Skip to main content

বাংলা কাব্য সাহিত্যের ধারা | বাংলা সাহিত্যের ইতিহাস | আধুনিক যুগ | বাংলা কাব্য | bangla sahityer itihas | Bengali literature | bengali preparation | wbssc | wbssc bengali | slst bengali | net,set bengali | bcs Bangla | Bengali important questions | bengali mcq | bengali honours |

       বাংলা সাহিত্যের ইতিহাস

কাব্য সাহিত্যের ধারা

১. সুরেন্দ্রনাথ মজুমদারের কাব্য গুলি কি কি?

উঃ ষড়ঋতুবর্ণন(১৮৫৬), সবিতা সুদর্শন (১৮৭০), ফুল্লরা (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২), মহিলা (১৮৮০)।

২. দেবেন্দ্রনাথ সেনের উল্লেখযােগ্য কাব্য গুলো কি কী? উঃ অশােকগুচ্ছ(১৯০০),গোলাপ গুচ্ছ (১৯১২), শেফালিগুচ্ছ এবং পারিজাত গুচ্ছ (১৯২২)

৩. বাংলা কাব্য সাহিত্যে স্বভাব কবি নামে কে পরিচিত? 

উঃ গােবিন্দ চন্দ্র দাস। তাঁর রচিত প্রধান কাব্যগুলি হল- প্রেম ও ফুল (১২৯৪ বঙ্গাব্দ), কুম্কুম (১২৯৪ বঙ্গাব্দ), কস্তুরী (১৩০২ বঙ্গাব্দ), চন্দন (১৩০০ বঙ্গাব্দ), ফুলরেনু (১৩০৩ বঙ্গাব্দ)।

৪. বাংলার শ্রেষ্ঠ শােক কাব্যের নাম কী?

উঃ এষা (১৯১২) কবি হলেন অক্ষয়কুমার বড়াল।

৫. অক্ষয়কুমার বড়ালের (১৮৬০-১৯১৯) কাব্যগুলির নাম উল্লেখ করুন?

উঃ প্রদীপ (১৮৮৪), কনকাঞ্জলি (১৮৮৫), ভুল (১৮৮৭), শঙ্খ (১৯১০), এষা (১৯১২), চণ্ডীদাস (১৯১৭)।

৬. অক্ষয়কুমার বড়ালের প্রথম কবিতার নাম কী?

উঃ রজনীর মৃত্যু (১২৮৯ বঙ্গাব্দ)

৭. অক্ষয়কুমার বড়াল কার ভাবশিষ্য বলা হয়?

উঃ বিহারীলালের।

৮. গিরীন্দ্র মােহিনী দাসী উল্লেখযোগ্য কাব্য গুলি কী কী? 

উঃ ভারত কুসুম (১৮৮২), অশ্রুকনা (১৮৮৭), আভাষ (১৮৯০), শিখা (১৮৯৬)

৯. প্রিয়ম্বদা দেবীর কাব্য গুলি কি কী?

উঃ রেনু (১৯০১), পত্রলেখা (১৯১০), অংশু (১৯২৭)

১০. রবীন্দ্রনাথের মােট কাব্যগ্রন্থের সংখ্যা কত?

উঃ ৫২ টি।

১১. রবীন্দ্রনাথের স্বাক্ষরিত প্রথম মুদ্রিত কবিতার নাম কী?

উঃ হিন্দুমেলার উপহার।

১২. রবীন্দ্রনাথের মুদ্রিত প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উঃ কবিকাহিনী (১৮৭৮)

১৩. রবীন্দ্রনাথের উন্মেষ পর্বের কাব্য গুলি কি কি?

উঃ সন্ধ্যা সঙ্গীত (১৮৮২), প্রভাত সঙ্গীত (১৮৮৩), ছবি ও গান (১৮৮৪), পদাবলী (১৮৮৪), কড়ি ও কোমল (১৮৮৬)। 

১৪. রবীন্দ্রনাথের ঐশ্বর্য পর্ব কাব্য গুলি কি কি?

উঃ মানসী (১৮৯০), সোনার তরী (১৮৯৪), চিত্রা (১৮৯৬), চৈতালী (১৮৯৬)

১৫. রবীন্দ্রনাথের অন্তবর্তী পর্বের কাব্য গুলি কি কি?

উঃ ক্ষনিকা (১৯০০), কল্পনা (১৯০০), নৈবেদ্য (১৯০১), খেয়া (১৯১০)

১৬. রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বের কাব্য গুলি কি কি? উঃ গীতাঞ্জলি (১৯১০), গীতিমাল্য (১৯১৪), গীতালি (১৯১৫)

১৭. রবীন্দ্রনাথের বলাকা পর্বের কাব্য গুলি কি কি? 

উঃ বলাকা (১৯১৬), পূরবী (১৯২৫), মহুয়া (১৯২৯)

১৮. রবীন্দ্রনাথের অন্ত পর্বের কাব্য গুলি কি কি?

উঃপুনশ্চ(১৯৩২),শেষসপ্তক(১৯৩৫),শ্যামলী(১৯৩৬),পত্রপুট(১৯৩৬),প্রান্তিক(১৯৩৮),সানাই(১৯৪০),আরোগ্য(১৯৪১)

১৯. রবীন্দ্রনাথের বনফুল কাব্য কোন পত্রিকায় প্রকাশিত হয়? 

উঃ জ্ঞানাঙ্কুর পত্রিকায় (১২৮২ বঙ্গাব্দে)

২০. সন্ধ্যাসঙ্গীত কাব্য কয়টি কবিতা রয়েছে?

উঃ প্রথমে এই কাব্যে পঁচিশটি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছিল পরে আবার দুইটি বাদ দেওয়া হয়। সন্ধ্যা সঙ্গীত কাব্যের কয়েকটি কবিতা হল- উপহার, গান আরম্ভ, সন্ধ্যা, তারকার আত্মহত্যা, আশার নৈরাশ্য, পরিত্যক্ত।

২১. নির্ঝরের স্বপ্নভঙ্গ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উঃ প্রভাত সঙ্গীত।

২২. মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে উদ্ধৃত অংশটি কোন কাব্যগ্রন্থের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উঃ এই কথাগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কড়ি ও কোমল কাব্যগ্রন্থের প্রান কবিতা থেকে নেওয়া হয়েছে। 

২৩. হিংটিংছট কবিতাটি কোন কাব্যগ্রন্থের?

উঃ সোনার তরী।

২৪. সবুজের অভিজান কবিতার মুল কাব্যগ্রন্থের নাম কী?

উঃ বলাকা।

২৫. 'এবার ফিরাও মােরে' কবিতাটি কোন কাব্যগ্রন্থের?

উঃ চিত্রা।

২৬. দ্বিজেন্দ্রলাল রায় রচিত কাব্যগুলি কী কী?

উঃ আর্যগাথা ও মন্দ্র।

২৭. করুণানিধান বন্দ্যোপাধ্যায় উল্লেখযােগ্য কাব্যগুলি কী কী?

উঃ প্রসাদী, ঝরাফুল, শান্তিজল, রবীন্দ্র আরতি, গীতায়ন। 

২৮. কবি যতীন্দ্রমোহন বাগচীর (১৮৭৮-১৮৪৮) লেখা কাব্যগুলি কী কী?

উঃ লেখা (১৯০৬), রেখা (১৯১০), অপরাজিতা (১৯১৫), 

বন্ধুর দান (১৯১৮), জাগরণী (১৯২২), নীহারিকা (১৯২৭), মহাভারতী (১৯৩৬), নাগকেশর।

২৯. কুমুদরঞ্জন মল্লিকের উল্লেখযােগ্য কাব্যগুলি কী কী?

উঃ শতদল(১৯০৬-০৭), বনতুলসী (১৯১১), উজানী (১৯১১), একতারা (১৯১৪), বীণা (১৯১৬), বনমল্লিকা (১৯১৮)

৩০. বাংলা কাব্য সাহিত্যে কবিশেখর' নামে কে পরিচিত? তাঁর কাব্যগুলি উল্লেখ করুন?

উঃ কালিদাস রায়।তার কাব্যগুলি হল - কুন্দ (১৯০৮), পর্ণপুট (১ম ১৯১৪, ২য় (১৯২১), ব্রজবেণু (১৯১৫), হৈমন্তী (১৯৩৬), পূর্ণাহুতি (১৯৬৮)।

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্ড , ভার খন্ড , ছত্র

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।  Q.12 নীলকন্ঠ কার ছদ্মনাম?  উঃ প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম নীলকন্ঠ।  Q.13 অনিলা দেবী

শাক্ত পদাবলী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc |

শাক্ত পদাবলী    1. শাক্ত পদাবলী কী?  উঃ অষ্টাদশ শতাব্দীতে দেবী কালিকা বা  শ্যামার আরাধনা বিষয়ক যে সমস্ত পদ  রচিত  হয়েছিল তা-ই শাক্ত পদাবলী নামে পরিচিত। 2. শাক্ত পদাবলীকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?  উঃ (ক) আগমনী (খ) বিজয়া (গ) ভক্তের  আকুতি।  3. শক্তি ধর্ম বিষয়ক প্রাচীনতম পরিচয়  কোথায় পাওয়া  যায় ?  উঃ ঋগ্বেদের দেবীশুক্তে ।  4. শাক্ত পদের আরেক নাম কী ?  উঃ 'মালসী'। এই গান গুলি মালবশ্রী রাগে গাওয়া হত তাই এরূপ নামকরন ।  5. শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে?  উঃ রাম প্রসাদ সেন ।  6. রাম প্রসাদ সেনের পরিচয় দাও?  উঃ ঈশ্বর গুপ্তের তথ্য অনুসারে রাম  প্রসাদের জন্ম ১৭২০-১৭২১ খ্রিস্টাব্দ  এবং ১৭৮১ খ্রিস্টাব্দে তিনি দেহ ত্যাগ করেন। তাঁর জন্ম হালি শহরের অন্তর্গত কুমার হট্ট গ্রামে।  7. কবি রাম প্রসাদ সেনের প্রথম গান কী?  উঃ "আমায় দাও মা তবিলদারি" 8. কবি রাম প্রসাদ সেনের পিতার নাম কী? উঃ রাম রাম সেন।  9. কবি রাম প্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র।  10. কবি রাম প্রসাদ সেন আর কোন কোন কাব্য রচনা করেন?  উঃ 'বিদ্যাসুন্দর','কালীকীর্তন','কৃষ্ণকী