Wbp preliminary exam 2021, Wbp preliminary exam date 2021, wbp gk mock test
1. ‘আইহোল প্ৰশস্তি' থেকে কার কৃতিত্বের কথা জানা যায়?
a. তৃতীয় গোবিন্দের
b প্রথম মহেন্দ্ৰবর্মনের
c. রাজেন্দ্র চোলদেবের
d. দ্বিতীয় পুলকেশীর
উঃ দ্বিতীয় পুলকেশীর
2. 'সাঁচি স্তূপ' কোথায় অবস্থিত?
a. উত্তর প্রদেশ
b মধ্যপ্রদেশ
c. অরুণাচল প্রদেশ
d. অন্ধ্রপ্রদেশ
উঃ মধ্যপ্রদেশ
3. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
a. রবার্ট ক্লাইভ
b. ওয়ারেন হেস্টিংস
c. উইলিয়াম বেন্টিঙ্ক
d. কর্নওয়ালিস
উঃ ওয়ারেন হেস্টিংস
4. কোন্ রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত?
a. বাংলা
b. বিহার
c. ওড়িশা
d. উত্তরপ্রদেশ
উঃ বিহার
5. কে পশ্চিম ভারতে ‘লোখিতওয়াড়ি’ নামে পরিচিত?
a. গোপালহরি দেশমুখ
b. আর জি ভাণ্ডারকর
c মহাদেব গোবিন্দ রাণাডে
d. বি জে তিলক
উঃ গোপালহরি দেশমুখ
6. হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কী ছিল?
a. সিন্ধি
b. সংস্কৃত
c. তামিল
d. কোনোটিই নয়
উঃ কোনোটিই নয়
7. সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এ মহিলাদের জন্য যে রেজিমেন্টটি ছিল, তা হল—
a. লক্ষ্মীবাঈ রেজিমেন্ট
b. বীরাঙ্গনা রেজিমেন্ট
c. ঝাঁসি রানি রেজিমেন্ট
d. উপরের কোনোটিই নয়
উঃ ঝাঁসি রানি রেজিমেন্ট
৪. গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন?
a. বোধগয়া
b. কুশীনগর
c. রাজগৃহ
d. বৈশালী
উঃ কুশীনগর
9. ‘হিন্দ স্বরাজ' বইটির লেখক কে?
a. বালগঙ্গাধর তিলক
b. মহাত্মা গান্ধি
C. গোপাল কৃষ্ণ গোখলে
d. এম জি রানাডে
উঃ মহাত্মা গান্ধি
10. চিনা পর্যটক ‘ফা-হিয়েন' কার রাজসভায় এসেছিলেন?
a. প্রথম চন্দ্রগুপ্ত
b. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c. সমুদ্রগুপ্ত
d. কেউন নন
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
11. 'টোডরমল' কীসের সঙ্গে সম্পর্কিত?
a. সংগীত
b. সাহিত্য
c. ভূমি রাজস্ব
d. আইন
উঃ ভূমি রাজস্ব
12. অষ্টদিগ্বজ কার রাজসভা অলংকৃত করতেন?
a. প্রথম দেবরায়
b দ্বিতীয় দেবরায়
c. বীর নরসিংহ
d. কৃষ্ণদেব রায়
উঃ কৃষ্ণদেব রায়
13. 'ত্রিপিটক' কোন ধর্মের পবিত্র গ্রন্থ?
a. বৌদ্ধ
b. হিন্দু
c. জৈন
d. ওপরের কোনোটিই নয়
উঃ বৌদ্ধ
14. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম ‘বন্দেমাতরম' গাওয়া হয়?
a.1892
b. 1896
c. 1904
d. 1886
উঃ 1896
15. বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর কোন শাসকের সমসাময়িক?
a. শাহজাহান।
b. হুমায়ন
c. আকবর
d. জাহাঙ্গির
উঃ জাহাঙ্গির
16. হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত
করেন?
a. থানেশ্বর
b. কনৌজ
c. মথুরা
d. প্রয়াগ
উঃ কনৌজ
17. কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?
a. বসুমিত্র
b. পুশ্যমিত্র
c. চন্দ্রগুপ্ত মৌর্য
d. কেউই নন
উঃ বসুমিত্র
18. মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন?
a. বিন্দুসার
b. বৃহদ্রথ
c. পুশ্যমিত্র
d কেউই নন
উঃ বৃহদ্রথ
19. কোন অঞ্চল অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল
না?
a. কাশ্মীর
b. তক্ষশিলা
c. মাদ্রাজ
d. কনৌজ
উঃ মাদ্রাজ
20. ‘দেবনাম প্রিয়’ উপাধিতে ভূষিত হন?
a. হর্ষবর্ধন
b. কনিষ্ক
c. অশোক
d. চন্দ্রগুপ্ত
উঃ অশোক
21. সম্রাট অশোকের শিলালিপিগুলিতে তিনি কোন্ নামে পরিচিত?
a. প্রিয়দর্শী
b. ধর্মদেব
c. চক্রবর্তী
d. ধর্মকীর্তি
উঃ প্রিয়দর্শী
22. সাতবাহন যুগের শিলালিপিগুলির ভাষা কী ছিল?
a. পালি
b. প্রাকৃত
c. তামিল
d. তেলেগু
উঃ প্রাকৃত
23. রুদ্রদমন কোন্ বংশের শাসক ছিলেন?
a. পল্লব
b. শক
c. কুষাণ
d. মৌর্য
উঃ শক
24. ‘নবরত্ন’ সভা কার সঙ্গে সম্পর্কিত?
a. বল্লাল সেন
b. হর্ষবর্ধন
c. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
d. দেবপাল
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
25. বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
a. গোপাল
b. ধর্মপাল
C. দেবপাল
d. রাজপাল।
উঃ গোপাল
26. সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত আছে?
a. হাতিগুম্ফা
b. এলাহাবাদ প্রশস্তি
c. গিরনার
d. সারনাথ
উঃ এলাহাবাদ প্রশস্তি
27. হরপ্পা অঞ্চল কোন্ নদীর কাছে অবস্থিত ছিল?
a. সিন্ধু
b. শতদ্রু
c. রাভি
d. চেনাব
উঃ শতদ্রু
28. কে 'কাদম্বরী' রচনা করেন?
a. কালিদাস
b. কৌটিল্য
C. হর্ষ
d. বানভট্ট
উঃ বানভট্ট
29. কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
a. বসুবন্ধু
b. নাগার্জুন
c. শ্রীজ্ঞান অতীশ
d. শীলভদ্র
উঃ শীলভদ্র
30. কে মধ্যপ্রদেশে সাঁচী স্তূপ নির্মাণ করেন?
a. হর্ষবর্ধন
b. অশোক
c. কনিষ্ক
d. বাবর
উঃ অশোক
Casino Roll.com Review for 2021 - Online Gambling
ReplyDelete› casino-roll.com › casino-roll.com Play and win in online casinos powered by Casino 메리트카지노주소 Roll.com. Your experience. Register or 솔레 어 카지노 login to 스포츠토토 the m bet365 website and get the 토토 배당률 보기