শিবায়ন
1. শিবায়ন কী ?
উঃ মধ্যযুগে বাংলাদেশে শিব-দূর্গাকে অবলম্বন
করে কতগুলি আখ্যান কাব্য রচিত হয়েছিল তা
শিবায়ন কাব্য নামে পরিচিত।
2. বাংলার শিব বিষয়ক কাহিনী গুলিকে কয় ভাগে
ভাগ করা যায় ?
উঃ দুই ভাগে - ১. মৃগলুব্ধ কাহিনী
২. শিবায়ন কাব্য
3. মৃগলুব্ধ কী ?
উঃ চট্টগ্রামে শিব মহিমা বিষয়ক যে পৌরাণিক পুঁথি
পাওয়া গেছে তা মৃগলুব্ধ নামে পরিচিত৷
4. মৃগলুব্ধের কবি কে?
উঃ সাহিত্য বিষারদ মুন্সি আবদুল করিম মোট তিন
জন কবির মৃগলুব্ধের পুঁথির সন্ধান পেয়েছেন৷
তাদের মধ্যে দুজনের নাম পাওয়া যায় -
১. রাম রাজা
২. রতি দেব
5. সপ্তদশ শতাব্দীর দুইজন কবির নাম উল্লেখ
করুন ?
উঃ ১. শঙ্কর কবিচন্দ্র ২. রামকৃষ্ণ
6. শঙ্কর কবিচন্দ্রের শিবায়নের দুটি পালার নাম
উল্লেখ করুন ?
উঃ 'শঙ্খপরা' ও 'মাছধরা' পালা৷
7. শিবায়নকে কী মঙ্গল কাব্য বলা যায় ?
উঃ না, কারন মঙ্গল কাব্যের মতো শিবায়নে দেব খন্ড
ও নর খন্ড নেই । শিবায়নে কৈলাসবাসী শিবের ঘর- গৃহস্থালির কথা বিবৃত। কোন ভক্ত তাঁর পূজা প্রচার করেছেন, এরকম কাহিনী শিবায়নে নেই । মঙ্গল কাব্যের মতো এতে বিষয় বৈচিত্র নেই৷
8. শিবায়ন কাব্যের সর্বাধিক জনপ্রিয় কবি কে ?
উঃ শিবায়নের সর্বাধিক জনপ্রিয় কবি হলেন
রামেশ্বর চক্রবর্তী ।
9. রামেশ্বর চক্রবর্তী তাঁর শিবায়নে কোন রাজা ও
তার পুত্রের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন?
উঃ রাম সিংহ ও তাঁর পুত্র যশোবন্ত সিংহ।
10. কবি রামকৃষ্ণের কাব্যে কয়টি পালা আছে ?
উঃ ২৫ টি।
11. কবি রামকৃষ্ণ রায়ের কাব্য রচনা কাল উল্লেখ করুন ?
উঃ সপ্তদশ শতক।
12. শিবায়নের কোন কবি 'কবিচন্দ্র' উপাধি
পেয়েছেন?
উঃ কবি রামকৃষ্ণ রায়৷
13. কবি রামেশ্বর চক্রবর্তীর শিবায়ন কয়টি পালায়
বিভক্ত?
উঃ ৮ টি।
14. শঙ্কর চক্রবর্তীর কাব্যের নাম কী ও তার রচনা
কাল কী ?
উঃ শঙ্কর কবিচন্দ্রের কাব্যের নাম শিবমঙ্গল৷ কাব্যটি
আনুমানিক ১৬৮০ খ্রীস্টাব্দে রচিত হয়েছিল ।
15. শিবায়নের কোন কবি তাঁর কাব্যে 'দ্বিজ কবিচন্দ্র'
ভনিতা ব্যবহার করেছেন ?
উঃ কবি শঙ্কর কবিচন্দ্র ।
16. রামেশ্বর চক্রবর্তী কোন সময়ের কবি ?
উঃ অষ্টাদশ শতকের কবি৷
Comments
Post a Comment