Skip to main content

বাছাই করা ১০০ টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন | General knowledge for competitive exams | Important gk

 বাছাই করা ১০০ টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন |  General knowledge for competitive exams | Important gk

বাছাই করা ১০০ টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন |  General knowledge for competitive exams | Important gk

আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন 👉 Nityananda Academy 

1. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উঃ সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে। 

2. টেলিফোন কে আবিষ্কার করেন? 

উঃ টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল।

3. নাগর্জুনা সাগর বাঁধটি কোন নদীর উপর নির্মিত? 

উঃ নাগার্জুনা সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত। 

4. মহাত্মাগান্ধীর সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত? 

উঃ মহাত্মা গান্ধীর সমাধিক্ষেত্র রাজঘাটে অবস্থিত।

5. উজ্জল ধাতু কোনগুলি?

উঃ ক্যালসিয়াম (Ca), সোডিয়াম (Na), ম্যাগনেসিয়াম (Mg),  সিলভার (Ag) অ্যালুমিনিয়াম (Al)।

6. ভারতের অন্তর্বাহিনী নদী গুলি কি কি? 

উঃ ভারতের অন্তর্বাহিনী নদী গুলি হল লুনি, মুসি, ঘর্ঘরা। 

7. ভারতীয় সংবিধানের কতগুলি আর্টিকেল এবং কতগুলি সিডিউল আছে? 

উঃ ভারতীয় সংবিধানের বর্তমান আর্টিকেল সংখ্যা হল 444 এবং সিডিউলের সংখ্যা হল 12।

8. রক্ত দাতা ও গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? 

উঃ O গ্রুপের রক্তকে বলা হয় দাতা এবং AB গ্রুপের রক্তকে বলা হয় গ্রহীতা।

9. শনি, বৃহস্পতি ও মঙ্গলের কয়টি উপগ্রহ রয়েছে? 

উঃ শনি -২০,  বৃহস্পতি - ১৬, মঙ্গল - ২।

10. প্রোটন কে আবিষ্কার করেন? 

উঃ প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। 

11. ইলেকট্রন কে আবিষ্কার করেন? 

উঃ ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। 

12. নিউট্রন কে আবিষ্কার করেন? 

উঃ নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক।

13. ভারতের পূর্ব বাহিনী নদী গুলির নাম কি? 

উঃ ভারতের পুর্ব বাহিনী নদী গুলি হল- মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী।  

14. নর্মদা নদীর উৎপত্তি কোন পর্বত থেকে হয়েছে? 

উঃ নর্মদা নদীর উৎপত্তি বিন্ধ পর্বত থেকে হয়েছে। 

15. তাপ্তি নদীর উৎপত্তি কোন পর্বত থেকে হয়েছে? 

উঃ তাপ্তি নদীর উৎপত্তি সাতপুরা পর্বত থেকে হয়েছে। 

16. World AIDS Day কবে পালিত হয়? 

উঃ 1st December. 

17. রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও? 

উঃ দুধকে ছানায় পরিণত করা, দেশলাইয়ের কাঠি জ্বালানো, মোমবাতির দহন, চাল থেকে ভাত। 

18. ব্রহ্মপুত্র নদীর তীরে কোন কোন শহর অবস্থিত? 

উঃ গুয়াহাটি, ডিব্রুগড়। 

19. আয়তন অনুসারে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্যের নাম কি? 

উঃ রাজস্থান। 

20. আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর উদাহরণ দাও?

উঃ মরুভূমির মরীচিকা,পাতার উপর জল চিকচিক করা, ঢালা মসৃণ পথ ভেজা মনে হয়, হিরে আঁধারে চকচক করা।

21. নিষ্ক্রিয় গ্যাস গুলি কি কি? 

উঃ হিলিয়াম (He), নিয়ন (Ne),  আর্গন (Ar),  ক্রিপটন (Kr), জেনন (Xe), রেডন (Rn)। 

22. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কয়টি? 

উঃ 6 টি।

23. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? 

উঃ লর্ড ক্যানিং। 

24. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? 

উঃ লর্ড মাউন্টব্যাটেন। 

25. জলে দ্রবীভূত ভিটামিন গুলো কি কি? 

উঃ B,C,P।

26. ফ্যাটে দ্রবণীয় ভিটামিন গুলো কি কি? 

উঃ A, D, E, K

27. প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ভুক্ত দেশ গুলি কি কি? 

উঃ রাশিয়া, জাপান, ইতালি, বেলজিয়াম, ব্রিটেন, রোমানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, গ্রীস, পর্তুগাল। 

28. ভারতীয় সংবিধানের কয়টি তফশিল রয়েছে? 

উঃ বারোটি। 

 29. সবুজ ভিট্রিওল-এর রাসায়নিক নাম কী?

উঃ হেপ্টা হাইড্ৰেট ফেরাস সালফেট।

30. অপটিক তত্ত্ব কোন নীতিতে কাজ করে?

উঃ সামগ্রিক অভ্যন্তরীণ প্রতিফলন। 

31. মোটর গাড়িতে তাপ কোন পদ্ধতিতে স্থানান্তরিত হয়? 

উঃ পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে। 

32. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট এর দৈর্ঘ্য কমিয়ে নিলে কি হবে?

উঃ অবশিষ্টাংশ খুব তীব্রতার সঙ্গে জ্বলবে। 

33. জামা কাপড় ড্রাই ওয়াশ করতে কী ব্যবহৃত হয়? 

উঃ অ্যালকোহল। 

34. প্রাকৃতিক জ্বালানির উদাহরণ দাও? 

উঃ কাঠ, কয়লা, পেট্রোলিয়াম। 

35. হাইড্রোজেন বোমা তৈরি কোন নীতির উপর নির্ভর করে? 

উঃ নিউক্লিয়ার ফিউশন নীতি। 

36. রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে কি করা হয়? 

উঃ পুরনো জিনিসের বয়স মাপা হয়।

37. মশার বংশ বিস্তার রোধে কি ব্যবহৃত হয়? 

উঃ গ্যাম্বুসিয়া। 

38. দৌড়বিদদের হৃদপিণ্ড বড় হয় কেন? 

উঃ দৌড়ানোর সময় হৃদস্পন্দনের হার পরিবর্তিত হয়। 

39. মিথাইল অ্যালকোহল কি? 

উঃ মিথাইল অ্যালকোহল হলো এক ধরনের বিষ।

40. পাইরিথ্রিন কোন কাজে ব্যবহৃত হয়? 

উঃ পতঙ্গ নাশক হিসেবে। 

41. আইসোপ্রাইনের পলিমার কি? 

উঃ প্রাকৃতিক রবার। 

42. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন? 

উঃ শ্বাসকার্য বৃদ্ধির জন্য। 

43. কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? 

উঃ লাল আলোর। 

44. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই কথা প্রথম বলেন কে? 

উঃ কোপার্নিকাস। 

45. দার্শনিকের লবণ -এর রাসায়নিক নাম কি? 

উঃ সালফার ট্রাই- অক্সাইড। 

46. মদে কোন উপাদানটি থাকে? 

উঃ ইথাইল অ্যালকোহল। 

47. কস্টিক সোডার সঙ্গে ভেজিটেবল অয়েল উত্তপ্ত করলে কি হয়? 

উঃ সাবান গ্লিসারিন পাওয়া যায়। 

48. মানুষের জিহ্বায় ঘা কোন ভিটামিনের অভাবে হয়? 

উঃ রাইবোফ্লোভিন। 

49. লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদ কে কি বলা হয়? 

উঃ হ্যালোফাইট। 

50. কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?

উঃ থিয়ামিন। 

51. কোষের শক্তিঘর কাকে বলা হয়? 

উঃ মাইটোকন্ড্রিয়াকে।

52. কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজ্যতা কত?

উঃ 4

53. উচ্চ স্ফুটনাংক কীসে দেখা যায়? 

উঃ জলে।

54. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী? 

উঃ Rajmohan's Wife. 

55. 'হারকিউলিসের থাম' কাকে বলা হয়? 

উঃ জিব্রাল্টারকে।

56. 'স্বপ্ন বাসবদত্তা' কার লেখা? 

উঃ মহাকবি ভাসের।

57. 'নাট্যশাস্ত্র' গ্রন্থ কে লেখেন? 

উঃ ভরতমুনি।

58. পৃথিবীর কোন জায়গায় ঋতু পরিবর্তন হয় না?

উঃ সুমেরু প্রদেশে। 

59. মানুষের জিহ্বায় ঘা কোন ভিটামিনের অভাবে হয়?

উঃ রাইবোফ্লোভিন।

60. 'ভীষ্মদেব' কার ছদ্মনাম? 

উঃ দেবব্রত মল্লিকের।

61. পৃথিবীর প্রথম ইতিহাস কোন দেশে লেখা হয়?

উঃ গ্রীস।

62. বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? 

উঃ স্বর্ণকুমারী দেবী। 

63. বাংলার প্রথম মহিলা রাজ্যপাল কে? 

উঃ সরোজিনী নাইডু। 

64. সবচেয়ে বেশি কুমির কোথায় দেখা যায়? 

উঃ আফ্রিকা মহাদেশ। 

65. শ্বেত হস্তি কোথায় দেখা যায়? 

উঃ থাইল্যান্ডে।

67. কালো রাজহাঁস কোথায় দেখা যায়? 

উঃ পশ্চিম অস্ট্রেলিয়ায়।

68. মানুষের শরীরে মাংস পেশীর কাজ কি? 

উঃ অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করা। 

69. ঘুমালে মানুষ নাক ডাকে কেন? 

উঃ নাক দিয়ে নিঃশ্বাস না টেনে মুখে দিয়ে টানা হয় বলে। 

70. চোখ নাচে কেন? 

উঃ চোখের মাংসপেশিতে রক্ত সঞ্চালনের ব্যাঘাত এর কারণে। 

71. ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম সংখ্যক গাছ আছে? 

উঃ হরিয়ানায়। 

72. কোন প্রাণী জন্মের পরে 11 সপ্তাহ পর্যন্ত চোখে দেখতে পায় না? 

উঃ প্লাটিপাস। 

73. আমেরিকার কোন রাজ্যটি সবচেয়ে জনবহুল? 

উঃ ক্যালিফোর্নিয়া। 

74. আফ্রিকার কোন দেশটিতে প্রচুর সংখ্যক হাতে রয়েছে? 

উঃ তাঞ্জানিয়া।

75. দাবা খেলায় কোন জন্তটি রক হিসেবে ব্যবহৃত হয়? 

উঃ হাতি। 

76. 'ক্যারাম' খেলায় 'রানী' গুটিটির রং কি? 

উঃ ম্যাজেন্টা। 

78. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? 

উঃ কার্বন ডাই অক্সাইড। 

79. ভারতে 'lotus award' কোন বিষয়ে দেওয়া হয়ে থাকে? 

উঃ চলচ্চিত্রে। 

80. কোন বেদে ক্লাসিকাল মিউজিক এর আলোচনা করা হয়েছে? 

উঃ সামবেদ এ। 

81. জাহাজের গতিবেগ মাপার এককের নাম কি? 

উঃ নট।

82. চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? 

উঃ 2 সেকেন্ডের কম। 

83. ভারতের কোন রাজ্য প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হয়? 

উঃ মহারাষ্ট্রে। 

84. কে প্রথম 'লিপ ইয়ার' গ্রহণ করেছিলেন? 

উঃ জুলিয়াস সিজার। 

85. কোন দেশের 'সৈন্য বাহিনী' রেড আর্মি নামে পরিচিত? 

উঃ রাশিয়া। 

86. 'মহাত্মা গান্ধী সেতু' কোন নদীর উপর অবস্থিত? 

উঃ গঙ্গা। 

87. আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল? 

উঃ ব্যাবিলনে। 

88. কনিষ্কের রাজত্বকালের সমসাময়িক ছিলেন চড়ক। তিনি কোন পেশায় নিযুক্ত ছিলেন? 

উঃ চিকিৎসা। 

89. কোন নদীর ওপর আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল? 

উঃ নীলনদ। 

90. কোন খনিজ পদার্থটি প্লাস্টার ও কাগজ তৈরি করতে প্রয়োজন হয়? 

উঃ জিপসাম। 

91. কোন মাছটি বাতাসে নিঃশ্বাস নেয়? 

উঃ মাড ফিশ।

92. কোন রোগটি হাড়ের মজ্জা ও রক্তকণিকা তৈরীর কোষকে আক্রমণ করে?

উঃ লিউকোমিয়া। 

93. কোনটির দ্বারা গ্রহের রং স্থির করা যায়? 

উঃ সারফেস টেম্পারেচার। 

94. কোন হ্রদটির উৎস হলো নীলনদ? 

উঃ ভিক্টোরিয়া। 

95. সবচেয়ে বড় অক্ষরেখাটির নাম কি? 

উঃ নিরক্ষরেখা। 

96. সর্ব প্রথম কৃত্রিম উপায়ে হীরা তৈরি করেছিলেন কে? 

উঃ ব্রিটিশ প্রযুক্তিবিদ জে. বি. হান্নে, 1880 খ্রিস্টাব্দে।

97. মধ্যপ্রদেশের কোন মন্দির খেজুর গাছ দিয়ে ঘেরা? 

উঃ খাজুরাহো মন্দির। 

98. মার্কিন যুক্তরাষ্ট্রের কানাডা সীমান্তে অবস্থিত জলপ্রপাত এর নাম কি? 

উঃ নায়াগ্রা ফলস। 

99. গরবা কোন রাজ্যের জনপ্রিয় নাচ? 

উঃ গুজরাটের। 

100. সম্বর লবণ হ্রদ কোথায় অবস্থিত? 

উঃ রাজস্থানে। 

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী