Skip to main content

নাট্য সাহিত্যের ধারা | Bangla sahityer itihas | বাংলা সাহিত্য | wbssc

নাট্য সাহিত্যের ধারা | Bangla sahityer itihas | বাংলা সাহিত্য | wbssc 

নাট্য সাহিত্যের ধারা

১. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকের নাম কী?

উঃ ভদ্রার্জুন (১৮৫২)

২. ভদ্রার্জুন (১৮৫২) নাটকটির রচয়িতা কে?

উঃ তারাচরণ শিকদার।

৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কী? 

উঃ শর্মিষ্ঠা (১৮৫৯)

৪. বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক কোনটি? 

উঃ কীর্তি বিলাস (১৮৫২)

৫. কীর্তি বিলাস (১৮৫২) নাটকটির রচয়িতা কে?

উঃ যােগেন্দ্রচন্দ্র গুপ্ত।

৬. কীর্তি বিলাস নাটকে কোন নাটকের প্রভাব রয়েছে?

উঃ শেক্সপীয়ারের 'হ্যামলেট। 

৭. 'ভদ্রার্জুন' নাটকের প্রধান অবলম্বন কী?

উঃ মহাভারতের আদি পর্বের শুভদ্রাহরণ।

৮. 'ভানুমতী চিত্তবিলাস' নাটকটি কার লেখা? 

উঃ ভানুমতী চিত্তবিলাস' (১৮৫৩) হরচন্দ্র ঘোষের লেখা।

৯. 'ভানুমতী চিত্তবিলাস' নাটকটি অন্য কোন নাটকের অবলম্বনে রচিত?

উঃ নাটকটি The merchant of Venice এর অবলম্বনে রচিত। 

১০. 'কৌরব বিয়ােগ' নাটকটি কার লেখা? 

উঃ হরচন্দ্র ঘােষের লেখা। নাটকটি কাশীদাসী মহাভারতের অনুসরণে রচিত। 

১১. চারুমুখ চিত্তহারা' নাটকটি কার লেখা? নাটকটির অবলম্বন কী?

উঃ হরচন্দ্র ঘােষের লেখা। নাটকটির অবলম্বন শেক্সপীয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট।

১২. নাটক রামনারায়ণ নামে কে পরিচিত?

উঃ রামনারায়ণ তর্করত্ন (১৮২২-১৮৮৬) 

১৩. 'কুলিন কুলসর্বস্ব' নাটকটি কার লেখা? নাটকটির মুল বিষয় কী?

উঃ রাম নারায়ণ তর্করত্নের লেখা। কৌলিন্য প্রথার বিরােধিতা।

১৪. 'কুলিন কুলসর্বস্ব' নাটকের চরিত্রগুলি কী কী? উঃ ফুল কুমারী, জাহ্নবী।

১৫. রামনারায়ণ তর্করত্ন বহু বিবাহের বিরোধিতা করে কোন নাটক লেখেন?

উঃ নব নাটক (১৮৫৬)

১৬. 'কুলিন কুলসর্বস্ব' নাটকটি প্রথম কবে ও কোথায় অভিনীত হয়?

উঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে মার্চ মাসে কোলকাতায়। 

১৭. নব নাটক' কবে ও কোথায় প্রথম অভিনীত হয়?

উঃ ১৮৬৭ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারী ঠাকুরবাড়িতে।

১৮. 'নব নাটকের চরিত্রগুলি কী কী?

উঃ সাবিত্রী, জমিদার গবেশবাবু, চন্দ্রলেখা। 

১৯. রামনারায়ণ তর্করত্নের নাটক গুলো কী কী?

উঃ কুলিন কুলসর্বস্ব (১৮৫৪), বেণীসংহার (১৮৫৬), রত্নাবলী (১৮৫৮), যেমন কর্ম তেমন ফল (১৮৭২), নবনাটক (১৮৬৬), চক্ষুদান (১৮৬৯), উভয় সঙ্কট (১৮৬৯), রুক্মিণী হরন (১৮৭১), মালতী মাধব (১৮৬৭), ধর্মবিজয় (১৮৭৫), কংস বধ (১৮৭৫), পতিব্রতােপাখ্যান (১৮৫৩), অভিজ্ঞান শকুন্তল (১৮৬০), সম্বন্ধ সমাধি (১৮৬৭)

২০. রামনারায়ণের পৌরাণিক নাটক গুলো কী কী?

উঃ রুক্মিণী হরন (১৮৭১), কংস বধ (১৮৭৫) 

২১. রামনারায়ণের অনুবাদমূলক নাটক গুলো কী কী?

উঃ রত্নাবলী (১৮৫৮), অভিজ্ঞান শকুন্তল (১৮৬০), মালতী মাধব (১৮৬৭), বেণীসংহার (১৮৫৬)

২২. রামনারায়ণ রচিত প্রহসন গুলি কী কী?

উঃ যেমন কর্ম তেমন ফল (১৮৬৫), উভয় সঙ্কট (১৮৬৯), চক্ষুদান (১৮৬৯)

২৩. উভয় সঙ্কটে কোন সমস্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে? এর চরিত্রগুলি কী কী?

উঃ সপত্নী সমস্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর চরিত্রগুলি হল বড়াে বউ,ছােট বউ,গয়লানি।

২৪. সাবিত্রী সত্যবান (১৮৫৮) নাটকটি কার লেখা? 

উঃ কালীপ্রসন্ন সিংহের লেখা।

২৫, কালীপ্রসন্ন সিংহের লেখা নাটক গুলো কী কী? 

উঃ বাবু নাটক (১৮৫৪), বিক্রমোর্বশী নাটক (১৮৫৭), সাবিত্রী সত্যবান নাটক (১৮৫৮), মালতী মাধব নাটক (১৮৫৯)

২৬. কালীপ্রসন্ন সিংহের লেখা প্রহসন টির নাম কী?

উঃ বাবু (১৮৫৪)

২৭. 'বিধবা বিবাহ' নাটকটি কার লেখা?

উঃ 'বিধবা বিবাহ' (১৮৫৯) উমেশচন্দ্র মিত্রের লেখা। 

২৮. 'বিধবা বিবাহ' নাটকটি কোন শ্রেনীর নাটক?

উঃ ট্র্যাজেডিমূলক নাটক।

২৯, উমেশচন্দ্র মিত্রের আরও একটি নাটকের নাম উল্লেখ করুন? 

উঃ সীতার বনবাস (১২৭২ বঙ্গাব্দ)

৩০. মধুসূদন দত্ত কোন নাটকের দ্বারা প্রভাবিত হয়ে বাংলা নাট্য সাহিত্যে প্রবেশ করেন?

উঃ রামনারায়ণের 'রত্নাবলী।

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী