বাংলা কাব্য সাহিত্যের ধারা | বাংলা সাহিত্যের ইতিহাস | আধুনিক যুগ | বাংলা কাব্য | bangla sahityer itihas | Bengali literature | bengali preparation | wbssc | wbssc bengali | slst bengali | net,set bengali | bcs Bangla | Bengali important questions | bengali mcq | bengali honours |
বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ
কাব্য সাহিত্যের ধারা
১. ছন্দের জাদুকর নামে কে পরিচিত?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
২. সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থগুলির নাম উল্লেখ করুন?
উঃ সবিতা (১৯০০), সন্ধিক্ষণ (১৯০৫), বেনু ও বীনা (১৯০৯), হােমশিখা (১৯০৭), ফুলের ফসল (১৯১১), কুহু ও কেকা (১৯১২), তুলির লিখন (১৯১৪), মণিমঞ্জুষা (১৯১৫), অভ্র-আবীর (১৯১৬), হসন্তিকা (১৯১৯), বেলা শেষের গান (১৯২৩), বিদায় আরতি (১৯২৪)
৩. সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ মূলক রচনা গুলো কি কি? উঃ তীর্থ সলীল (১৯০৮), তীর্থ রেনু (১৯১০), ফুলের ফসল (১৯১১)
৪. বাংলা কাব্য সাহিত্যে পল্লীকবি নামে পরিচিত কে?
উঃ জসীমুদ্দিন। জসীমুদ্দিন রচিত কাব্যগুলি হল রাখালী (১৯২৭), নকশী কাঁথার মাঠ (১৯২৯), বালুচর (১৯৩০), ধানখেত (১৯৩৩), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), মাটির কান্না (১৯৫১)
৫. বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে কে পরিচিত?
উঃ কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)
৬. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যের নাম কী?
উঃ অগ্নিবীণা (১৯২২)
৭. কবি কাজী নজরুল ইসলামের কাব্যগুলি কী কী?
উঃ অগ্নিবীণা (১৯২২), বিষের বাঁশি (১৯২৪), ভাঙার গান(১৯২৪), চিত্তনামা (১৯২৫), সাম্যবাদী (১৯২৫), সর্বহারা (১৯২৬), ঝিঙেফুল (১৯২৬), ফনি মনষা (১৯২৭), চক্রবাক (১৯২৯)
৮. নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ মোসলেম ভারত পত্রিকায়।
৯. কান্ডারী হুশিয়ার' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এবং কোন পত্রিকায় প্রকাশিত?
উঃ 'সর্বহারা কাব্যের। বঙ্গবাণী' পত্রিকায় প্রকাশিত।
১০. জীবনানন্দ দাশকে 'নির্জনতম' কবি কে বলেছেন?
উঃ বুদ্ধদেব বসু।
১১. জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি কে বলেছেন?
উঃ অন্নদাশঙ্কর রায়।
১২. জীবনানন্দ দাশকে চিত্ররুপময় কবি' কে বলেছেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩. জীবনানন্দ দাশের প্রথম কাব্যের নাম কী?
উঃ ঝরা পালক (১৯২৭)
১৪. জীবনানন্দ দাশের কাব্য গুলি কি কি? উঃ ঝরা পালক (১৯২৭), ধূসর পান্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন (১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), সাতটি তারার তিমির (১৯৪৮)
১৫. জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত কাব্য গুলি কি কি?
উঃ রুপসী বাংলা (১৯৫৭), বেলা অবেলা কালবেলা (১৯৬১)
১৬. বাংলা সাহিত্যে 'দুঃখবাদী কবি' হিসেবে কে পরিচিত?
উঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৭-১৯৫৪)
১৭. যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্যের নাম কী?
উঃ মরীচিকা (১৯২৩)
১৮. কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য গুলি কি কী?
উঃ অনুপূর্বা (১৯৪৬), মরুমায়া (১৯৩০), সায়ম (১৯৪০), ত্রিযামা (১৯৪৮), মরুশিখা (১৯২৭), নিশান্তিকা (১৯৬৭)
১৯. কবি মোহিতলাল মজুমদারের কাব্যগুলি কী কী?
উঃ 'দেবেন্দ্রমঙ্গল (১৯২২), স্বপন পসারী (১৯২২), বিস্মরণী (১৯২৭), স্মরগরল (১৯৩৬), হেমন্ত গােধূলি (১৯৪১), ছন্দ চতুর্দশী (১৯৪১)
২০. সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যের নাম কী?
উঃ সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যের নাম তন্বী (১৯৩০)। তাঁর অন্যান্য কাব্যগুলি হল অর্কেস্ট্রা (১৯৩৫), ক্রন্দসী (১৯৩৯), উত্তর ফাল্গুনী (১৯৪০), সংবর্ত (১৯৫৩), দশমী (১৯৫৬)
২১. প্রেমেন্দ্র মিত্রের কাব্যগুলি কী কী?
উঃ প্রথমা,সম্রাট, ফেরারী ফৌজ, সাগর থেকে ফেরা, হরিন চিতা চিল, কখনো মেঘ।
২২. স্মৃতি সত্তা ভবিষ্যৎ কাব্যটি কার লেখা?
উঃ বিষ্ণু দের।
২৩. বিষ্ণু দে-র প্রথম কাব্যটির নাম কী? উঃ উর্বশী ও আর্টেমিস (১৯৩২)
২৪. বিষ্ণু দে-র রচিত কাব্যগুলি কী কী?
উঃ উর্বশী ও আর্টেমিস (১৯৩২), চোরাবালি (১৯৩৮), পূর্বলেখ (১৯৪০), সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২), সন্দীপের চর (১৯৪৭), অন্বীষ্টা (১৯৫০), নাম রেখেছি কোমল গান্ধার (১৯৫০), তুমি শুধু পঁচিশে বৈশাখ (১৯৫৮)
২৫. অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উঃ কুসুমের মাস (১৯৩০)
২৬. অজিত দত্তের কাব্যগ্রন্থগুলি কী কী?
উঃ কুসুমের মাস (১৯৩০), পাতাল কন্যা (১৯৩৮), নষ্ট চাঁদ (১৯৪৫), ছায়ার আলপনা (১৯৫১), জানালা (১৯৫১), সাদা মেঘ কালা পাহাড় (১৯৭০)
Comments
Post a Comment