কবিগান, আখড়াই, টপ্পা | বাংলা সাহিত্যের ইতিহাস | bangla sahityer itihas | bangla Sahitya | wbssc | bcs preparation | slst bengali |
1. কে সর্বপ্রথম কবিগান সংগ্রহ করেন? উঃ ঈশ্বর গুপ্ত। 2. ঈশ্বর গুপ্ত সংগৃহীত কবিগানের সংখ্যা কত? উঃ ১০ জন কবির ২৭০ টি গান। 3. কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে?তাঁর আবির্ভাব কাল কত? উঃ গোঁজলা গুই। আনুমানিক অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ। 4. বিখ্যাত কবিওয়ালাদের নাম উল্লেখ করুন? উঃ গোঁজলা গুই এর পর কবি সংগীতের আসরে যারা অপেক্ষাকৃত খ্যাতিমান ছিলেন তাঁরা হলেন- কেষ্টামুচি, ভোলা ময়রা, হরু ঠাকুর রাসু, নৃসিংহ, রঘুনাথ। 5. হরু ঠাকুর কার উৎসাহে কবিয়াল দল গরে তুলেছিলেন? উঃ রাজা নব কৃষ্ণের। 6. টপ্পা-খেউর কী? উঃ অষ্টাদশ শতাব্দীর শেষ এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত কলকাতার বিত্তবান সমাজে একপ্রকার লঘু ধরনের গীতবাদ্য, যাত্রা পাঁচালী প্রভৃতির প্রচলন ছিল। এগুলিই টপ্পা-খেউর নামে পরিচিত। 7. হিন্দুস্থানী টপ্পার প্রধান উদ্ভাবক কে ছিলেন? উঃ লক্ষ্নৌয়ের মরি মিঞা। 8. বাংলাদেশে টপ্পা গানের প্রচলন কে করেন? উঃ নিধুবাবু। 9. টপ্পা গান জনপ্রিয়তা লাভ করে কখন? উঃ ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় - তৃতীয় দশকে। 10. নিধু বাবুর গান কী নামে প্রকাশিত হয়? উঃ গীতরত্ন। 11. নিধু বাবুর কয়েকটি গানের নাম উল্লেখ করুন? উঃ 'ভ