Skip to main content

সাময়িক পত্র

 


সাময়িক পত্র  প্রকাশকাল সম্পাদক 
  ১. বেঙ্গল গেজেট   ১৭৮০ হিকি সাহেব 
 ২. সমাচার দর্পণ ১৮১৮ মার্শম্যান
 ৩. বাঙ্গল গেজেটি   ১৮১৮ গঙ্গাকিশোর ভট্টাচার্য  
 ৪. দিগদর্শন  ১৮১৮ মার্শম্যান
 ৫. ব্রাহ্মণ সেবধি   ১৮২১  রামমোহন রায়  
 ৬. সম্বাদ কৌমুদী   ১৮২১ রামমোহন রায়  
 ৭. সমাচার চন্দ্রিকা  ১৮২২
 ভবানীচরণ বন্দ্যো-
পাধ্যায়
 ৮. বঙ্গদূত ১৮২৯ নীলরতন হালদার
 ৯. সংবাদ প্রভাকর ১৮৩১ ঈশ্বরচন্দ্র গুপ্ত   
 ১০. জ্ঞানান্বেষণ ১৮৩১ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
 ১১. জ্ঞানোদয় ১৮৩১ রামচন্দ্র মিত্র
 ১২. সংবাদ রত্নাবলী ১৮৩২ ঈশ্বরচন্দ্র গুপ্ত   
 ১৩. বিজ্ঞান সেবধি ১৮৩২ উইলসন সাহেব
 ১৪. সংবাদ পূর্ণ চন্দ্রোদয় ১৮৩৫ হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
 ১৫. বেঙ্গল স্পেক্টেটর ১৮৪১ প্যারীচাঁদ মিত্র
 ১৬. বিদ্যা দর্শন ১৮৪২ অক্ষয়কুমার দত্ত
 ১৭. তত্ত্ববোধিনী ১৮৪৩ অক্ষয়কুমার দত্ত
 ১৮. পাষণ্ড পীড়ন ১৮৪৬ ঈশ্বরচন্দ্র গুপ্ত
 ১৯. বিবিধার্থ
সংগ্রহ
 ১৮৫১ রাজেন্দ্রলাল মিত্র।
 ২০.
বিদ্যোৎসাহিনী পত্রিকা
 ১৮৫৩ কালীপ্রসন্ন সিংহ
 ২১. সোমপ্রকাশ ১৮৫৮ দ্বারকানাথ বিদ্যাভূষণ
 ২২. পূর্ণিমা ১৮৫৯ বিহারীলাল চক্রবর্তী
 ২৩. বঙ্গদর্শন  ১৮৭২
 বঙ্কিমচন্দ্র 
চট্টোপাধ্যায়ের  
 ২৪. ভারতী  ১৮৭৭ দ্বীজেন্দ্রনাথ ঠাকুর 
 ২৫. নববিধান  ১৮৮০ কেশবচন্দ্র সেন  
 ২৬. সাহিত্য  ১৮৯০
 সুরেশচন্দ্র 
সমাজপতি
 ২৭. হিতবাদী  ১৮৯১ কৃষ্ণকমল ভট্টাচার্য  
 ২৮. সাধনা ১৮৯১ সুধীন্দ্রনাথ ঠাকুর  
 ২৯. বঙ্গীয় 
সাহিত্য পরিষদ    
 ১৮৯৩
 ক্ষেত্রগোপাল
ভট্টাচার্য 
 ৩০. বন্দেমাতরম  ১৮৯৯ বিপিনচন্দ্র পাল 
 ৩১. প্রবাসী  ১৯০১
 রামানন্দ 
চট্টোপাধ্যায়
 ৩২. সন্ধ্যা  ১৯০৬ ব্রহ্মবান্ধব উপাধ্যায়  
 ৩৩. ভারতবর্ষ  ১৯১৩ দ্বীজেন্দ্রলাল রায়
 ৩৪. সন্দেশ ১৯১৩
 উপেন্দ্রকিশোর 
রায় 
 ৩৫. সবুজপত্র  ১৯১৪ প্রমথ চৌধুরী 
 ৩৬. মোসলেম 
ভারত  
 ১৯২০ মোজাম্মেল হক 
 ৩৭. বসুমতী  ১৯২২ হেমেন্দ্র প্রসাদ ঘোষ
 ৩৮.
আনন্দবাজার 
পত্রিকা 
 ১৯২২ প্রফুল্ল সরকার 
 ৩৯. ধুমকেতু  ১৯২২
 কাজি নজরুল
ইসলাম  
 ৪০. কল্লোল  ১৯২৩
 গােকুলচন্দ্র নাগ 
ও দীনেশরঞ্জন দাশ
৪১. শান্তিনিকেতন ১৯২৪প্রমথনাথ বিশী
 ৪২. প্রগতি  ১৯২৭ বুদ্ধদেব বসু 
 ৪৩. পরিচয়  ১৯৩১ সুধীন্দ্রনাথ দত্ত  
 ৪৪. কালিকলম ১৯৩৩ প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায়
৪৫. কবিতা ১৯৩৫ বুদ্ধদেব বসু 
 ৫৪.
অমৃতবাজার
 ১৯৬৮ শিশির ঘোষ 

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী