আরাকান রাজসভার কবি | রোমান্টিক প্রনয় আখ্যান কাব্য | bangla Sahitya | বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc | ssc bengali |
আরাকান রাজসভার কবি
1. আরাকান রাজসভার অপর নাম কী?
উঃ রোসাঙ
2. কবি দৌলত কাজীর সময়কাল ও
জন্মস্থান উল্লেখ করুন?
উঃ কবি দৌলত কাজীর সময়কাল - সপ্তদশ
শতক। তাঁর জন্ম চট্টগ্রামের রাউজান থানার
অন্তর্গত সুলতানপুর গ্রামে।
3. তিনি কার সভাকবি ছিলেন?
উঃ তিনি আরাকান রাজ শ্রীসুধর্মার অর্থাৎ
থিরি-থু-ধম্মার সভাকবি ছিলেন।
4. কবি দৌলত কাজীর কাব্যের নাম কী?
কাব্যটির রচনাকাল কী?
উঃ 'লোরচন্দ্রানী' বা 'সতিময়না'। কাব্যটির
রচনাকাল হল ১৬২২-১৬৩৮ খ্রিস্টাব্দ।
5. দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে
'লোরচন্দ্রানী' কাব্যটি রচনা করেন?
উঃ মিয়া সাধনের হিন্দী কাব্য 'মইনা কা সৎ'
6. কাব্যটি কী জাতীয় কাব্য?
উঃ কাব্যটি রোমান্টিক আখ্যান ধর্মী কাব্য।
7. 'লোরচন্দ্রানী' বা 'সতিময়না' কাব্যটির
চরিত্র গুলি কী কী?
উঃ লোর, চন্দ্রনী ও সতীময়না।
8. কবি দৌলত কাজী 'লোরচন্দ্রানী' কাব্যটি
কার অনুরোধে বা পৃষ্ঠপোষকতায় রচনা
করেন?
উঃ আরাকান সমরসচিব আশরফ খানের
পৃষ্ঠপোষকতায়।
9. 'লোরচন্দ্রানী' বা 'সতিময়না' কাব্যটি কে
সমাপ্ত করেন?
উঃ দৌলত কাজী তাঁর কাব্যটির প্রায় দুই-
তৃতীয়াংশ রচনা করার পর অকালে
লোকান্তরিত হন। পরবর্তী কালে আরাকান
রাজের প্রধানমন্ত্রী সুলেমানের নির্দেশে এই
কাব্যের বাকী এক তৃতীয়াংশ সমাপ্ত করেন
কবি সৈয়দ আলাওল।
10. লোরচন্দ্রানী কাব্যের কয়টি অংশ?
উঃ দুইটি অংশ -
(ক) রাজকন্যা চন্দ্রানী ও মহাবীর লোরের প্রেম।
(খ) সতী ময়নার কথা ও তার পতি নিষ্ঠা।
11. সৈয়দ আলাওলের সংক্ষিপ্ত পরিচয় দিন?
উঃ সৈয়দ আলাওলের আত্ম পরিচয়ে পাওয়া
যায় ফতেয়াবাদের শাসনকর্তা মজলিস কুতুব
এর অমাত্য পুত্র আলাওল চট্টগ্রামে মতান্তরে
(ফরিদপুরে) ষোড়শ শতকের শেষ ভাগে জন্ম
গ্রহণ করেন এবং বৃদ্ধ বয়সে১৬৭৩ খ্রিস্টাব্দে
তাঁর মৃত্যু হয়।
12. কবি সৈয়দ আলাওলের কাব্য গুলি কী কী?
উঃ সয়ফুল মূলক বদিউজ্জমাল (১৬৫৮-
১৬৭০), হপ্তপয়কর(১৬৬০), তোহফা (১৬৬৩-
১৬৬৯), সেকেন্দার নামা (১৬৭২), পদ্মাবতী
(আনুমানিক ১৬৪৬)
13. কবি সৈয়দ আলাওল কার অনুরোধে
'পদ্মাবতী' ও 'সয়ফুল মূলুক' কাব্যটি রচনা
করেন?
উঃ মাগন ঠাকুরের।
14. কার নির্দেশে আলাওল তোহফা কাব্যটি
রচনা করেন?
উঃ সোলেমানের নির্দেশে।
15. কার অনুরোধে আলাওল 'হপ্তপয়কর'
কাব্যটি রচনা করেন?
উঃ সৈয়দ মহম্মদের।
16. সয়ফুল মূলক কী জাতীয় কাব্য?
উঃ ইসলামি রোমান্টিক কাব্য।
17. সেকেন্দার নামা কোন গ্রন্থের অনুবাদ?
উঃ সেকেন্দার নামা কাব্যটি ফারসি কাবি
নেজামি সমরকন্দীর 'ইস্কান্দার নামা'র সরল
অনুবাদ।
18. সৈয়দ আলাওলের 'পদ্মাবতী' কাব্যটির
উৎস কী?
উঃ মহম্মদ জয়সীর 'পদ্মাবৎ'।
19. 'ইউসুফ জোলেখা' কাব্যটি কার লেখা?
কাব্যটির রচনা কাল কী?
উঃ শাহ মোহাম্মদ সগীর। কাব্যটির রচনা
কাল ১৩৯০-১৪১০ খ্রিস্টাব্দ।
20. 'রসুল বিজয়' কাব্যটি কে কবে রচনা
করেন?
উঃ জইনুদ্দিন। গৌরের সুলতান ইউসুফ
শাহের রাজত্যকালে কাব্যটি রচনা করেন।
Comments
Post a Comment