| ||
সাময়িক পত্র | প্রকাশকাল | সম্পাদক |
১. বেঙ্গল গেজেট | ১৭৮০ | হিকি সাহেব |
২. সমাচার দর্পণ | ১৮১৮ | মার্শম্যান |
৩. বাঙ্গল গেজেটি | ১৮১৮ | গঙ্গাকিশোর ভট্টাচার্য |
৪. দিগদর্শন | ১৮১৮ | মার্শম্যান |
৫. ব্রাহ্মণ সেবধি | ১৮২১ | রামমোহন রায় |
৬. সম্বাদ কৌমুদী | ১৮২১ | রামমোহন রায় |
৭. সমাচার চন্দ্রিকা | ১৮২২ | ভবানীচরণ বন্দ্যো- পাধ্যায় |
৮. বঙ্গদূত | ১৮২৯ | নীলরতন হালদার |
৯. সংবাদ প্রভাকর | ১৮৩১ | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
১০. জ্ঞানান্বেষণ | ১৮৩১ | দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় |
১১. জ্ঞানোদয় | ১৮৩১ | রামচন্দ্র মিত্র |
১২. সংবাদ রত্নাবলী | ১৮৩২ | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
১৩. বিজ্ঞান সেবধি | ১৮৩২ | উইলসন সাহেব |
১৪. সংবাদ পূর্ণ চন্দ্রোদয় | ১৮৩৫ | হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
১৫. বেঙ্গল স্পেক্টেটর | ১৮৪১ | প্যারীচাঁদ মিত্র |
১৬. বিদ্যা দর্শন | ১৮৪২ | অক্ষয়কুমার দত্ত |
১৭. তত্ত্ববোধিনী | ১৮৪৩ | অক্ষয়কুমার দত্ত |
১৮. পাষণ্ড পীড়ন | ১৮৪৬ | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
১৯. বিবিধার্থ সংগ্রহ | ১৮৫১ | রাজেন্দ্রলাল মিত্র। |
২০. বিদ্যোৎসাহিনী পত্রিকা | ১৮৫৩ | কালীপ্রসন্ন সিংহ |
২১. সোমপ্রকাশ | ১৮৫৮ | দ্বারকানাথ বিদ্যাভূষণ |
২২. পূর্ণিমা | ১৮৫৯ | বিহারীলাল চক্রবর্তী |
২৩. বঙ্গদর্শন | ১৮৭২ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের |
২৪. ভারতী | ১৮৭৭ | দ্বীজেন্দ্রনাথ ঠাকুর |
২৫. নববিধান | ১৮৮০ | কেশবচন্দ্র সেন |
২৬. সাহিত্য | ১৮৯০ | সুরেশচন্দ্র সমাজপতি |
২৭. হিতবাদী | ১৮৯১ | কৃষ্ণকমল ভট্টাচার্য |
২৮. সাধনা | ১৮৯১ | সুধীন্দ্রনাথ ঠাকুর |
২৯. বঙ্গীয় সাহিত্য পরিষদ | ১৮৯৩ | ক্ষেত্রগোপাল ভট্টাচার্য |
৩০. বন্দেমাতরম | ১৮৯৯ | বিপিনচন্দ্র পাল |
৩১. প্রবাসী | ১৯০১ | রামানন্দ চট্টোপাধ্যায় |
৩২. সন্ধ্যা | ১৯০৬ | ব্রহ্মবান্ধব উপাধ্যায় |
৩৩. ভারতবর্ষ | ১৯১৩ | দ্বীজেন্দ্রলাল রায় |
৩৪. সন্দেশ | ১৯১৩ | উপেন্দ্রকিশোর রায় |
৩৫. সবুজপত্র | ১৯১৪ | প্রমথ চৌধুরী |
৩৬. মোসলেম ভারত | ১৯২০ | মোজাম্মেল হক |
৩৭. বসুমতী | ১৯২২ | হেমেন্দ্র প্রসাদ ঘোষ |
৩৮. আনন্দবাজার পত্রিকা | ১৯২২ | প্রফুল্ল সরকার |
৩৯. ধুমকেতু | ১৯২২ | কাজি নজরুল ইসলাম |
৪০. কল্লোল | ১৯২৩ | গােকুলচন্দ্র নাগ ও দীনেশরঞ্জন দাশ |
৪১. শান্তিনিকেতন | ১৯২৪ | প্রমথনাথ বিশী |
৪২. প্রগতি | ১৯২৭ | বুদ্ধদেব বসু |
৪৩. পরিচয় | ১৯৩১ | সুধীন্দ্রনাথ দত্ত |
৪৪. কালিকলম | ১৯৩৩ | প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায় |
৪৫. কবিতা | ১৯৩৫ | বুদ্ধদেব বসু |
৫৪. অমৃতবাজার | ১৯৬৮ | শিশির ঘোষ |
তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'। [ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ] কবির কাব্যগ্রন্থ: হে প্রেম হে নৈঃশব্দ (1960), ধর্মে আছো জিরাফেও আছো (1965) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968) পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971) প্রভু নষ্ট হয়ে যাই (1972) যেতে পারি কিন্তু কেন যাব (1982) বিষয়বস্তু : আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান।...
Comments
Post a Comment