1. কোষ কে আবিষ্কার করেন?
উঃ কোষ আবিষ্কার করা রবার্ট হুক।
2. ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন?
উঃ ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিউয়েন হুক
3. নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?
উঃ নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন।
4. বংশগতির সূত্র কে আবিষ্কার করেন?
উঃ বংশগতির সূত্র আবিষ্কার করেন ম্যান্ডেল।
5. ক্রোমোজোম কে আবিষ্কার করেন?
উঃ ক্রোমোজোম আবিষ্কার করেন ওয়াল ডেয়ার।
6. অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
উঃ অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন জে জ্যানসেন।
7. মাইটোকনড্রিয়া কে আবিষ্কার করেন?
উঃ মাইটোকনড্রিয়া আবিষ্কার করেন বেন্ডা।
8. গলগি বস্তু কে আবিষ্কার করেন?
উঃ গলগি বস্তু আবিষ্কার করেন ক্যামিলো গলগি।
9. জলাতঙ্ক রোগের টিকা কে আবিস্কার করেন?
উঃ জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর।
10. লাইসোজোম কে আবিষ্কার করেন?
উঃ লাইসোজোম আবিষ্কার করেন দি ডুবে।
11. পেনিসিলিন কে আবিষ্কার করেন?
উঃ পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং।
12. ইনসুলিন কে আবিষ্কার করেন?
উঃ ইনসুলিন আবিষ্কার করেন বান্টিং ও বেস্ট।
13. রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?
উঃ রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার।
14. RH ফ্যাক্টর কে আবিষ্কার করেন?
উঃ আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার ও উইনার।
15. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে?
উঃ প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস ডারউইন।
16. জেনেটিক কোড কে আবিষ্কার করেন?
উঃ জেনেটিক কোড আবিষ্কার করেন এইচ জি খোরানা।
17. ক্লোরেল্লা উদ্ভিদে কেলভিন চক্র কে পর্যবেক্ষণ করেন?
উঃ ক্লোরেল্লা উদ্ভিদের ক্যালভিন চক্র পর্যবেক্ষণ করেন বেনসন।
18. DNA-এর দ্বিতন্ত্রী নকশা কে প্রবর্তন করেন?
উঃ DNA এর দ্বিতন্ত্রী নকশা প্রবর্তন করেন ওয়াটসন ও ক্রিক।
19. সালোকসংশ্লেষ কালে ফটোলাইসিস বা হিল বিক্রিয়া পর্যবেক্ষণ করেন কে?
উঃ রোবিন হিল।
20. শ্বসনের সাইট্রিক অ্যাসিড চক্র কে পর্যবেক্ষণ করেন?
উঃ শ্বসনে সাইট্রিক অ্যাসিড চক্র পর্যবেক্ষণ করেন হ্যানস ক্রেবস।
21. একটি জিনে একটি উৎসেচক মতবাদের প্রবক্তা কে?
উঃ একটি জিনে একটি উৎসেচক মতবাদের প্রবক্তা হলেন বিডল ও ট্যাটাম।
22. রাইবোজোম কে আবিষ্কার করেন?
উঃ রাইবোজোম আবিষ্কার করেন প্যালাডে।
23. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?
উঃ মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস।
24. কালাজ্বরের টিকা কে আবিস্কার করেন?
উঃ কালাজ্বরের টিকা আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
25. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
উঃ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন নল ও রুসকা।
26. একক পর্দা কে আবিষ্কার করেন?
উঃ একক পর্দা আবিষ্কার করেন রবার্টসন।
27. রসের উৎস্রোত সম্পর্কিত ভাইটালিস্টিক মতবাদের প্রবর্তন করেন কে?
উঃ জগদীশ চন্দ্র বসু।
28. জার্মপ্লাজমবাদ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ভাইসম্যান।
29. স্ত্রী মশার দেহে ম্যালেরিয়ার রোগ জীবাণু পর্যবেক্ষণ করেন কে?
উঃ রোনাল্ড রস।
30. প্রাণী দেহে রক্ত সংবহন কে পর্যবেক্ষণ করেন?
উঃ উইলিয়াম হার্ভে।
31. ধমনীর রক্তচাপ কে পরীক্ষা করেছিলেন?
উঃ স্টিফেন হেলস।
32. উদ্ভিদ খাদ্য তৈরির সময় অক্সিজেন পরিত্যাগ করে একথা কে বলেছেন?
উঃ জোসেফ প্রিস্টলি।
Comments
Post a Comment