রবীন্দ্রনাথের প্রবন্ধ | প্রাবন্ধিক রবীন্দ্রনাথ | বিখ্যাত প্রবন্ধ ঃ-
রবীন্দ্রনাথের প্রবন্ধ |
১. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম কী?
উঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম বিবিধ প্রসঙ্গ (১৮৮৩)।
২. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কী?
উঃ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম ভুবনমোহিনী প্রতিভা।
৩. 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ' উদ্ধৃত অংশটি কোন প্রবন্ধ গ্রন্থে রয়েছে?
উঃ 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ'
উদ্ধৃত অংশটি 'সভ্যতার সংকট' (১৩৪৮) প্রবন্ধ গ্রন্থে রয়েছে।
৪. কাদম্বরী দেবীর মৃত্যুতে লেখা রবীন্দ্রনাথের প্রবন্ধের নাম কী? কোন পত্রিকায় সেটি প্রকাশিত হয়?
উঃ কাদম্বরী দেবীর মৃত্যুতে লেখা রবীন্দ্রনাথের প্রবন্ধের নাম 'পুষ্পাঞ্জলি'। 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।
৫. রবীন্দ্রনাথের 'ছন্দ' কী জাতীয় রচনা?
উঃ রবীন্দ্রনাথের 'ছন্দ' হল ছন্দ বিষয়ক প্রবন্ধ গ্রন্থ।
৬. রবীন্দ্রনাথের 'ছন্দ' প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত ও এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ গুলি কী কী?
উঃ প্রকাশকাল ১৯৩৬ খ্রিস্টাব্দ। এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ গুলি হল- ছন্দের অর্থ, ছন্দের হলন্ত হসন্ত, ছন্দের মাত্রা, বাংলা ছন্দের প্রকৃতি, গদ্য ছন্দ।
৭. রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম উল্লেখ করুন?
উঃ পাগল, বাজে কথা, পনেরো আনা, নববর্ষা, কেকাধ্বনি, আষাঢ়, বসন্ত যাপন।
৮. বাতায়নিকের পত্র কী?
উঃ বাতায়নিকের পত্র হল রবীন্দ্রনাথের প্রবন্ধ। রবীন্দ্রনাথ সবুজ পত্রের সম্পাদক প্রথম চৌধুরীকে যে পাঁচটি প্রবন্ধ দিয়েছিলেন তা বাতায়নিকের পত্র নামে পরিচিত।
৯. বাতায়নিকের পত্র কোন পত্রিকায় ও কবে প্রকাশিত হয়?
উঃ বাতায়নিকের পত্র 'প্রবাসী' পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
১০. রবীন্দ্রনাথের প্রবন্ধ গুলি কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ সাধনা, বঙ্গদর্শন, হিতবাদী, বসুমতী, প্রদীপ, সবুজ পত্র, নারায়ণ, উদবোধন।
১১. 'কেকাধ্বনি' প্রবন্ধটি রবীন্দ্রনাথের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত?
উঃ 'কেকাধ্বনি' প্রবন্ধটি রবীন্দ্রনাথের 'বিচিত্র প্রবন্ধ' গ্রন্থের অন্তর্গত।
১২. রবীন্দ্রনাথের কেকাধ্বনি প্রবন্ধটি কোন পত্রিকায় ও কবে প্রকাশিত হয়?
উঃ রবীন্দ্রনাথের কেকাধ্বনি প্রবন্ধটি 'বঙ্গদর্শন' পত্রিকায় ১৩০৮ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
১৩. রবীন্দ্রনাথের 'বিচিত্র প্রবন্ধ' গ্রন্থের কোন প্রবন্ধ গুলি 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ কেকাধ্বনি (ভাদ্র ১৩০৮), নববর্ষা (শ্রাবণ ১৩০৮), বাজে কথা (আশ্বিন ১৩০৯), মাভৈ (কার্তিক ১৩০৯), পনেরো আনা (মাঘ ১৩০৯), পাগল (শ্রাবণ ১৩১১)
১৪. বিচিত্র প্রবন্ধ গ্রন্থের কোন প্রবন্ধ গুলি 'সবুজ পত্র' পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ আষাঢ় (আষাঢ় ১৩২১), সোনার কাঠি (জৈষ্ঠ্য ১৩২২), ছবির অঙ্গ (আষাঢ় ১৩২২), শরত (ভাদ্র - আশ্বিন ১৩২২)
১৫. রবীন্দ্রনাথের 'সাহিত্য' ও 'সাহিত্যের তাৎপর্য' প্রবন্ধ দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ রবীন্দ্রনাথের 'সাহিত্য' প্রবন্ধটি ১৩১০ বঙ্গাব্দে 'সাধনা' পত্রিকায় প্রকাশিত হয় ও রবীন্দ্রনাথের 'সাহিত্যের তাৎপর্য' প্রবন্ধটি ১৩১০ বঙ্গাব্দে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়।
১৬. রবীন্দ্রনাথের 'সাহিত্য' প্রবন্ধের উল্লেখযোগ্য প্রবন্ধ গুলি কী কী?
উঃ সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, বিশ্ব সাহিত্য, ঐতিহাসিক উপন্যাস, সাহিত্যের বিচারক।
১৭. 'শিক্ষার হেরফের' ও 'অসন্তোষের কারন' প্রবন্ধ দুটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ শিক্ষার হেরফের প্রবন্ধটি পৌষ ১২৯৯ বঙ্গাব্দে 'সাধনা' পত্রিকায় ও অসন্তোষের কারন 'শান্তিনিকেতন' পত্রিকায় জৈষ্ঠ্য ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
১৮. রবীন্দ্রনাথের 'সাহিত্য' প্রবন্ধ গ্রন্থের উল্লেখযোগ্য প্রবন্ধ গুলি কী কী?
উঃ সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, বিশ্ব সাহিত্য, ঐতিহাসিক উপন্যাস, সাহিত্যের বিচারক।
১৯. রবীন্দ্রনাথের 'শিক্ষার হেরফের' ও 'অসন্তোষের কারন' প্রবন্ধ দুটি কবে ও কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ রবীন্দ্রনাথের 'শিক্ষার হেরফের' প্রবন্ধটি পৌষ ১২৯৯ 'সাধনা পত্রিকায়' প্রকাশিত হয় এবং অসন্তোষের কারন 'শান্তিনিকেতনের' পত্রিকাশ জৈষ্ঠ্য ১৩২৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
২০. 'বাতায়নিকের পত্র' কোন মূল প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত এবং ঐ প্রবন্ধ গ্রন্থের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ গুলি কী কী?
উঃ বাতায়নিকের পত্র 'কালান্তর' প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। এই প্রবন্ধ গ্রন্থের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধ গুলি হল- বিবেচনা ও অবিবেচনা, লোকহিত, সত্যের আহ্বান, শুদ্র ধর্ম। শক্তি পূজা, রায়তের কথা ইত্যাদি।
২১. 'কালান্তর' ও 'লোকহিত' প্রবন্ধ দুটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ কালান্তর 'পরিচয়' পত্রিকায় শ্রাবণ ১৩৪০ বঙ্গাব্দে এবং লোকহিত 'সবুজপত্র' পত্রিকায় ভাদ্র ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
২২. রবীন্দ্রনাথের 'পঞ্চভূত' প্রবন্ধ গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম বলুন? এই প্রবন্ধ গুলি কোন পত্রিকায় কী নামে প্রকাশিত হয়েছিল?
উঃ পল্লীগ্রামে, মানুষ্য, মন, গদ্য ও পদ্য, কাব্যের তাৎপর্য ইত্যাদি। এই প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ গুলি সাধনা পত্রিকায় 'পঞ্চভূতের ডায়েরি' নামে প্রকাশিত হয়েছিল।
২৩. রবীন্দ্রনাথের 'জীবনস্মৃতি' প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই গ্রন্থের ছবি গুলি কার আঁকা?
উঃ রবীন্দ্রনাথের 'জীবনস্মৃতি' প্রবন্ধটি 'প্রবাসী' পত্রিকায় (১৩১৮-১৩১৯) প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের ছবি গুলি গগনেন্দ্র নাথ ঠাকুরের আঁকা।
২৪. রবীন্দ্রনাথের 'প্রাচীন সাহিত্য' গ্রন্থের প্রবন্ধ গুলি কী কী?
উঃ রামায়ণ, মেঘদূত, কুমারসম্ভব ও শকুন্তলা, কাব্যের উপেক্ষিতা।
২৫. রবীন্দ্রনাথের 'ভারতবর্ষ' গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম লিখুন?
উঃ রবীন্দ্রনাথের 'ভারতবর্ষ' গ্রন্থটি 'বঙ্গদর্শন' পত্রিকায় (১৩১২) প্রকাশিত হয়। এই গ্রন্থের কয়েকটি প্রবন্ধের নাম হল- নববর্ষ, ভারতের ইতিহাস, ব্রাহ্মণ, প্রাচ্য পাশ্চাত্য সভ্যতার আদর্শ, চীনেম্যানের চিঠি, অত্যুক্তি, মন্দিরের কথা, বিজয় - সম্মিলন।
২৬. রবীন্দ্রনাথ তাঁর 'ছিন্নপত্র' র চিঠি গুলি কাকে লিখেছেন?
উঃ রবীন্দ্রনাথ তাঁর ছিন্নপত্রের চিঠি গুলির মধ্যে প্রথম ৮ টি চিঠি শ্রীশচন্দ্র মজুমদারকে লেখেন ও বাকি চিঠি গুলি ইন্দিরা দেবিকে লেখেন।
Comments
Post a Comment