Skip to main content

History Gk Questions 01 | lucent history Gk | history Gk questions

History Gk Questions

1. ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ কী ?
উঃ ভারতে সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ বেদ।
2. বেদ শব্দটি এসেছে কোথা থেকে?
উঃ বেদ শব্দটি এসেছে 'বিদ' শব্দ থেকে, যার অর্থ হল 'জ্ঞান' ।
3. বেদের মোর মন্ত্র সংখ্যা কত ?
উঃ বেদের মোট মন্ত্র সংখ্যা ২০৪৩৪ টি।
4. বেদের অপর নাম কী?
উঃ বেদের অপর নাম শ্রুতি ।
5. বেদের সংখ্যা কত?
উঃ চারটি । ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ ।
6. এই চারটি বেদকে কী বলা হয়?
উঃ চারটি বেদকে বলা হয় সংহিতা৷
7. প্রতিটি বেদ আবার কয়টি ভাগে বিভক্ত?
উঃ চারটি ভাগে৷ সংহিতা, ব্রাহ্মণ, আরন্যক ও উপনিষদ ।
8. বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়?
উঃ উপনিষদকে বেদান্ত বলা হয়।     
9. সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?
উঃ সবচেয়ে প্রাচীন বেদ হল ঋগ্বেদ।
10. সবচেয়ে নবীন বেদের নাম কী?
উঃ সবচেয়ে নবীন বেদের নাম হল অথর্ববেদ৷
11. পুরাণের সংখ্যা কত?
উঃ পুরানের সংখ্যা ১৮ টি৷
12. সবচেয়ে প্রাচীন পুরাণ এর নাম কী?
উঃ সবচেয়ে প্রাচীন পুরাণ হল মৎস্য পুরাণ৷
13. পুরান কোন ভাষায় লেখা হয়েছে?
উঃ পুরাণ সংস্কৃত ভাষায় লেখা হয়েছে ।
14. গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কোথাই বর্ননা করা হয়েছে ?
উঃ গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণনা রয়েছে জাতকে৷
15. গৌতম বুদ্ধের জীবন চরিত কোন গ্রন্থে বর্নিত  রয়েছে ?
উঃ গৌতম বুদ্ধের জীবনচরিত রয়েছে কথাবস্তু তে।
16. জৈন সাহিত্য কে কী বলা হয়?
উঃ জৈন সাহিত্যকে আগম বলা হয়৷
17. জৈন ধর্মের প্রারম্ভিক ইতিহাস কোন গ্রন্থ থেকে জানা যায়?
উঃ জৈন ধর্মের প্রারম্ভিক ইতিহাস জানা যায় কল্পসুত্র থেকে৷
18. অর্থশাস্ত্র কে লিখেছেন?
উঃ অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য৷
19. সংস্কৃত সাহিত্যের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি ?  উঃ সংস্কৃত সাহিত্যের প্রথম ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী।
20. রাজতরঙ্গিনী কে লিখেছেন ?
উঃ রাজতরঙ্গিনী লিখেছেন কলহন ।
21. আরবদের সিন্ধু বিজয়ের ইতিহাস কোথা থেকে জানা যায় ? 
 উঃ আরবদের সিন্ধু বিজয়ের ইতিহাস জানা যায় চাচনামা থেকে ।
22. 'চাচনামা' কে লিখেছেন ? 
উঃ চাচনামা লিখেছেন আলী আহমেদ৷
23. সংস্কৃত ভাষা ব্যাকরনের প্রথম পুস্তকের নাম কী?
উঃ সংস্কৃত ভাষা ব্যাকরনের প্রথম পুস্তক অষ্টাধ্যায়ী ।
24. অষ্টাধ্যায়ীর লেখক কে ?
উঃ অষ্টাধ্যায়ীর লেখক হলেন পানিনি।
25. গার্গীসংহিতার লেখক কে?
উঃ কাত্যায়ন ।  এটি একটি জ্যোতিষ গ্রন্থ ।
26. ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উঃ ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে ।
27. হিস্টোরিকা পুস্তকটির লেখক কে?
উঃ হিস্টোরিকা পুস্তকটির লেখক হলেন হেরোডোটাস ।
28. সেলুকাস এর রাজদূত কে ছিলেন ?
উঃ সেলুকাস এর রাজদূত ছিলেন মেগাস্থিনিস ।
29. মেগাস্থিনিসের লিখিত বইয়ের নাম কী?
উঃ মেগাস্থিনিসের লিখিত বইয়ের নাম ইন্ডিকা।
30. ভারতের ভূগোল পুস্তকটির লেখক কে ?
উঃ ভারতের ভূগোল পুস্তকটির লেখক টলেমী।
31. 'ন্যাচারাল হিস্ট্রি' পুস্তকটি কে লিখেছেন ? 
উঃ ন্যাচারাল হিস্ট্রি পুস্তকটি লিখেছেন প্লিনী।
32. হিউয়েন সাং এর ভ্রমণ বৃত্তান্তের নাম কী?
উঃ হিউয়েন সাং এর ভ্রমণ বৃত্তান্তের নাম 'সি ইউ কি'।
33. 'তহকিক ই হিন্দ' এর লেখক কে ? 
উঃ তহকিক ই হিন্দ এর লেখক অলবিরুনী৷
34. মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার করেছে?
উঃ মানুষ সর্বপ্রথম ব্যবহার করেছে তামা৷
35. প্রাচীন ভারতে মানুষ সবচেয়ে প্রথম কোন ফসলের চাষ করেছিল ? 
উঃ সবচেয়ে প্রথম চাষ করেছে গম৷
36. কৃষি কাজের প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায় ? 
উঃ কৃষি কাজের প্রথম নিদর্শন পাওয়া যায় মেহেরগড়ে৷
37. ভারতের সবচেয়ে প্রাচীন নগর কোনটি?
উঃ ভারতের সবচেয়ে প্রাচীন নগর হল মহেঞ্জোদারো৷
38. 'মহেঞ্জোদারো' কথাটির অর্থ কী?
উঃ মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তুপ
39. সিন্ধু সভ্যতার খোঁজ কে করেছিলেন?
উঃ রায়বাহাদুর দয়ারাম সাহানি ।
40. সিন্ধু সভ্যতার প্রধান ফসল কি ছিল?
উঃ সিন্ধু সভ্যতার প্রধান ফসল গম ও যব।
     
       
                                     
                
                                            
                                  

                                          

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole  কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'। [ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ] কবির কাব্যগ্রন্থ:  হে প্রেম হে নৈঃশব্দ (1960),  ধর্মে আছো জিরাফেও আছো (1965) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968) পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971) প্রভু নষ্ট হয়ে যাই (1972) যেতে পারি কিন্তু কেন যাব (1982) বিষয়বস্তু :  আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান।...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...