Skip to main content

রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, প্রবন্ধ সাহিত্য, Wbssc, Bangla Sahityer Itihas

রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, প্রবন্ধ সাহিত্য, Wbssc, Bangla Sahityer Itihas

রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, প্রবন্ধ সাহিত্য, Wbssc, Bangla Sahityer Itihas


🌺 প্রবন্ধঃ~ উপন্যাস ও প্রবন্ধ গদ্যে লেখা হলেও, উপন্যাস ও প্রবন্ধ এক নয়। দুটির মধ্যে পার্থক্য রয়েছে। উপন্যাসের মুল বিষয় বস্তুতে থাকে মানুষের জীবনের গল্প, যার প্রধান অবলম্বন হল নর-নারী, যারা বাস্তবের অন্নেবস্ত্রে মানুষ। প্রবন্ধ প্রধানত মানুষের চিন্তা, মনন ও তত্ত্বের সাথে জড়িত। যুক্তি হল প্রবন্ধের প্রধান হাতিয়ার। আবেগ ও কল্পনা প্রবন্ধের আত্মীয় নয়। 

🌺 প্রশ্ন ও উত্তরঃ~

১. রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ কোন পত্রিকায় ও কখন প্রকাশিত হয়? 

উঃ রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ প্রকাশিত হয় জ্ঞানাঙ্কুর পত্রিকায় ১২৮৩ বঙ্গাব্দে।

২. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গুলি কী কী? 

উঃ নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের 'ভুবনমোহিনী প্রতিভা', রাজকৃষ্ণ রায়ের 'অবসর সরোজিনী ও হরিশ্চন্দ্র নিয়োগীর 'দুঃখ সঙ্গিনী' নামক তিনটি কাব্যের সমালোচনা।

৩. রবীন্দ্রনাথের প্রথম বয়সে লেখা প্রবন্ধ গুলি কী কী? 

উঃ রবীন্দ্রনাথের প্রথম বয়সে লেখা প্রবন্ধ গুলি হল- 'মেঘনাদ বধ কাব্য', 'নীরব কবি ও অশিক্ষিত কবি এবং 'চণ্ডীদাস ও বিদ্যাপতি'।

৪. রবীন্দ্রনাথের ভ্রমণ মূলক প্রবন্ধ গুলি কী কী? 

উঃ য়ুরোপ প্রবাসীর পত্র (১৮৮১), য়ুরোপ যাত্রীর ডায়েরি (১৮৯১), জাপান যাত্রী (১৯১৯), জাভা যাত্রীর পত্র (১৯১৯), রাশিয়ার চিঠি (১৯১৩), পারস্য ভ্রমণ (১৯৩৬), পথে ও পথের প্রান্তে (১৯৩৮), পথের সঞ্চয় (১৯৩৯)

৫. রবীন্দ্রনাথের 'য়ুরোপ প্রবাসীর পত্র' কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ রবীন্দ্রনাথের 'য়ুরোপ প্রবাসীর পত্র' (১৮৮১) প্রকাশিত হয় 'ভারতী' পত্রিকায় (১৮৭৯-৮০)

৬. রবীন্দ্রনাথের লেখা পত্র সাহিত্য গুলি কী কী? 

উঃ ছিন্নপত্র (১৯১২), ছিন্নপত্রাবলী (১৯১৭-২৬), ভানুসিংহের পত্রাবলী (১৯৩০)।

৭. রবীন্দ্রনাথের স্মৃতি বিষয়ক প্রবন্ধ গুলি কী কী? 

উঃ জীবনস্মৃতি (১৯১২) ও ছেলেবেলা (১৯৪০)

৮. রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী? 

উঃ শিক্ষা (১৯০৮), শিক্ষার বিকিরণ (১৯৩৩), আশ্রমের রুপ ও বিকাশ (১৯৪১), বিশ্ব ভারতী (১৯৫১)

৯. রবীন্দ্রনাথের ব্যক্তিগত প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী? 

উঃ পঞ্চভূত (১৮৯৭), বিচিত্র প্রবন্ধ (১৯০৭)

১০. রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী? 

উঃ সাহিত্য (১৯০৭), লোক সাহিত্য (১৯০৭), প্রাচীন সাহিত্য (১৯০৭), আধুনিক সাহিত্য (১৯০৭), সাহিত্যের পথে (১৯৩৬), সাহিত্যের স্বরুপ (১৯৫০)

১১. রবীন্দ্রনাথের ধর্ম বিষয়ক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী? 

উঃ ধর্ম (১৯০৯), শান্তিনিকেতন (১৯০৯-১৯১৬), মানুষের ধর্ম (১৯৩৩)।

১২. রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা মূলক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী? 

উঃ ভারতবর্ষ (১৯০৬), স্বদেশ (১৯০৮), কালান্তর (১৯৩৭), সভ্যতার সঙ্কট (১৯৪১)।

১৩. রবীন্দ্রনাথের চরিত্র বিষয়ক প্রবন্ধ গ্রন্থ গুলি কী কী? 

উঃ চরিত্র পূজা (১৯০৭), প্রসাদ (১৯৩৯), মহাত্মা গান্ধী (১৯৪৮), বিদ্যাসাগর চরিত (১৩০২-১৩০৫ বঙ্গাব্দ), বিহারীলাল (১৩০১)।

১৪. রবীন্দ্রনাথের সমাজ চিন্তা মূলক প্রবন্ধ গুলি কোন সঙ্কলনে সঙ্কলিত হয়েছে? 

উঃ সমাজ (১৯০৮)

১৫. রবীন্দ্রনাথের রাজনৈতিক সংক্রান্ত প্রবন্ধ গুলি কোন সঙ্কলনে সঙ্কলিত হয়েছে? 

উঃ কালান্তর (১৯৩৭)

১৬. রবীন্দ্রনাথের ইতিহাস সংক্রান্ত প্রবন্ধ গুলি স্থান পেয়েছে কোন গ্রন্থে?

উঃ ভারতবর্ষ (১৯০৬), ইতিহাস (১৯৫৫)

১৭. রবীন্দ্রনাথ ধ্রুপদি ভারতীয় সাহিত্য ও আধুনিক সাহিত্যের সমালোচনা করেছেন কোন গ্রন্থে?

উঃ রবীন্দ্রনাথ ধ্রুপদি সাহিত্য ও আধুনিক সাহিত্যের সমালোচনা করেছেন - প্রাচীন সাহিত্য (১৯০৭) ও আধুনিক সাহিত্য (১৯০৭) এই গ্রন্থ দুটিতে।

১৮. রবীন্দ্রনাথের ভাষাতত্ত্ব মূলক চিন্তা ভাবনা কোথায় লিপিবদ্ধ হয়েছে? 

উঃ শব্দতত্ত্ব (১৯০৯), বাংলা ভাষা পরিচয় (১৯৩৮) ইত্যাদি গ্রন্থে।

১৯. রবীন্দ্রনাথ কোন কোন গ্রন্থে ছন্দ ও সঙ্গীত বিষয়ে আলোচনা করেছেন?

উঃ ছন্দ (১৯৩৬), ও সঙ্গীত চিন্তা (১৯৬৬)।

২০. রবীন্দ্রনাথের শিক্ষা সংক্রান্ত চিন্তা ভাবনার প্রকাশ পেয়েছে কোন প্রবন্ধে?

উঃ শিক্ষা (১৯০৮) প্রবন্ধ মালায়।

২১. রবীন্দ্রনাথ তাঁর কোন গ্রন্থে উগ্র জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন? 

উঃ ন্যাশনালিজম (nationalism,1917)

২২. রবীন্দ্রনাথ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে যে বক্তৃতা দিয়েছিলেন সেগুলি কী নামে সঙ্কলিত হয়েছিল?

উঃ (ইংরেজি Religion of man) বাংলা অনুবাদ মানুষের ধর্ম (১৯৩৩) নামে সঙ্কলিত হয়।

২৩. জ্যোতির্বিদ্যা বিষয়ে লেখা রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ গ্রন্থের নাম কী? 

উঃ বিশ্ব পরিচয় (১৯৩৭)

২৪. রবীন্দ্রনাথের আত্মকথা মূলক গ্রন্থ গুলি কী কী? 

উঃ জীবনস্মৃতি (১৯১২), ছেলেবেলা (১৯৪০) ও আত্মপরিচয় (১৯৪৩)

২৫. রবীন্দ্রনাথের সর্বশেষ প্রবন্ধ গ্রন্থের নাম কী? 

উঃ সভ্যতার সংকট (১৯৪১)



Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রা...