Skip to main content

Posts

Showing posts from June, 2022

Bangla sahityer itihas | bengali slst preparation| wbssc

Bangla sahityer itihas | bengali slst preparation| wbssc বাংলা সাহিত্যের ইতিহাস নিম্নলিখিত পোস্টের রঙিন শব্দগুলিতে ক্লিক করলে বিস্তারিত তথ্যে পৌঁছে যাবেন।   1. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? (ক) শ্রীকৃষ্ণকীর্তন (খ) চর্যাপদ (গ) মঙ্গলকাব্য (ঘ) কাশীদাসী রামায়ণ চর্যাপদ 2. চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? (ক) দীনেশ রঞ্জন দাস মহাশয় (খ) চন্দ্রকুমার দে (গ) দয়ারাম সাহানি (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী 3. চর্যাপদের প্রথম রচয়িতা কে? (ক)লুইপা (খ)কুক্কুরীপা (গ)কাহ্নপা (ঘ)শবরপা লুইপা 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে রচনা করেন? (ক) বিদ্যাপতী (খ) বড়ু চন্ডিদাস (গ) বিদ্বদ্বল্লভ (ঘ) জয়দেব বড়ু চন্ডিদাস 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন? (ক) বিষ্ণুপদ ভট্টাচার্য (খ) রাহুল সাংকৃত্যায়ন (গ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ (ঘ) শ্রীধর দাস বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ 6. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? (ক)কানা হরিদত্ত (খ)হরু ঠাকুর (গ)বিজয় গুপ্ত (ঘ)কেতকাদাস কানা হরিদত্ত 7. মঙ্গলকাব্য ধারার কবি বিজয় গুপ্তের কাব্যের নাম কি? (ক) মনসা পুরান (খ) পদ্মাপুরা...

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole  কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'। [ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ] কবির কাব্যগ্রন্থ:  হে প্রেম হে নৈঃশব্দ (1960),  ধর্মে আছো জিরাফেও আছো (1965) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968) পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971) প্রভু নষ্ট হয়ে যাই (1972) যেতে পারি কিন্তু কেন যাব (1982) বিষয়বস্তু :  আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান।...

জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী | wbssc slst bengali 2022 | slst bengali preparation

  জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী | wbssc slst bengali 2022 | slst bengali preparation  জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী  আমাদের ইউটিউব চ্যানেল 👉  Nityananda academy  1. জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? ক) মহাশ্বেতা দেবী খ) আশাপূর্ণা দেবী গ) স্বর্ণকুমারী দেবী ঘ) মৈত্রেয়ী দেবী উ: খ) আশাপূর্ণা দেবী 2. জ্ঞানচক্ষু গল্পটির মুল গ্রন্থের নাম কী? ক) কুমকুম খ) গল্প সমগ্র গ) আমার ছোটবেলা ঘ) গল্পগুচ্ছ উ: ক) কুমকুম 3. কথাটা শুনে চোখ মার্বেল হয়ে গেল কার? ক) তপনের মেসোর খ) তপনের মাসির গ) তপনের ঘ) তপনের মা-র উ: গ) তপনের 4. কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? ক) তপনের মেসো একজন লেখক খ) তপনের মেসো একজন বিজ্ঞানী গ) তপনের মেসো একজন ডাক্তার ঘ) তপনের মেসো একজন উ: ক) তপনের মেসো একজন লেখক 5. কাছ থেকে তপন দেখেনি কাকে? ক) জলজ্যান্ত বিজ্ঞানীকে খ) জলজ্যান্ত হাতিকে গ) জলজ্যান্ত ইঞ্জিনিয়ারকে ঘ) জলজ্যান্ত লেখককে উ: ঘ) জলজ্যান্ত লেখককে 6. কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? ক) বিজ্ঞানীকে দেখে খ) একজন অভিনেতাকে ঘ) তপনের মাসিকে গ) তপনের মেসোকে উ: গ) তপনের মেসোকে 7....