| ||
সাময়িক পত্র | প্রকাশকাল | সম্পাদক |
১. বেঙ্গল গেজেট | ১৭৮০ | হিকি সাহেব |
২. সমাচার দর্পণ | ১৮১৮ | মার্শম্যান |
৩. বাঙ্গল গেজেটি | ১৮১৮ | গঙ্গাকিশোর ভট্টাচার্য |
৪. দিগদর্শন | ১৮১৮ | মার্শম্যান |
৫. ব্রাহ্মণ সেবধি | ১৮২১ | রামমোহন রায় |
৬. সম্বাদ কৌমুদী | ১৮২১ | রামমোহন রায় |
৭. সমাচার চন্দ্রিকা | ১৮২২ | ভবানীচরণ বন্দ্যো- পাধ্যায় |
৮. বঙ্গদূত | ১৮২৯ | নীলরতন হালদার |
৯. সংবাদ প্রভাকর | ১৮৩১ | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
১০. জ্ঞানান্বেষণ | ১৮৩১ | দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় |
১১. জ্ঞানোদয় | ১৮৩১ | রামচন্দ্র মিত্র |
১২. সংবাদ রত্নাবলী | ১৮৩২ | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
১৩. বিজ্ঞান সেবধি | ১৮৩২ | উইলসন সাহেব |
১৪. সংবাদ পূর্ণ চন্দ্রোদয় | ১৮৩৫ | হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
১৫. বেঙ্গল স্পেক্টেটর | ১৮৪১ | প্যারীচাঁদ মিত্র |
১৬. বিদ্যা দর্শন | ১৮৪২ | অক্ষয়কুমার দত্ত |
১৭. তত্ত্ববোধিনী | ১৮৪৩ | অক্ষয়কুমার দত্ত |
১৮. পাষণ্ড পীড়ন | ১৮৪৬ | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
১৯. বিবিধার্থ সংগ্রহ | ১৮৫১ | রাজেন্দ্রলাল মিত্র। |
২০. বিদ্যোৎসাহিনী পত্রিকা | ১৮৫৩ | কালীপ্রসন্ন সিংহ |
২১. সোমপ্রকাশ | ১৮৫৮ | দ্বারকানাথ বিদ্যাভূষণ |
২২. পূর্ণিমা | ১৮৫৯ | বিহারীলাল চক্রবর্তী |
২৩. বঙ্গদর্শন | ১৮৭২ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের |
২৪. ভারতী | ১৮৭৭ | দ্বীজেন্দ্রনাথ ঠাকুর |
২৫. নববিধান | ১৮৮০ | কেশবচন্দ্র সেন |
২৬. সাহিত্য | ১৮৯০ | সুরেশচন্দ্র সমাজপতি |
২৭. হিতবাদী | ১৮৯১ | কৃষ্ণকমল ভট্টাচার্য |
২৮. সাধনা | ১৮৯১ | সুধীন্দ্রনাথ ঠাকুর |
২৯. বঙ্গীয় সাহিত্য পরিষদ | ১৮৯৩ | ক্ষেত্রগোপাল ভট্টাচার্য |
৩০. বন্দেমাতরম | ১৮৯৯ | বিপিনচন্দ্র পাল |
৩১. প্রবাসী | ১৯০১ | রামানন্দ চট্টোপাধ্যায় |
৩২. সন্ধ্যা | ১৯০৬ | ব্রহ্মবান্ধব উপাধ্যায় |
৩৩. ভারতবর্ষ | ১৯১৩ | দ্বীজেন্দ্রলাল রায় |
৩৪. সন্দেশ | ১৯১৩ | উপেন্দ্রকিশোর রায় |
৩৫. সবুজপত্র | ১৯১৪ | প্রমথ চৌধুরী |
৩৬. মোসলেম ভারত | ১৯২০ | মোজাম্মেল হক |
৩৭. বসুমতী | ১৯২২ | হেমেন্দ্র প্রসাদ ঘোষ |
৩৮. আনন্দবাজার পত্রিকা | ১৯২২ | প্রফুল্ল সরকার |
৩৯. ধুমকেতু | ১৯২২ | কাজি নজরুল ইসলাম |
৪০. কল্লোল | ১৯২৩ | গােকুলচন্দ্র নাগ ও দীনেশরঞ্জন দাশ |
৪১. শান্তিনিকেতন | ১৯২৪ | প্রমথনাথ বিশী |
৪২. প্রগতি | ১৯২৭ | বুদ্ধদেব বসু |
৪৩. পরিচয় | ১৯৩১ | সুধীন্দ্রনাথ দত্ত |
৪৪. কালিকলম | ১৯৩৩ | প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায় |
৪৫. কবিতা | ১৯৩৫ | বুদ্ধদেব বসু |
৫৪. অমৃতবাজার | ১৯৬৮ | শিশির ঘোষ |
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ? উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র
Comments
Post a Comment