Skip to main content

history gk questions | history gk questions in Bengali | wbp exam 2021

history gk questions | history gk questions in Bengali | wbp exam 2021

 1. ব্রোঞ্জ-নির্মিত নটরাজের মূর্তি কোন্ শিল্পের উৎকৃষ্ট নিদর্শন?

a. চোল শিল্প

b. গান্ধার শিল্প

c. গুপ্ত শিল্প

d. মৌর্য শিল্প

উঃ চোল শিল্প

2. আঙ্কোরভাট মন্দিরে কার মূর্তি আছে?

a. বুদ্ধদেব

b. হিন্দুদের দেবতা

c. তীর্থংকর

d. কাম্বোডিয়ান রাজা

উঃ হিন্দুদের দেবতা

3. ঋগবেদে কোন নদীর উল্লেখ করা হয়নি?

a. সরস্বতী

b. নর্মদা

C. চেনাব

d. গঙ্গা

উঃ নর্মদা

4. মাদুরাই কাদের রাজধানী ছিল?

a. চোল

b. পল্লব

c. পান্ড্য

d. রাষ্ট্রকূট

উঃ পান্ড্য

5. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

a. নহপান

b. ভানুমিত্র

c. অগ্নি

d. সিমুক

উঃ সিমুক

6. 'চৌথ ও সরদেশমুখী’ রাজস্ব প্রথা কে চালু করেছিলেন?

a. শাহজাহান

b. শিবাজি

c. আকবর

d. শেরশাহ

উঃ শিবাজি

7. 'আগ্রার অন্ধপক্ষী’ বলে কে অভিহিত হন?

a. সুরদাস 

b বৈজুবাওরা

c. রাজ বাহাদুর

d. তানসেন

উঃ সুরদাস

8. কাকে 'দ্বিতীয় আলেকজান্ডার' নামে অভিহিত করা হয়?

a. আলাউদ্দিন খিলজি

b. সমুদ্রগুপ্ত

c. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

d. কনিষ্ক

উঃ আলাউদ্দিন খিলজি

9. ‘লাখবক্স' কাকে বলা হত?

a. রাজিয়া

b. ইলতুৎমিস

c. কুতুবউদ্দিন

d. রুকনউদ্দিন

উঃ কুতুবউদ্দিন

10. কে দশম শিখগুরুর পদ অলঙ্কৃত করেন?

a. গুরু হরকিষেণ

b. গুরু তেগবাহাদুর

C. গুরু গোবিন্দ

d. গুরুনানক

উঃ গুরু গোবিন্দ

11. কত সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?

a. 1757

b. 1755

c. 1758

d. 1759

উঃ 1757

12. লোদি বংশের প্রতিষ্ঠাতা কে?

a. বহলুল লোদি

b. সিকন্দর লোদি

c. ইব্রাহিম লোদি 

d. এদের কেউ নন

উঃ বহলুল লোদি

13. দিল্লি সুলতানি শাসনকালের সরকারি ভাষা—

a. উর্দু

b. আরবি

c. পারসি

d. হিন্দি

উঃ পারসি

14. কে শের আফগান নামে পরিচিত ছিল?

a. আলিকুলি বেগ

b. ফারুক বেগ

c. মহম্মদ মুরাদ

d. এদের কেউ নন

উঃ আলিকুলি বেগ

15. ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন?

a. বলদেব দাস

b. ফারুক বেগ

C. বেবাদল খাঁ

d. আবুল সাহান

উঃ বেবাদল খাঁ

16. ভারতবর্ষে কোন্ মোগল সম্রাটের সৌধ নেই?

a. আকবর

b. বাবর

c. শাহজাহান

d ঔরঙ্গজেব

উঃ বাবর

17. 'কবুলিয়ত’ ও ‘পাট্টা’ প্রথার প্রবর্তক কে?

a. আকবর

b. শেরশাহ

c. বাবর

d. শাহজাহান

উঃ শেরশাহ

18. কোন্‌টি বাংলা থেকে প্রকাশিত সংবাদপত্র নয়?

a. যুগান্তর

b. কাল

c. বন্দী জীবন

d. ধূমকেতু

উঃ কাল

19. কোন্ পত্রিকা লালা লাজপৎ রায়ের সঙ্গে সম্পর্কিত নয়?

a. The Punjabee

b. Young India

c. The Bande Mataram

d. The People

উঃ The People

20. রুপার টাকা কে চালু করেছিলেন?

a. কুতুবউদ্দিন

b. বলবন

c. রাজিয়া

d. ইলতুৎমিস

উঃ ইলতুৎমিস

21. লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরী করেন?

a. 1905, 11 অক্টোবর

b. 1911, 16 অক্টোবর

c. 1905, 16 অক্টোবর

d. 1905, 14 নভেম্বর

উঃ 1905, 16 অক্টোবর

22. খান আব্দুল গফ্ফর খান কোন দলের নেতা ছিলেন?

a. গদর পার্টি

b. খোদা-ই-খিদমৎগার

c. মুসলিম লিগ

d. কংগ্রেস

উঃ খোদা-ই-খিদমৎগার

23. প্রাচীন ভারতে চিকিৎসাশাস্ত্রের সঙ্গে কে সম্পর্কিত?

a. ভাস্কর

b. চরক

C. কলহন

d. সোমদেব

উঃ চরক

24. আঙ্করভাট মন্দিরটি কোথায় অবস্থিত?

a. কম্বোডিয়া

b. থাইল্যান্ড

c. ইন্দোনেশিয়া

d. কোনোটি নয়

উঃ কম্বোডিয়া

25. ভারতে সর্বপ্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল?

a. সুরাট

b. মুম্বই

c. আমেদাবাদ

d. কোয়েম্বাটোর

উঃ মুম্বই

26. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে ঘটেছিল?

a. 1707 খ্রি.

b. 1739 খ্রি.

c.1757 খ্রি.

d. 1761 খ্রি.

উঃ 1761 খ্রি.

27. কলকাতায় ‘এশিয়াটিক সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

a. ওয়ারেন হেস্টিংস

b. স্যার উইলিয়াম জোন্‌স

c. রাজা রামমোহন রায়

d. টি বি ম্যাকুলি

উঃ স্যার উইলিয়াম জোন্‌স

28. 'ভারতীয় নবজাগরণের জনক' কাকে বলা হয়?

a. বি জি তিলক

b. গোপালকৃষ্ণ গোখলে

c. লালা লাজপত রায়

d. রাজা রামমোহন রায়

উঃ রাজা রামমোহন রায়

29. ‘দেব সমাজ’ কে প্রতিষ্ঠা করেন?

a. বল্লভভাই প্যাটেল

b. দাদাভাই নৌরজি

c. শিবনারায়ণ অগ্নিহোত্রী

d. রামকৃয় পরমহংস

উঃ শিবনারায়ণ অগ্নিহোত্রী

30. কে 'সতীদাহ প্রথা' বেআইনি ঘোষণা করেন?

a. লর্ড রিপন

b. লর্ড কর্নওয়ালিস

c. লর্ড উইলিয়াম বেন্টিংক

d. রাজা রামমোহন রায়

উঃ লর্ড উইলিয়াম বেন্টিংক

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...