভাকবি ছিলেন?  উঃ তিনি আরাকান রাজ শ্রীসুধর্মার অর্থাৎ  থিরি-থু-ধম্মার সভাকবি ছিলেন।  4. কবি দৌলত কাজীর কাব্যের নাম কী?  কাব্যটির রচনাকাল কী?  উঃ 'লোরচন্দ্রানী' বা 'সতিময়না'। কাব্যটির রচনাকাল হল ১৬২২-১৬৩৮ খ্রিস্টাব্দ।  5. দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে  'লোরচন্দ্রানী' কাব্যটি রচনা করেন?  উঃ মিয়া সাধনের হিন্দী কাব্য 'মইনা কা সৎ' 6. কাব্যটি কী জাতীয় কাব্য?  উঃ কাব্যটি রোমান্টিক আখ্যান ধর্মী কাব্য। 7. 'লোরচন্দ্রানী' বা 'সতিময়না' কাব্যটির  চরিত্র গুলি কী কী? উঃ লোর, চন্দ্রনী ও সতীময়না।  8. কবি দৌলত কাজী 'লোরচন্দ্রানী' কাব্যটি কার অনুরোধে বা পৃষ্ঠপোষকতায় রচনা  করেন?  উঃ আরাকান সমরসচিব আশরফ খানের  পৃষ্ঠপোষকতায়।  9.  'লোরচন্দ্রানী' বা 'সতিময়না' কাব্যটি কে সমাপ্ত করেন?   উঃ দৌলত কাজী তাঁর কাব্যটির প্রায় দ

সাময়িক পত্র

  সাময়িক পত্র     প্রকাশকাল   সম্পাদক     ১. বেঙ্গল গেজেট    ১৭৮০  হিকি সাহেব   ২. সমাচার দর্পণ  ১৮১৮  মার্শম্যান  ৩. বাঙ্গল গেজেটি    ১৮১৮  গঙ্গাকিশোর ভট্টাচার্য    ৪. দিগদর্শন   ১৮১৮  মার্শম্যান  ৫. ব্রাহ্মণ সেবধি    ১৮২১   রামমোহন রায়    ৬. সম্বাদ কৌমুদী    ১৮২১  রামমোহন রায়    ৭. সমাচার চন্দ্রিকা   ১৮২২  ভবানীচরণ বন্দ্যো- পাধ্যায়  ৮. বঙ্গদূত  ১৮২৯  নীলরতন হালদার  ৯. সংবাদ প্রভাকর  ১৮৩১  ঈশ্বরচন্দ্র গুপ্ত     ১০. জ্ঞানান্বেষণ  ১৮৩১  দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়  ১১. জ্ঞানোদয়  ১৮৩১  রামচন্দ্র মিত্র  ১২. সংবাদ রত্নাবলী  ১৮৩২  ঈশ্বরচন্দ্র গুপ্ত     ১৩. বিজ্ঞান সেবধি  ১৮৩২  উইলসন সাহেব  ১৪. সংবাদ পূর্ণ চন্দ্রোদয়  ১৮৩৫  হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়  ১৫. বেঙ্গল স্পেক্টেটর  ১৮৪১  প্যারীচাঁদ মিত্র  ১৬. বিদ্যা দর্শন  ১৮৪২  অক্ষয়কুমার দত্ত  ১৭. তত্ত্ববোধিনী  ১৮৪৩  অক্ষয়কুমার দত্ত  ১৮. পাষণ্ড পীড়ন  ১৮৪৬  ঈশ্বরচন্দ্র গুপ্ত  ১৯. বিবিধার্থ সংগ্রহ  ১৮৫১  রাজেন্দ্রলাল মিত্র।  ২০. বিদ্যোৎসাহিনী পত্রিকা  ১৮৫৩  কালীপ্রসন্ন সিংহ  ২১. সোমপ্রকাশ  ১৮৫৮  দ্বারকানাথ বিদ্যাভূষণ  ২২. পূর্ণিমা  ১৮৫৯  বিহারীলাল চ