Skip to main content

 1. কোষ কে আবিষ্কার করেন? 

উঃ কোষ আবিষ্কার করা রবার্ট হুক।

2. ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? 

উঃ ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিউয়েন হুক 

3. নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? 

উঃ নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। 

4. বংশগতির সূত্র কে আবিষ্কার করেন? 

উঃ বংশগতির সূত্র আবিষ্কার করেন ম্যান্ডেল।

5. ক্রোমোজোম কে আবিষ্কার করেন? 

উঃ ক্রোমোজোম আবিষ্কার করেন ওয়াল ডেয়ার।

6. অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? 

উঃ অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জে জ্যানসেন।

7. মাইটোকনড্রিয়া কে আবিষ্কার করেন? 

উঃ মাইটোকনড্রিয়া আবিষ্কার করেন বেন্ডা। 

8. গলগি বস্তু কে আবিষ্কার করেন? 

উঃ গলগি বস্তু আবিষ্কার করেন ক্যামিলো গলগি।

9. জলাতঙ্ক রোগের টিকা কে আবিস্কার করেন? 

উঃ জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। 

10. লাইসোজোম কে আবিষ্কার করেন? 

উঃ লাইসোজোম আবিষ্কার করেন দি ডুবে।

11. পেনিসিলিন কে আবিষ্কার করেন? 

উঃ পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। 

12. ইনসুলিন কে আবিষ্কার করেন? 

উঃ ইনসুলিন আবিষ্কার করেন বান্টিং ও বেস্ট। 

13. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? 

উঃ রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। 

14. RH ফ্যাক্টর কে আবিষ্কার করেন? 

উঃ আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার ও উইনার। 

15. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? 

উঃ প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস ডারউইন। 

16. জেনেটিক কোড কে আবিষ্কার করেন? 

উঃ জেনেটিক কোড আবিষ্কার করেন এইচ জি খোরানা। 

17. ক্লোরেল্লা উদ্ভিদে কেলভিন চক্র কে পর্যবেক্ষণ করেন? 

উঃ ক্লোরেল্লা উদ্ভিদের ক্যালভিন চক্র পর্যবেক্ষণ করেন বেনসন।

18. DNA-এর দ্বিতন্ত্রী নকশা কে প্রবর্তন করেন? 

উঃ DNA এর দ্বিতন্ত্রী নকশা প্রবর্তন করেন ওয়াটসন ও ক্রিক। 

19. সালোকসংশ্লেষ কালে ফটোলাইসিস বা হিল বিক্রিয়া পর্যবেক্ষণ করেন কে? 

উঃ রোবিন হিল। 

20. শ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র কে পর্যবেক্ষণ করেন? 

উঃ শ্বসনে সাইট্রিক অ্যাসিড চক্র পর্যবেক্ষণ করেন হ্যানস ক্রেবস।

21. একটি জিনে একটি উৎসেচক মতবাদের প্রবক্তা কে? 

উঃ একটি জিনে একটি উৎসেচক মতবাদের প্রবক্তা হলেন বিডল ও ট্যাটাম।

22. রাইবোজোম কে আবিষ্কার করেন? 

উঃ রাইবোজোম আবিষ্কার করেন প্যালাডে।

23. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? 

উঃ মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস।

24. কালাজ্বরের টিকা কে আবিস্কার করেন? 

উঃ কালাজ্বরের টিকা আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 

25. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? 

উঃ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন নল ও রুসকা।

26. একক পর্দা কে আবিষ্কার করেন? 

উঃ একক পর্দা আবিষ্কার করেন রবার্টসন।

27. রসের উৎস্রোত সম্পর্কিত ভাইটালিস্টিক মতবাদের প্রবর্তন করেন কে?

উঃ জগদীশ চন্দ্র বসু।

28. জার্মপ্লাজমবাদ তত্ত্বের প্রবক্তা কে?

উঃ ভাইসম্যান।

29. স্ত্রী মশার দেহে ম্যালেরিয়ার রোগ জীবাণু পর্যবেক্ষণ করেন কে?

উঃ রোনাল্ড রস।

30. প্রাণী দেহে রক্ত সংবহন কে পর্যবেক্ষণ করেন? 

উঃ উইলিয়াম হার্ভে।

31. ধমনীর রক্তচাপ কে পরীক্ষা করেছিলেন?

উঃ স্টিফেন হেলস।

32. উদ্ভিদ খাদ্য তৈরির সময় অক্সিজেন পরিত্যাগ করে একথা কে বলেছেন? 

উঃ জোসেফ প্রিস্টলি।

Comments

Popular posts from this blog

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole  কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'। [ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ] কবির কাব্যগ্রন্থ:  হে প্রেম হে নৈঃশব্দ (1960),  ধর্মে আছো জিরাফেও আছো (1965) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968) পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971) প্রভু নষ্ট হয়ে যাই (1972) যেতে পারি কিন্তু কেন যাব (1982) বিষয়বস্তু :  আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান।...

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...