Skip to main content

অন্নদামঙ্গল কাব্য | annada mangal kavya | bangla sahityer itihas | wbssc bengali |


অন্নদামঙ্গল কাব্য


1. অন্নদামঙ্গল কাব্যের লেখক কে?
উঃ  অন্নদামঙ্গল কাব্যের লেখক হলেন ভারতচন্দ্র । 
2. মধ্যযুগের জীবন চেতনা কেমন ছিল ? 
উঃ দেববাদ নির্ভর মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত?
3. ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন ? 
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের।
4. নাগরিক কবি কাকে বলা হয়?
উঃ নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্রকে । 
5. অন্নদামঙ্গল কাব্য কয়টি খন্ডে বিভক্ত?
উঃ তিনটি । অন্নদামঙ্গল , কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর, অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ 
6. অন্নদামঙ্গলের প্রথম খন্ডের কাহিনী উল্লেখ
 করুন?
উঃ প্রথম খণ্ডে আলিবর্দী কর্তৃক কৃষ্ণচন্দ্রকে
কারাগারে বন্দী করার ইতিহাস ও দেবী
অন্নপূর্ণা কর্তৃক তাঁর উদ্ধারপর্ব। এরপর সংস্কৃত কাশীখণ্ড’ ও ‘শিবপুরাণ’ অবলম্বনে সতীর দেহত্যাগ
 ও তাঁর পুনর্জন্মের কাহিনি বর্ণিত। এরপর স্থান
পেয়েছে ব্যাসদেব কর্তৃক দ্বিতীয় কাশী নির্মাণের
বিবরণ ও হরিহােড়ের কাহিনি।
7. অন্নদামঙ্গলের দ্বিতীয় খন্ডের কাহিনী উল্লেখ 
করুন?
উঃ  অন্নদামঙ্গলের দ্বিতীয় খণ্ডের নাম
‘কালিকামঙ্গল’ বা ‘বিদ্যাসুন্দর’ কাব্য। এটি আদিরসাত্মক প্রণয়-চিত্রে পূর্ণ। রাজকুমারী
বিদ্যার সঙ্গে রাজকুমার সুন্দরের গােপন প্রণয়,
বিদ্যার পিতার সুন্দরকে প্রাণদণ্ডদান, কালিকার
কৃপায় সুন্দরের প্রাণরক্ষা ও বিদ্যাসুন্দরের বিবাহে কাব্যের এই খণ্ডটির পরিসমাপ্তি। অশ্লীলতার দায়ে অন্নদামঙ্গল এ অংশটি বার বার অভিযুক্ত হয়েছে।
8. অন্নদামঙ্গলের তৃতীয় খন্ডের কাহিনী টি উল্লেখ করুন?
উঃ “অন্নদামঙ্গলের তৃতীয় তথা শেষ খন্ডের নাম  ‘মানসিংহ’ বা অন্নপূর্ণামঙ্গল। দেবী অন্নদার ভক্ত ভবানন্দ মজুমদারের সহায়তায় ও দেবীর কৃপায় মানসিংহের হাতে প্রতাপাদিত্যের পরাজয় ও
পথিমধ্যে তার মৃত্যু হয়। দিল্লির সম্রাট জাহাঙ্গীর
 কর্তৃক হিন্দু দেবদেবীর নিন্দা। দেবীর অনুচর
 ভূতপ্রেত দিল্লি নগরী তছনছ করে। বিপদগ্রস্ত
সম্রাটের অন্নদার পুজো প্রভৃতি অনেক বিকৃত
 ইতিহাস ও অবিশ্বাস্য অতিরঞ্জিত কাহিনি
এই খণ্ডে আছে। 
9. অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্র কোন সময়ের 
কবি ? 
উঃ অষ্টাদশ শতকের কবি। জন্ম ১৭০৫ - ১৭১১ খ্রিস্টাব্দের মধ্যে। ভারতচন্দ্রের জন্ম হাওড়া ও
হুগলি জেলার অন্তর্গত ভুরশুট পরগনার অন্তর্গত
 পেঁড়া গ্রামে জমিদার বংশে জন্ম গ্রহণ করেন৷ 
10. ভারত চন্দ্রের প্রথম গ্রন্থের নাম কী ? 
উঃ সত্যপীরের পাঁচালী৷ রচনা কাল ১৭৩৭ - ১৭৩৮। এই কাব্য রচনার সময় কবির বয়স ছিল পনেরো
 বছর৷ 
11. কবি ভারতচন্দ্র কার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন? 
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের৷ 
12. ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দেন ? 
উঃ রাজা কৃষ্ণচন্দ্র ।  
13. অন্নদামঙ্গলের দ্বিতীয় খন্ডের বিদ্যাসুন্দরের কাহিনী টি কোথা থেকে নেওয়া হয়েছে ? 
উঃ সংস্কৃত "চৌরপঞ্চাশিকা" থেকে নেওয়া৷ 
14. ভারতচন্দ্রের পিতার নাম কী ? 
উঃ নরেন্দ্র রায়৷ 
15. অন্নদামঙ্গল কাব্যের চরিত্র গুলি কী কী?
উঃ অন্নদা, হীরামালিনী, বিদ্যা, ব্যাসদেব৷
16. কবি ভারতচন্দ্র রচিত নাটকটির নাম কী ? 
উঃ কবি ভারতচন্দ্র রচিত নাটকটির নাম হল 'চন্ডী নাটক' । 
17. অন্নদামঙ্গল কাব্যটিতে কোন কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে ? 
উঃ অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত অলঙ্কারগুলি হল - অনুকার , অনুপ্রাস, উপমা, বিরোধ, ব্যজস্তুতি প্রভৃতি । 
18. ভারতচন্দ্র রচিত অলংকার গ্রন্থটি কী?
উঃ রসমঞ্জরী।
19. ভারতচন্দ্রের কাব্যে ব্যবহৃত প্রবাদগুলো কী কী?
উঃ ভারতচন্দ্রের কাব্যে ব্যবহৃত প্রবাদগুলো হল—
(ক) ‘নীচ যদি উচ্চভাবে সুবুদ্ধি উড়ায়ে হাসে'
(খ) ‘মিছা কথা সিঁচা জল কতক্ষণ রয়’
(গ) ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’
20. ভারতচন্দ্র তঁর 'অন্নদামঙ্গল' কাব্যে কোন কোন ছন্দের ব্যবহার করেছেন ? 
উঃ ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যে যেসব ছন্দের ব্যবহার করেছেন সেগুলি হল পয়ার, ত্রিপদী, মালঝাঁপ, একাবলী, ভুজঙ্গ প্রয়াত, তূণক, দিগক্ষরা , চতুস্পদী ইত্যাদি। 
                                                                         

Comments

Popular posts from this blog

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | sri krishna kirtan | শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রশ্ন উত্তর |বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc      শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 1. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে আবিষ্কার করেন ? উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ১৯০৯ খ্রিষ্টাব্দে। 2. কাব্যটি কোথা থেকে আবিস্কার করা হয় ? উঃ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামে শ্রীনিবাস আচার্যের বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে । 3. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কখন লিখেছেন? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে লিখেছেন । 4. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে কত সালে প্রকাশিত হয় ?  উঃ ১৩১৬ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিষ্টাব্দে) বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় । 5. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রকৃত নাম কী ছিল ? উঃ শ্রীকৃষ্ণ সন্দর্ভ । 6. বড়ু চণ্ডীদাসের কাব্যে কিসের কিসের প্রভাব আছে? উঃ ভাগবত,পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দের । 7. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খন্ড রয়েছে? উঃ ১৩ টি । 8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড গুলির নাম উল্লেখ করুন? উঃ জন্ম খন্ড , তাম্বুল খন্ড , দান খন্ড, নৌকা খন্...

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole

তিন পাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায় | Tin paharer kole  কবি পরিচিতি আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর জন্ম 25 নভেম্বর 1933 সালে কোলকাতার জয়নগরে ও তাঁর মৃত্যু 23 মার্চ 1995 সালে। তাঁর কবিতা চর্চার সূত্রপাত ছোটোবেলা থেকেই। কিন্তু আধুনিক কবি হিসেবে বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব বুদ্ধদেব বসু সম্পাদিত 'কবিতা' পত্রিকায়। কবির প্রথম কাব্যগ্রন্থ “হে প্রেম হে নৈশব্দ” (১৯৬১)। তাঁর প্রথম মুদ্রিত কবিতা হল 'যম'। কবির ছদ্মনাম হল 'রূপচাঁদ পক্ষী'। [ আমাদের ইউটিউব চ্যানেল 👉 Nityananda academy ] কবির কাব্যগ্রন্থ:  হে প্রেম হে নৈঃশব্দ (1960),  ধর্মে আছো জিরাফেও আছো (1965) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান (1968) পাহাড় কাঁথা মাটির বাড়ি (1971) প্রভু নষ্ট হয়ে যাই (1972) যেতে পারি কিন্তু কেন যাব (1982) বিষয়বস্তু :  আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য কবিতা তিন পাহাড়ের কোলে'। এই কবিতায় কবি কোলাহল মুখর কোনো পরিবেশ থেকে রাত্রের অন্ধকারে জনমানবহীন কোনো এক স্টেশনে নেমে অবাক হয়ে যান। প্রকৃতির অঙ্গনে আকাশভরা তারা দেখে কবি মুগ্ধ হয়ে যান।...

বাংলা সাহিত্যের ইতিহাস | কাশীরাম দাস প্রশ্ন উত্তর

  বাংলা সাহিত্যের ইতিহাস   Q.1 অন্নদামঙ্গল কার লেখা?  Or অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? উঃ ভারতচন্দ্র রায়। Q.2 ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে প্রদান করেন? উঃ রাজা কৃষ্ণচন্দ্র। Q.3 ভারতচন্দ্র কোন কাব্য ধারার শ্রেষ্ঠ কবি?  উঃ ভারতচন্দ্র মধ্যযুগীয় মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।  Q.4 কঙ্কাবতী উপন্যাস কার লেখা?  উঃ কঙ্কাবতী উপন্যাস ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর লেখা।  Q.5 কঙ্কাবতী কাব্যটি কার লেখা?  উঃ কঙ্কাবতী কাব্যটি বুদ্ধদেব বসুর লেখা।  Q.6 কাফি খাঁ কার ছদ্মনাম?  উঃ কাফি খাঁ প্রফুল্ল চন্দ্র লাহিড়ীর ছদ্মনাম।  Q.7 বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো যাযাবর। Q.8 সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুবচনী।  Q.9 নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?  উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো সুনন্দ। Q.10 সত্যপীর কার ছদ্মনাম? উঃ সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম।  Q.11 নীহারিকা দেবী কার ছদ্মনাম?  উঃ নীহারিকা দেবী অচিন্ত্যকুমার সেনগুপ্তের ছদ্মনাম।...