অন্নদামঙ্গল কাব্য
1. অন্নদামঙ্গল কাব্যের লেখক কে?
উঃ অন্নদামঙ্গল কাব্যের লেখক হলেন ভারতচন্দ্র ।
2. মধ্যযুগের জীবন চেতনা কেমন ছিল ?
উঃ দেববাদ নির্ভর মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত?
3. ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন ?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের।
4. নাগরিক কবি কাকে বলা হয়?
উঃ নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্রকে ।
5. অন্নদামঙ্গল কাব্য কয়টি খন্ডে বিভক্ত?
উঃ তিনটি । অন্নদামঙ্গল , কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর, অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ
6. অন্নদামঙ্গলের প্রথম খন্ডের কাহিনী উল্লেখ
করুন?
করুন?
উঃ প্রথম খণ্ডে আলিবর্দী কর্তৃক কৃষ্ণচন্দ্রকে
কারাগারে বন্দী করার ইতিহাস ও দেবী
অন্নপূর্ণা কর্তৃক তাঁর উদ্ধারপর্ব। এরপর সংস্কৃত কাশীখণ্ড’ ও ‘শিবপুরাণ’ অবলম্বনে সতীর দেহত্যাগ
ও তাঁর পুনর্জন্মের কাহিনি বর্ণিত। এরপর স্থান
পেয়েছে ব্যাসদেব কর্তৃক দ্বিতীয় কাশী নির্মাণের
বিবরণ ও হরিহােড়ের কাহিনি।
কারাগারে বন্দী করার ইতিহাস ও দেবী
অন্নপূর্ণা কর্তৃক তাঁর উদ্ধারপর্ব। এরপর সংস্কৃত কাশীখণ্ড’ ও ‘শিবপুরাণ’ অবলম্বনে সতীর দেহত্যাগ
ও তাঁর পুনর্জন্মের কাহিনি বর্ণিত। এরপর স্থান
পেয়েছে ব্যাসদেব কর্তৃক দ্বিতীয় কাশী নির্মাণের
বিবরণ ও হরিহােড়ের কাহিনি।
7. অন্নদামঙ্গলের দ্বিতীয় খন্ডের কাহিনী উল্লেখ
করুন?
করুন?
উঃ অন্নদামঙ্গলের দ্বিতীয় খণ্ডের নাম
‘কালিকামঙ্গল’ বা ‘বিদ্যাসুন্দর’ কাব্য। এটি আদিরসাত্মক প্রণয়-চিত্রে পূর্ণ। রাজকুমারী
বিদ্যার সঙ্গে রাজকুমার সুন্দরের গােপন প্রণয়,
বিদ্যার পিতার সুন্দরকে প্রাণদণ্ডদান, কালিকার
কৃপায় সুন্দরের প্রাণরক্ষা ও বিদ্যাসুন্দরের বিবাহে কাব্যের এই খণ্ডটির পরিসমাপ্তি। অশ্লীলতার দায়ে অন্নদামঙ্গল এ অংশটি বার বার অভিযুক্ত হয়েছে।
‘কালিকামঙ্গল’ বা ‘বিদ্যাসুন্দর’ কাব্য। এটি আদিরসাত্মক প্রণয়-চিত্রে পূর্ণ। রাজকুমারী
বিদ্যার সঙ্গে রাজকুমার সুন্দরের গােপন প্রণয়,
বিদ্যার পিতার সুন্দরকে প্রাণদণ্ডদান, কালিকার
কৃপায় সুন্দরের প্রাণরক্ষা ও বিদ্যাসুন্দরের বিবাহে কাব্যের এই খণ্ডটির পরিসমাপ্তি। অশ্লীলতার দায়ে অন্নদামঙ্গল এ অংশটি বার বার অভিযুক্ত হয়েছে।
8. অন্নদামঙ্গলের তৃতীয় খন্ডের কাহিনী টি উল্লেখ করুন?
উঃ “অন্নদামঙ্গলের তৃতীয় তথা শেষ খন্ডের নাম ‘মানসিংহ’ বা অন্নপূর্ণামঙ্গল। দেবী অন্নদার ভক্ত ভবানন্দ মজুমদারের সহায়তায় ও দেবীর কৃপায় মানসিংহের হাতে প্রতাপাদিত্যের পরাজয় ও
পথিমধ্যে তার মৃত্যু হয়। দিল্লির সম্রাট জাহাঙ্গীর
কর্তৃক হিন্দু দেবদেবীর নিন্দা। দেবীর অনুচর
ভূতপ্রেত দিল্লি নগরী তছনছ করে। বিপদগ্রস্ত
সম্রাটের অন্নদার পুজো প্রভৃতি অনেক বিকৃত
ইতিহাস ও অবিশ্বাস্য অতিরঞ্জিত কাহিনি
এই খণ্ডে আছে।
পথিমধ্যে তার মৃত্যু হয়। দিল্লির সম্রাট জাহাঙ্গীর
কর্তৃক হিন্দু দেবদেবীর নিন্দা। দেবীর অনুচর
ভূতপ্রেত দিল্লি নগরী তছনছ করে। বিপদগ্রস্ত
সম্রাটের অন্নদার পুজো প্রভৃতি অনেক বিকৃত
ইতিহাস ও অবিশ্বাস্য অতিরঞ্জিত কাহিনি
এই খণ্ডে আছে।
9. অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্র কোন সময়ের
কবি ?
কবি ?
উঃ অষ্টাদশ শতকের কবি। জন্ম ১৭০৫ - ১৭১১ খ্রিস্টাব্দের মধ্যে। ভারতচন্দ্রের জন্ম হাওড়া ও
হুগলি জেলার অন্তর্গত ভুরশুট পরগনার অন্তর্গত
পেঁড়া গ্রামে জমিদার বংশে জন্ম গ্রহণ করেন৷
হুগলি জেলার অন্তর্গত ভুরশুট পরগনার অন্তর্গত
পেঁড়া গ্রামে জমিদার বংশে জন্ম গ্রহণ করেন৷
10. ভারত চন্দ্রের প্রথম গ্রন্থের নাম কী ?
উঃ সত্যপীরের পাঁচালী৷ রচনা কাল ১৭৩৭ - ১৭৩৮। এই কাব্য রচনার সময় কবির বয়স ছিল পনেরো
বছর৷
বছর৷
11. কবি ভারতচন্দ্র কার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের৷
12. ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দেন ?
উঃ রাজা কৃষ্ণচন্দ্র ।
13. অন্নদামঙ্গলের দ্বিতীয় খন্ডের বিদ্যাসুন্দরের কাহিনী টি কোথা থেকে নেওয়া হয়েছে ?
উঃ সংস্কৃত "চৌরপঞ্চাশিকা" থেকে নেওয়া৷
14. ভারতচন্দ্রের পিতার নাম কী ?
উঃ নরেন্দ্র রায়৷
15. অন্নদামঙ্গল কাব্যের চরিত্র গুলি কী কী?
উঃ অন্নদা, হীরামালিনী, বিদ্যা, ব্যাসদেব৷
16. কবি ভারতচন্দ্র রচিত নাটকটির নাম কী ?
উঃ কবি ভারতচন্দ্র রচিত নাটকটির নাম হল 'চন্ডী নাটক' ।
17. অন্নদামঙ্গল কাব্যটিতে কোন কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে ?
উঃ অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত অলঙ্কারগুলি হল - অনুকার , অনুপ্রাস, উপমা, বিরোধ, ব্যজস্তুতি প্রভৃতি ।
18. ভারতচন্দ্র রচিত অলংকার গ্রন্থটি কী?
উঃ রসমঞ্জরী।19. ভারতচন্দ্রের কাব্যে ব্যবহৃত প্রবাদগুলো কী কী?
উঃ ভারতচন্দ্রের কাব্যে ব্যবহৃত প্রবাদগুলো হল—
(ক) ‘নীচ যদি উচ্চভাবে সুবুদ্ধি উড়ায়ে হাসে'
(খ) ‘মিছা কথা সিঁচা জল কতক্ষণ রয়’
(গ) ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’
20. ভারতচন্দ্র তঁর 'অন্নদামঙ্গল' কাব্যে কোন কোন ছন্দের ব্যবহার করেছেন ?
উঃ ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যে যেসব ছন্দের ব্যবহার করেছেন সেগুলি হল পয়ার, ত্রিপদী, মালঝাঁপ, একাবলী, ভুজঙ্গ প্রয়াত, তূণক, দিগক্ষরা , চতুস্পদী ইত্যাদি।
Comments
Post a Comment