Skip to main content

রবীন্দ্রনাথের প্রবন্ধ | bengali literature | bangla sahityer itihas

রবীন্দ্রনাথের প্রবন্ধ | প্রাবন্ধিক রবীন্দ্রনাথ | বিখ্যাত প্রবন্ধ ঃ-

প্রবন্ধ সাহিত্য | রবীন্দ্রনাথের প্রবন্ধ | বাংলা সাহিত্যের ইতিহাস | বিখ্যাত প্রবন্ধ | বিখ্যাত প্রবন্ধিক
রবীন্দ্রনাথের প্রবন্ধ 

১. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম কী? 

উঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম বিবিধ প্রসঙ্গ (১৮৮৩)।

২. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী? 

উঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম ভুবনমোহিনী প্রতিভা।

৩. 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ' উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধ গ্রন্থে রয়েছে? 

উঃ 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ'

উদ্ধৃত অংশটি 'সভ্যতার সংকট' (১৩৪৮) প্রবন্ধ গ্রন্থে রয়েছে। 

৪. কাদম্বরী দেবীর মৃত্যুতে লেখা রবীন্দ্রনাথের প্রবন্ধের নাম কী? কোন পত্রিকায় সেটি প্রকাশিত হয়?

উঃ কাদম্বরী দেবীর মৃত্যুতে লেখা রবীন্দ্রনাথের প্রবন্ধের নাম 'পুষ্পাঞ্জলি'। 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়। 

৫. রবীন্দ্রনাথের 'ছন্দ' কী জাতীয় রচনা? 

উঃ রবীন্দ্রনাথের 'ছন্দ' হল ছন্দ বিষয়ক প্রবন্ধ গ্রন্থ। 

৬. রবীন্দ্রনাথের 'ছন্দ' প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত ও এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ গুলি কী কী? 

উঃ প্রকাশকাল ১৯৩৬ খ্রিস্টাব্দ। এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ গুলি হল- ছন্দের অর্থ, ছন্দের হলন্ত হসন্ত, ছন্দের মাত্রা, বাংলা ছন্দের প্রকৃতি, গদ্য ছন্দ। 

৭. রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম উল্লেখ করুন? 

উঃ পাগল, বাজে কথা, পনেরো আনা, নববর্ষা, কেকাধ্বনি, আষাঢ়, বসন্ত যাপন। 

৮. বাতায়নিকের পত্র কী?

উঃ বাতায়নিকের পত্র হল রবীন্দ্রনাথের প্রবন্ধ। রবীন্দ্রনাথ সবুজ পত্রের সম্পাদক প্রথম চৌধুরীকে যে পাঁচটি প্রবন্ধ দিয়েছিলেন তা বাতায়নিকের পত্র নামে পরিচিত। 

৯. বাতায়নিকের পত্র কোন পত্রিকায় ও কবে প্রকাশিত হয়? 

উঃ বাতায়নিকের পত্র 'প্রবাসী' পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়। 

১০. রবীন্দ্রনাথের প্রবন্ধ গুলি কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ সাধনা, বঙ্গদর্শন, হিতবাদী, বসুমতী, প্রদীপ, সবুজ পত্র, নারায়ণ, উদবোধন। 

১১. 'কেকাধ্বনি' প্রবন্ধটি রবীন্দ্রনাথের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত?

উঃ 'কেকাধ্বনি' প্রবন্ধটি রবীন্দ্রনাথের 'বিচিত্র প্রবন্ধ' গ্রন্থের অন্তর্গত। 

১২. রবীন্দ্রনাথের কেকাধ্বনি প্রবন্ধটি কোন পত্রিকায় ও কবে প্রকাশিত হয়? 

উঃ রবীন্দ্রনাথের কেকাধ্বনি প্রবন্ধটি 'বঙ্গদর্শন' পত্রিকায় ১৩০৮ বঙ্গাব্দে প্রকাশিত হয়। 

১৩. রবীন্দ্রনাথের 'বিচিত্র প্রবন্ধ' গ্রন্থের কোন প্রবন্ধ গুলি 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ কেকাধ্বনি (ভাদ্র ১৩০৮), নববর্ষা (শ্রাবণ ১৩০৮), বাজে কথা (আশ্বিন ১৩০৯), মাভৈ (কার্তিক ১৩০৯), পনেরো আনা (মাঘ ১৩০৯), পাগল (শ্রাবণ ১৩১১)

১৪. বিচিত্র প্রবন্ধ গ্রন্থের কোন প্রবন্ধ গুলি 'সবুজ পত্র' পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ আষাঢ় (আষাঢ় ১৩২১), সোনার কাঠি (জৈষ্ঠ্য ১৩২২), ছবির অঙ্গ (আষাঢ় ১৩২২), শরত (ভাদ্র - আশ্বিন ১৩২২)

১৫. রবীন্দ্রনাথের 'সাহিত্য' ও 'সাহিত্যের তাৎপর্য' প্রবন্ধ দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ রবীন্দ্রনাথের 'সাহিত্য' প্রবন্ধটি ১৩১০ বঙ্গাব্দে 'সাধনা' পত্রিকায় প্রকাশিত হয় ও রবীন্দ্রনাথের 'সাহিত্যের তাৎপর্য' প্রবন্ধটি ১৩১০ বঙ্গাব্দে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়। 

১৬. রবীন্দ্রনাথের 'সাহিত্য' প্রবন্ধের উল্লেখযোগ্য প্রবন্ধ গুলি কী কী? 

উঃ সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, বিশ্ব সাহিত্য, ঐতিহাসিক উপন্যাস, সাহিত্যের বিচারক। 

১৭. 'শিক্ষার হেরফের' ও 'অসন্তোষের কারন' প্রবন্ধ দুটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ শিক্ষার হেরফের প্রবন্ধটি পৌষ ১২৯৯ বঙ্গাব্দে 'সাধনা' পত্রিকায় ও অসন্তোষের কারন 'শান্তিনিকেতন' পত্রিকায় জৈষ্ঠ্য ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়। 

১৮. রবীন্দ্রনাথের 'সাহিত্য' প্রবন্ধ গ্রন্থের উল্লেখযোগ্য প্রবন্ধ গুলি কী কী?

উঃ সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, বিশ্ব সাহিত্য, ঐতিহাসিক উপন্যাস, সাহিত্যের বিচারক। 

১৯. রবীন্দ্রনাথের 'শিক্ষার হেরফের' ও 'অসন্তোষের কারন' প্রবন্ধ দুটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ রবীন্দ্রনাথের 'শিক্ষার হেরফের' প্রবন্ধটি পৌষ ১২৯৯ 'সাধনা পত্রিকায়' প্রকাশিত হয় এবং অসন্তোষের কারন 'শান্তিনিকেতনের' পত্রিকাশ জৈষ্ঠ্য ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়। 

২০. 'বাতায়নিকের পত্র' কোন মূল প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এবং ঐ প্রবন্ধ গ্রন্থের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ গুলি কী কী? 

উঃ বাতায়নিকের পত্র 'কালান্তর' প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। এই প্রবন্ধ গ্রন্থের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ গুলি হল- বিবেচনা ও অবিবেচনা, লোকহিত, সত্যের আহ্বান, শুদ্র ধর্ম। শক্তি পূজা, রায়তের কথা ইত্যাদি।

২১. 'কালান্তর' ও 'লোকহিত' প্রবন্ধ দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ কালান্তর 'পরিচয়' পত্রিকায় শ্রাবণ ১৩৪০ বঙ্গাব্দে এবং লোকহিত 'সবুজপত্র' পত্রিকায় ভাদ্র ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হয়। 

২২. রবীন্দ্রনাথের 'পঞ্চভূত' প্রবন্ধ গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম বলুন? এই প্রবন্ধ গুলি কোন পত্রিকায় কী নামে প্রকাশিত হয়েছিল? 

উঃ পল্লীগ্রামে, মানুষ্য, মন, গদ্য ও পদ্য, কাব্যের তাৎপর্য ইত্যাদি। এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ গুলি সাধনা পত্রিকায় 'পঞ্চভূতের ডায়েরি' নামে প্রকাশিত হয়েছিল। 

২৩. রবীন্দ্রনাথের 'জীবনস্মৃতি' প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই গ্রন্থের ছবি গুলি কার আঁকা?

উঃ রবীন্দ্রনাথের 'জীবনস্মৃতি' প্রবন্ধটি 'প্রবাসী' পত্রিকায় (১৩১৮-১৩১৯) প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের ছবি গুলি গগনেন্দ্র নাথ ঠাকুরের আঁকা।

২৪. রবীন্দ্রনাথের 'প্রাচীন সাহিত্য' গ্রন্থের প্রবন্ধ গুলি কী কী? 

উঃ রামায়ণ, মেঘদূত, কুমারসম্ভব ও শকুন্তলা, কাব্যের উপেক্ষিতা।

২৫. রবীন্দ্রনাথের 'ভারতবর্ষ' গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম লিখুন? 

উঃ রবীন্দ্রনাথের 'ভারতবর্ষ' গ্রন্থটি 'বঙ্গদর্শন' পত্রিকায় (১৩১২) প্রকাশিত হয়। এই গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম হল- নববর্ষ, ভারতের ইতিহাস, ব্রাহ্মণ, প্রাচ্য পাশ্চাত্য সভ্যতার আদর্শ, চীনেম্যানের চিঠি, অত্যুক্তি, মন্দিরের কথা, বিজয় - সম্মিলন।

২৬. রবীন্দ্রনাথ তাঁর 'ছিন্নপত্র' র চিঠি গুলি কাকে লিখেছেন? 

উঃ রবীন্দ্রনাথ তাঁর ছিন্নপত্রের চিঠি গুলির মধ্যে প্রথম ৮ টি চিঠি শ্রীশচন্দ্র মজুমদারকে লেখেন ও বাকি চিঠি গুলি ইন্দিরা দেবিকে লেখেন।

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...