রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, প্রবন্ধ সাহিত্য, Wbssc, Bangla Sahityer Itihas
🌺 প্রবন্ধঃ~ উপন্যাস ও প্রবন্ধ গদ্যে লেখা হলেও, উপন্যাস ও প্রবন্ধ এক নয়। দুটির মধ্যে পার্থক্য রয়েছে। উপন্যাসের মুল বিষয় বস্তুতে থাকে মানুষের জীবনের গল্প, যার প্রধান অবলম্বন হল নর-নারী, যারা বাস্তবের অন্নেবস্ত্রে মানুষ। প্রবন্ধ প্রধানত মানুষের চিন্তা, মনন ও তত্ত্বের সাথে জড়িত। যুক্তি হল প্রবন্ধের প্রধান হাতিয়ার। আবেগ ও কল্পনা প্রবন্ধের আত্মীয় নয়।
🌺 প্রশ্ন ও উত্তরঃ~
১. রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ কোন পত্রিকায় ও কখন প্রকাশিত হয়?
উঃ রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ প্রকাশিত হয় জ্ঞানাঙ্কুর পত্রিকায় ১২৮৩ বঙ্গাব্দে।
২. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গুলি কী কী?
উঃ নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের 'ভুবনমোহিনী প্রতিভা', রাজকৃষ্ণ রায়ের 'অবসর সরোজিনী ও হরিশ্চন্দ্র নিয়োগীর 'দুঃখ সঙ্গিনী' নামক তিনটি কাব্যের সমালোচনা।
৩. রবীন্দ্রনাথের প্রথম বয়সে লেখা প্রবন্ধ গুলি কী কী?
উঃ রবীন্দ্রনাথের প্রথম বয়সে লেখা প্রবন্ধ গুলি হল- 'মেঘনাদ বধ কাব্য', 'নীরব কবি ও অশিক্ষিত কবি এবং 'চণ্ডীদাস ও বিদ্যাপতি'।
৪. রবীন্দ্রনাথের ভ্রমণ মূলক প্রবন্ধ গুলি কী কী?
উঃ য়ুরোপ প্রবাসীর পত্র (১৮৮১), য়ুরোপ যাত্রীর ডায়েরি (১৮৯১), জাপান যাত্রী (১৯১৯), জাভা যাত্রীর পত্র (১৯১৯), রাশিয়ার চিঠি (১৯১৩), পারস্য ভ্রমণ (১৯৩৬), পথে ও পথের প্রান্তে (১৯৩৮), পথের সঞ্চয় (১৯৩৯)
৫. রবীন্দ্রনাথের 'য়ুরোপ প্রবাসীর পত্র' কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ রবীন্দ্রনাথের 'য়ুরোপ প্রবাসীর পত্র' (১৮৮১) প্রকাশিত হয় 'ভারতী' পত্রিকায় (১৮৭৯-৮০)
৬. রবীন্দ্রনাথের লেখা পত্র সাহিত্য গুলি কী কী?
উঃ ছিন্নপত্র (১৯১২), ছিন্নপত্রাবলী (১৯১৭-২৬), ভানুসিংহের পত্রাবলী (১৯৩০)।
৭. রবীন্দ্রনাথের স্মৃতি বিষয়ক প্রবন্ধ গুলি কী কী?
উঃ জীবনস্মৃতি (১৯১২) ও ছেলেবেলা (১৯৪০)
৮. রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী?
উঃ শিক্ষা (১৯০৮), শিক্ষার বিকিরণ (১৯৩৩), আশ্রমের রুপ ও বিকাশ (১৯৪১), বিশ্ব ভারতী (১৯৫১)
৯. রবীন্দ্রনাথের ব্যক্তিগত প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী?
উঃ পঞ্চভূত (১৮৯৭), বিচিত্র প্রবন্ধ (১৯০৭)
১০. রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী?
উঃ সাহিত্য (১৯০৭), লোক সাহিত্য (১৯০৭), প্রাচীন সাহিত্য (১৯০৭), আধুনিক সাহিত্য (১৯০৭), সাহিত্যের পথে (১৯৩৬), সাহিত্যের স্বরুপ (১৯৫০)
১১. রবীন্দ্রনাথের ধর্ম বিষয়ক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী?
উঃ ধর্ম (১৯০৯), শান্তিনিকেতন (১৯০৯-১৯১৬), মানুষের ধর্ম (১৯৩৩)।
১২. রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা মূলক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী?
উঃ ভারতবর্ষ (১৯০৬), স্বদেশ (১৯০৮), কালান্তর (১৯৩৭), সভ্যতার সঙ্কট (১৯৪১)।
১৩. রবীন্দ্রনাথের চরিত্র বিষয়ক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী?
উঃ চরিত্র পূজা (১৯০৭), প্রসাদ (১৯৩৯), মহাত্মা গান্ধী (১৯৪৮), বিদ্যাসাগর চরিত (১৩০২-১৩০৫ বঙ্গাব্দ), বিহারীলাল (১৩০১)।
১৪. রবীন্দ্রনাথের সমাজ চিন্তা মূলক প্রবন্ধ গুলি কোন সঙ্কলনে সঙ্কলিত হয়েছে?
উঃ সমাজ (১৯০৮)
১৫. রবীন্দ্রনাথের রাজনৈতিক সংক্রান্ত প্রবন্ধ গুলি কোন সঙ্কলনে সঙ্কলিত হয়েছে?
উঃ কালান্তর (১৯৩৭)
১৬. রবীন্দ্রনাথের ইতিহাস সংক্রান্ত প্রবন্ধ গুলি স্থান পেয়েছে কোন গ্রন্থে?
উঃ ভারতবর্ষ (১৯০৬), ইতিহাস (১৯৫৫)
১৭. রবীন্দ্রনাথ ধ্রুপদি ভারতীয় সাহিত্য ও আধুনিক সাহিত্যের সমালোচনা করেছেন কোন গ্রন্থে?
উঃ রবীন্দ্রনাথ ধ্রুপদি সাহিত্য ও আধুনিক সাহিত্যের সমালোচনা করেছেন - প্রাচীন সাহিত্য (১৯০৭) ও আধুনিক সাহিত্য (১৯০৭) এই গ্রন্থ দুটিতে।
১৮. রবীন্দ্রনাথের ভাষাতত্ত্ব মূলক চিন্তা ভাবনা কোথায় লিপিবদ্ধ হয়েছে?
উঃ শব্দতত্ত্ব (১৯০৯), বাংলা ভাষা পরিচয় (১৯৩৮) ইত্যাদি গ্রন্থে।
১৯. রবীন্দ্রনাথ কোন কোন গ্রন্থে ছন্দ ও সঙ্গীত বিষয়ে আলোচনা করেছেন?
উঃ ছন্দ (১৯৩৬), ও সঙ্গীত চিন্তা (১৯৬৬)।
২০. রবীন্দ্রনাথের শিক্ষা সংক্রান্ত চিন্তা ভাবনার প্রকাশ পেয়েছে কোন প্রবন্ধে?
উঃ শিক্ষা (১৯০৮) প্রবন্ধ মালায়।
২১. রবীন্দ্রনাথ তাঁর কোন গ্রন্থে উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন?
উঃ ন্যাশনালিজম (nationalism,1917)
২২. রবীন্দ্রনাথ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে যে বক্তৃতা দিয়েছিলেন সেগুলি কী নামে সঙ্কলিত হয়েছিল?
উঃ (ইংরেজি Religion of man) বাংলা অনুবাদ মানুষের ধর্ম (১৯৩৩) নামে সঙ্কলিত হয়।
২৩. জ্যোতির্বিদ্যা বিষয়ে লেখা রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ গ্রন্থের নাম কী?
উঃ বিশ্ব পরিচয় (১৯৩৭)
২৪. রবীন্দ্রনাথের আত্মকথা মূলক গ্রন্থ গুলি কী কী?
উঃ জীবনস্মৃতি (১৯১২), ছেলেবেলা (১৯৪০) ও আত্মপরিচয় (১৯৪৩)
২৫. রবীন্দ্রনাথের সর্বশেষ প্রবন্ধ গ্রন্থের নাম কী?
উঃ সভ্যতার সংকট (১৯৪১)
Comments
Post a Comment