১. হজরত মুহাম্মদের পিতা ও মাতার নাম কী?
উঃ হজরত মুহাম্মদের পিতার নাম আব্দুল্লা ও মাতার নাম আমিনা।
২. হজরত মুহাম্মদের জ্ঞানের প্রাপ্তি কোথায় হয়েছিল?
উঃ মক্কার পাশে হীরা নামক গুহায়।
৩. ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উঃ কোরান।
৪. খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে?
উঃ যিশু খ্রীস্ট।
৫. খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থের নাম কী?
উঃ বাইবেল।
৬. যিশু খ্রিস্টের জন্ম কোথায় হয়েছিল?
উঃ জেরুজালেমের কাছে বেথলেহেম নামক স্থানে।
৭. যিশুর জন্মদিনকে কী হিসেবে পালন করা হয়?
উঃ ক্রিসমাস ডে।
৮. যিশু খ্রিস্টের পিতার নাম কী?
উঃ জোসেফ।
৯. যিশু খ্রিস্টের মাতার নাম কী?
উঃ মেরী।
১০. যিশু খ্রিস্টের প্রথম দুই জন শিষ্যের নাম কী?
উঃ এন্ড্রুস ও পিটার।
১১. পারসি ধর্মের প্রবর্তক কে?
উঃ জরথ্রুষ্ট্র।
১২. পারসিক দের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উঃ জেন্দা আবেস্তা।
১৩. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ বৃহদ্রথ।
১৪. মগধের রাজধানীর নাম কী?
উঃ গিরিব্রজ (রাজগৃহ)
১৫. হর্ষঙ্ক বংশের সংস্থাপক কে?
উঃ বিম্বিসার।
১৬. বিম্বিসার মগধের সিংহাসনে কত বছর রাজত্ব করেন?
উঃ ৫২ বছর।
১৭. বিম্বিসারকে হত্যা কে করেন?
উঃ বিম্বিসারের পুত্র অজাতশত্রু।
১৮. অজাতশত্রুর উপাধি কী ছিল?
উঃ কুণিক।
১৯. অজাতশত্রু মগধের সিংহাসনে কত বছর রাজত্ব করেন?
উঃ ৩২ বছর।
২০. হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে?
উঃ নাগদশক।
২১. শিশুনাগ বংশের শেষ রাজা কে?
উঃ নন্দিবর্ধন।
২২. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ মহাপদ্মনন্দ।
২৩. নন্দ বংশের শেষ রাজা কে?
উঃ ধননন্দ।
২৪. কে ধননন্দকে পরাজিত করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
২৫. আলেকজান্ডারের জন্ম কবে হয়েছিল?
উঃ ৩৫৬ খ্রীস্টপূর্বাব্দে।
২৬. আলেকজান্ডারের পিতার নাম কী?
উঃ ফিলিপ।
২৭. আলেকজান্ডার কার শিষ্য ছিলেন?
উঃ অ্যারিস্টটলের।
২৮. হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ আলেকজান্ডার ও পুরুর মধ্যে।
২৯. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
৩০. মুদ্রারাক্ষসের রচয়িতা কে?
উঃ বিশাখ দত্ত।
Comments
Post a Comment