১. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকের নাম কী?
উঃ ভদ্রার্জুন (১৮৫২)
২. ভদ্রার্জুন (১৮৫২) নাটকটির রচয়িতা কে?
উঃ তারাচরণ শিকদার।
৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কী?
উঃ শর্মিষ্ঠা (১৮৫৯)
৪. বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক কোনটি?
উঃ কীর্তি বিলাস (১৮৫২)
৫. কীর্তি বিলাস (১৮৫২) নাটকটির রচয়িতা কে?
উঃ যােগেন্দ্রচন্দ্র গুপ্ত।
৬. কীর্তি বিলাস নাটকে কোন নাটকের প্রভাব রয়েছে?
উঃ শেক্সপীয়ারের 'হ্যামলেট।
৭. 'ভদ্রার্জুন' নাটকের প্রধান অবলম্বন কী?
উঃ মহাভারতের আদি পর্বের শুভদ্রাহরণ।
৮. 'ভানুমতী চিত্তবিলাস' নাটকটি কার লেখা?
উঃ ভানুমতী চিত্তবিলাস' (১৮৫৩) হরচন্দ্র ঘোষের লেখা।
৯. 'ভানুমতী চিত্তবিলাস' নাটকটি অন্য কোন নাটকের অবলম্বনে রচিত?
উঃ নাটকটি The merchant of Venice এর অবলম্বনে রচিত।
১০. 'কৌরব বিয়ােগ' নাটকটি কার লেখা?
উঃ হরচন্দ্র ঘােষের লেখা। নাটকটি কাশীদাসী মহাভারতের অনুসরণে রচিত।
১১. চারুমুখ চিত্তহারা' নাটকটি কার লেখা? নাটকটির অবলম্বন কী?
উঃ হরচন্দ্র ঘােষের লেখা। নাটকটির অবলম্বন শেক্সপীয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট।
১২. নাটক রামনারায়ণ নামে কে পরিচিত?
উঃ রামনারায়ণ তর্করত্ন (১৮২২-১৮৮৬)
১৩. 'কুলিন কুলসর্বস্ব' নাটকটি কার লেখা? নাটকটির মুল বিষয় কী?
উঃ রাম নারায়ণ তর্করত্নের লেখা। কৌলিন্য প্রথার বিরােধিতা।
১৪. 'কুলিন কুলসর্বস্ব' নাটকের চরিত্রগুলি কী কী? উঃ ফুল কুমারী, জাহ্নবী।
১৫. রামনারায়ণ তর্করত্ন বহু বিবাহের বিরোধিতা করে কোন নাটক লেখেন?
উঃ নব নাটক (১৮৫৬)
১৬. 'কুলিন কুলসর্বস্ব' নাটকটি প্রথম কবে ও কোথায় অভিনীত হয়?
উঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে মার্চ মাসে কোলকাতায়।
১৭. নব নাটক' কবে ও কোথায় প্রথম অভিনীত হয়?
উঃ ১৮৬৭ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারী ঠাকুরবাড়িতে।
১৮. 'নব নাটকের চরিত্রগুলি কী কী?
উঃ সাবিত্রী, জমিদার গবেশবাবু, চন্দ্রলেখা।
১৯. রামনারায়ণ তর্করত্নের নাটক গুলো কী কী?
উঃ কুলিন কুলসর্বস্ব (১৮৫৪), বেণীসংহার (১৮৫৬), রত্নাবলী (১৮৫৮), যেমন কর্ম তেমন ফল (১৮৭২), নবনাটক (১৮৬৬), চক্ষুদান (১৮৬৯), উভয় সঙ্কট (১৮৬৯), রুক্মিণী হরন (১৮৭১), মালতী মাধব (১৮৬৭), ধর্মবিজয় (১৮৭৫), কংস বধ (১৮৭৫), পতিব্রতােপাখ্যান (১৮৫৩), অভিজ্ঞান শকুন্তল (১৮৬০), সম্বন্ধ সমাধি (১৮৬৭)
২০. রামনারায়ণের পৌরাণিক নাটক গুলো কী কী?
উঃ রুক্মিণী হরন (১৮৭১), কংস বধ (১৮৭৫)
২১. রামনারায়ণের অনুবাদমূলক নাটক গুলো কী কী?
উঃ রত্নাবলী (১৮৫৮), অভিজ্ঞান শকুন্তল (১৮৬০), মালতী মাধব (১৮৬৭), বেণীসংহার (১৮৫৬)
২২. রামনারায়ণ রচিত প্রহসন গুলি কী কী?
উঃ যেমন কর্ম তেমন ফল (১৮৬৫), উভয় সঙ্কট (১৮৬৯), চক্ষুদান (১৮৬৯)
২৩. উভয় সঙ্কটে কোন সমস্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে? এর চরিত্রগুলি কী কী?
উঃ সপত্নী সমস্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর চরিত্রগুলি হল বড়াে বউ,ছােট বউ,গয়লানি।
২৪. সাবিত্রী সত্যবান (১৮৫৮) নাটকটি কার লেখা?
উঃ কালীপ্রসন্ন সিংহের লেখা।
২৫, কালীপ্রসন্ন সিংহের লেখা নাটক গুলো কী কী?
উঃ বাবু নাটক (১৮৫৪), বিক্রমোর্বশী নাটক (১৮৫৭), সাবিত্রী সত্যবান নাটক (১৮৫৮), মালতী মাধব নাটক (১৮৫৯)
২৬. কালীপ্রসন্ন সিংহের লেখা প্রহসন টির নাম কী?
উঃ বাবু (১৮৫৪)
২৭. 'বিধবা বিবাহ' নাটকটি কার লেখা?
উঃ 'বিধবা বিবাহ' (১৮৫৯) উমেশচন্দ্র মিত্রের লেখা।
২৮. 'বিধবা বিবাহ' নাটকটি কোন শ্রেনীর নাটক?
উঃ ট্র্যাজেডিমূলক নাটক।
২৯, উমেশচন্দ্র মিত্রের আরও একটি নাটকের নাম উল্লেখ করুন?
উঃ সীতার বনবাস (১২৭২ বঙ্গাব্দ)
৩০. মধুসূদন দত্ত কোন নাটকের দ্বারা প্রভাবিত হয়ে বাংলা নাট্য সাহিত্যে প্রবেশ করেন?
উঃ রামনারায়ণের 'রত্নাবলী।
Comments
Post a Comment