গীতিকা সাহিত্য | ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা | গাথা ও গীতিকা | লোকসাহিত্য ও পূর্ববঙ্গ গীতিকা | wbssc bengali | bangla Sahitya | ssc bengali | slst bengali | net set Bengali | Bangla sahityer itihas | bangla mcq | bcs bengali preparation
1. ময়মনসিংহ ও পূর্ববঙ্গ গীতিকায় মোট কয়টি পালা গান সংগৃহীত হয়েছে?
উঃ ৫৪ টি।
2. ময়মনসিংহ গীতিকা কার সম্পাদনায় কবে প্রকাশিত হয়?
উঃ ময়মনসিংহ গীতিকা দীনেশচন্দ্র সেনের
সম্পাদনায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।
3. ময়মনসিংহ গীতিকা কোথা থেকে প্রকাশ করা হয়?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
4. দীনেশচন্দ্র সেন কীভাবে ময়মনসিংহ গীতিকার প্রতি আকৃষ্ট হন?
উঃ ময়মনসিংহ থেকে প্রকাশিত 'সৌরভ' নামে
একটি মাসিক পত্রিকায় চন্দ্রকুমার দে নামক
লোকসাহিত্যানুরাগী ব্যক্তি কয়েকটি লোক
গাথা প্রকাশ করেন। ১৯১৩ সাল থেকে চন্দ্র
কুমার দে ঐ ধরনের দু-চারটি লোকগাথা
প্রকাশ করতে থাকেন। দীনেশচন্দ্র সেন সেগুলি পড়ে কৌতুহলী হয়ে লেখক ও সংগ্রহ
কার চন্দ্রকুমার দে -কে খুঁজে বের করেন এবং
তাঁর সাহায্যে ময়মনসিংহ ও চতুশ্পশ্ববর্তী
অঞ্চল থেকে দরিদ্র কৃষকদের মুখ থেকে
অনেক গাথা সংগ্রহ করেন।
5. ময়মনসিংহ গীতিকায় কয়টি পালা রয়েছে সেগুলি কী কী?
উঃ ১০ টি - মহুয়া, মলুয়া, জয়চন্দ্র - চন্দ্রাবতী, কমলা, কঙ্ক ও লীলা, কাজলরেখা, দেওয়ান ভাবনা, কেনারাম,রূপবতী, দেওয়ান মদিনা।
6. মহুয়া পালাটির রচয়িতা কে?
উঃ দ্বিজ কানাই।
7. মহুয়া পালাটির সংকলন কে করেন?
উঃ পূর্ণচন্দ্র ভট্টাচার্য। সংকলিত পালাটির নাম
বাদ্যানীর গান।
8. মহুয়া পালার চরিত্র গুলি উল্লেখ করুন?
উঃ মহুয়া, নদের চাঁদ, হুমরা।
9. মহুয়া পালাটির রচয়িতা কে?
উঃ মহুয়া পালার রচনাকার হিসেবে কারো
নাম পাওয়া যায় না। তবে পালার শুরুতে
চন্দ্রাবতীর বন্দনাগীত দেখে অনেকে মনে
করেন মলুয়া পালাটির রচয়িতা হলেন চন্দ্রাবতী।
10. মলুয়া পালাটির কয়টি অঙ্ক ও কয়টি ছত্র
রয়েছে?
উঃ ১৯ টি অঙ্ক। ১২৪৭ টি ছত্র রয়েছে।
11. মলুয়া পালার চরিত্রগুলি উল্লেখ করুন?
উঃ মলুয়া, চান্দ বিনোদ,কাজী।
12. জয়চন্দ্র ও চন্দ্রাবতী পালাটির রচয়িতা কে?
উঃ নয়ান চাঁদ ঘোষ।
13. জয়চন্দ্র ও চন্দ্রাবতী পালাটির কয়টি অঙ্ক
ও কয়টি ছত্র রয়েছে?
উঃ ১২ টি অঙ্ক ও ৩৫৪ টি ছত্র রয়েছে।
14. 'জয়চন্দ্র-চন্দ্রাবতী' বা চন্দ্রাবতী পালাটির চরিত্র গুলি কী কী?
উঃ জয়চন্দ্র বা জয়ানন্দ ও চন্দ্রাবতী।
15. কমলা পালার রচয়িতা কে?
উঃ দ্বিজ ঈশান।
16. কঙ্ক ও লীলা পালার রচয়িতা কে?
উঃ রঘুসুত, নয়ান চাঁদ ঘোষ ও শ্রীনাথ বনিয়া।
17. ময়মনসিংহ গীতিকার কোন পালায় গীতি রসের প্রাধান্য দেখা যায়?
উঃ দেওয়ান ভাবনা।
18. দেওয়ান ভাবনা পালার চরিত্র গুলি কী কী?
উঃ সুনাই, মাধব ও দেওয়ান ভাবনা।
19. দেওয়ান মদিনা পালার রচয়িতা কে?
উঃ জালাল গাইন।
20. দেওয়ান মদিনা পালার অন্য নাম কী?
উঃ আলাল দুলালের পালা।
21. 'কেনারাম' পালাটির রচয়িতা কে?
উঃ চন্দ্রাবতী। এই পালাটিতে কোনো প্রেমের কাহিনী নেই।
22. এই পালাটির চরিত্র গুলি কী কী?
উঃ যশোধরা, কেনারাম, দ্বিজ বংশীদাস।
23. মহারাষ্ট্র পুরাণ কী? কাব্যটির রচয়িতা কে?
উঃ অষ্টাদশ শতাব্দীতে রচিত ইতিহাসাশ্রয়ী গাথা কাব্য। কাব্যটির রচয়িতা হলেন গঙ্গারাম
সেন।
24. গঙ্গারাম সেন রচিত 'মহারাষ্ট্র পুরাণ' এর রচনা কাল কী?
উঃ ১৬৭২ শকাব্দ বা ১৭৫১ খ্রীস্টাব্দ।
25. 'মহারাষ্ট্র পুরাণ' এ কোন ঘটনার গুলির কথা জানা যায়?
উঃ বাংলায় মারাঠা বর্গীদের অত্যাচার,ভাস্কর পন্ডিতের পরাজয় ও আলিবর্দি খানের লড়াই।
Comments
Post a Comment