Skip to main content

আরাকান রাজসভার কবি | রোমান্টিক প্রনয় আখ্যান কাব্য | bangla Sahitya | বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc | ssc bengali |

আরাকান রাজসভার কবি 


1. আরাকান রাজসভার অপর নাম কী? 
উঃ রোসাঙ
2. কবি দৌলত কাজীর সময়কাল ও
জন্মস্থান উল্লেখ করুন? 
উঃ কবি দৌলত কাজীর সময়কাল - সপ্তদশ
শতক। তাঁর জন্ম চট্টগ্রামের রাউজান থানার
অন্তর্গত সুলতানপুর গ্রামে। 
3. তিনি কার সভাকবি ছিলেন? 
উঃ তিনি আরাকান রাজ শ্রীসুধর্মার অর্থাৎ 
থিরি-থু-ধম্মার সভাকবি ছিলেন। 
4. কবি দৌলত কাজীর কাব্যের নাম কী? 
কাব্যটির রচনাকাল কী? 
উঃ 'লোরচন্দ্রানী' বা 'সতিময়না'। কাব্যটির
রচনাকাল হল ১৬২২-১৬৩৮ খ্রিস্টাব্দ। 
5. দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে 
'লোরচন্দ্রানী' কাব্যটি রচনা করেন? 
উঃ মিয়া সাধনের হিন্দী কাব্য 'মইনা কা সৎ'
6. কাব্যটি কী জাতীয় কাব্য? 
উঃ কাব্যটি রোমান্টিক আখ্যান ধর্মী কাব্য।
7. 'লোরচন্দ্রানী' বা 'সতিময়না' কাব্যটির 
চরিত্র গুলি কী কী?
উঃ লোর, চন্দ্রনী ও সতীময়না। 
8. কবি দৌলত কাজী 'লোরচন্দ্রানী' কাব্যটি
কার অনুরোধে বা পৃষ্ঠপোষকতায় রচনা 
করেন? 
উঃ আরাকান সমরসচিব আশরফ খানের 
পৃষ্ঠপোষকতায়। 
9.  'লোরচন্দ্রানী' বা 'সতিময়না' কাব্যটি কে
সমাপ্ত করেন? 
উঃ দৌলত কাজী তাঁর কাব্যটির প্রায় দুই-
তৃতীয়াংশ রচনা করার পর অকালে
লোকান্তরিত হন। পরবর্তী কালে আরাকান 
রাজের প্রধানমন্ত্রী সুলেমানের নির্দেশে এই
কাব্যের বাকী এক তৃতীয়াংশ সমাপ্ত করেন
কবি সৈয়দ আলাওল। 
10. লোরচন্দ্রানী কাব্যের কয়টি অংশ?
উঃ দুইটি অংশ -
(ক) রাজকন্যা চন্দ্রানী ও মহাবীর লোরের প্রেম।
(খ) সতী ময়নার কথা ও তার পতি নিষ্ঠা।
11. সৈয়দ আলাওলের সংক্ষিপ্ত পরিচয় দিন?
উঃ সৈয়দ আলাওলের আত্ম পরিচয়ে পাওয়া
যায় ফতেয়াবাদের শাসনকর্তা মজলিস কুতুব
এর অমাত্য পুত্র আলাওল চট্টগ্রামে মতান্তরে
(ফরিদপুরে) ষোড়শ শতকের শেষ ভাগে জন্ম
গ্রহণ করেন এবং বৃদ্ধ বয়সে১৬৭৩ খ্রিস্টাব্দে
তাঁর মৃত্যু হয়। 
12. কবি সৈয়দ আলাওলের কাব্য গুলি কী কী? 
উঃ সয়ফুল মূলক বদিউজ্জমাল (১৬৫৮-
১৬৭০), হপ্তপয়কর(১৬৬০), তোহফা (১৬৬৩-
১৬৬৯), সেকেন্দার নামা (১৬৭২), পদ্মাবতী 
(আনুমানিক ১৬৪৬)
13. কবি সৈয়দ আলাওল কার অনুরোধে 
'পদ্মাবতী' ও 'সয়ফুল মূলুক' কাব্যটি রচনা 
করেন? 
উঃ মাগন ঠাকুরের। 
14. কার নির্দেশে আলাওল তোহফা কাব্যটি
রচনা করেন? 
উঃ সোলেমানের নির্দেশে। 
15. কার অনুরোধে আলাওল 'হপ্তপয়কর' 
কাব্যটি রচনা করেন? 
উঃ সৈয়দ মহম্মদের। 
16. সয়ফুল মূলক কী জাতীয় কাব্য? 
উঃ ইসলামি রোমান্টিক কাব্য।
17. সেকেন্দার নামা কোন গ্রন্থের অনুবাদ? 
উঃ সেকেন্দার নামা কাব্যটি ফারসি কাবি 
নেজামি সমরকন্দীর 'ইস্কান্দার নামা'র সরল
অনুবাদ। 
18. সৈয়দ আলাওলের 'পদ্মাবতী' কাব্যটির 
উৎস কী?
উঃ মহম্মদ জয়সীর 'পদ্মাবৎ'। 
19. 'ইউসুফ জোলেখা' কাব্যটি কার লেখা? 
কাব্যটির রচনা কাল কী? 
উঃ শাহ মোহাম্মদ সগীর। কাব্যটির রচনা
কাল ১৩৯০-১৪১০ খ্রিস্টাব্দ। 
20. 'রসুল বিজয়' কাব্যটি কে কবে রচনা 
করেন?
উঃ জইনুদ্দিন। গৌরের সুলতান ইউসুফ
শাহের রাজত্যকালে কাব্যটি রচনা করেন।

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole  কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'। [ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ] কবির কাব্যগ্রন্থ:  হে প্রেম হে নৈঃশব্দ (1960),  ধর্মে আছো জিরাফেও আছো (1965) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968) পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971) প্রভু নষ্ট হয়ে যাই (1972) যেতে পারি কিন্তু কেন যাব (1982) বিষয়বস্তু :  আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান।...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...