1. বাউল গান কী?
উঃ অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে আর
একদল রহস্যবাদী সাধক, যাঁরা বাউল নামে
পরিচিত ছিলেন এবং ঐ নামে একটি
উপসম্প্রদায় গরে তুলেছিল। তাঁরা যে অনেক
গুলি উৎকৃষ্ট আধ্যাত্মসংগীত রচনা করেছিলেন
তা বাউলগান নামে পরিচিত।
2. শিক্ষিত সম্প্রদায়ের পক্ষ থেকে কে সর্বপ্রথম
বাউল গানের প্রতি আকৃষ্ট হন?
উঃ হরিনাথ মজুমদার।
3. আধুনিক বাউল গানের প্রথম গুরু কে?
উঃ হরিনাথ মজুমদার।
4. বাউলগান গুলি সংগ্রহ করে প্রকাশ করেন কারা?
উঃ রবীন্দ্রনাথ জমিদারি পরিদর্শনের ব্যাপারে
কিছুকাল শিলাইদহে অবস্থান করার সময় লালন
ফকিরের বাউলগানের ভাব ও ভাষার
প্রতি আকৃষ্ট হয়ে, নিজে ঐ গান সংগ্রহ ও প্রকাশ
করেন। পন্ডিত ক্ষিতিমোহন সেন এবং অধ্যাপক
মুহম্মদ মনসুর উদ্দিন সহেবও (ঢাকা) অনেক গান প্রকাশ করেন।
5. আধুনিক কালে এ দেশে ও বিদেশে বাউল
গানকে জনপ্রিয় করে তোলেন কে?
উঃ রবীন্দ্রনাথ।
6. 'বাউল' শব্দটির উৎপত্তি হয়েছে কী থেকে?
উঃ 'বাতুল' বা 'ব্যাকুল' থেকে।
7. 'কাঙাল হরিনাথ' বা 'ফকিরচাঁদ বাউল' নামে কে পরিচিত?
উঃ হরিনাথ মজুমদার।
8. ফিকির চাঁদ ফকিরের দল কী?
উঃ হরিনাথ মজুমদার প্রতিষ্ঠিত বাউল সংঘ।
9. ফিকির চাঁদ ফকিরের দল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১২৮৭ বঙ্গাব্দে।
10. রবীন্দ্রনাথ কতগুলি বাউলগান সংগ্রহ করেছিলেন?
উঃ ২৯৮ টি।
11. বাউল সাধনার শ্রেষ্ঠ সাধকের নাম কী?
উঃ লালন ফকির।
12. বাউল সাধনার মুল কথা কী?
উঃ প্রত্যেক মানুষের মধ্যেই 'মনের মানুষ' আছেন।
তঁকে আবিষ্কার ও উপলব্ধি করতে পারলেই
সাধকের মোক্ষ - নির্বাণ - মুক্তি লাভ হয়।
13. রবীন্দ্রনাথ হিবার্ট বক্তৃতায় কোন বাউল সাধকের নাম উল্লেখ করেছেন?
উঃ হাসান রাজার।
14. লালন ফকিরের জন্ম কবে ও কোথায় হয়েছিল?
উঃ লালন ফকিরের জন্ম হয়েছিল আনুমানিক ১৭৭৫ খ্রীস্টাব্দের কাছাকাছি সময়ে। কুষ্টিয়ার
কুমারখালি গ্রামের নিকট ভাঁড়রা গ্রামে হিন্দু
কায়স্থ বংশে তাঁর জন্ম হয়।
Comments
Post a Comment