General knowledge
১. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?
উঃ শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ।
২. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি
উৎপাদিত হয়?
উঃ কর্ণাটকে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়।
৩.'গুলামগিরি' গ্রন্থটি কার লেখা?
উঃ জ্যোতিবা ফুলে।
৪. ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কী?
উঃ সিসমোগ্রাফ।
৫. মিথাইল আইসোসায়ানেট এর সংক্ষিপ্ত নাম কী?
উঃ মিথাইল আইসোসায়ানেট এর সংক্ষিপ্ত নাম MIC
৬. শস্যচক্র কেন গুরুত্বপূর্ণ?
উঃ জমির উর্বরতা বৃদ্ধির জন্য।
৭. কৌলিন্য প্রথা কে চালু করেন?
উঃ কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন।
৮.'বালিমেলা' প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে?
উঃ ওড়িশা।
৯. কাদম্বরী কে রচনা করেন?
উঃ বানভট্ট।
১০. ২০২০ সালে কোন দেশে 'অনূর্ধ্ব -১৯ অাই.সি.সি ক্রিকেট বিশ্বকাপ' অনুষ্ঠিত হবে?
উঃ দক্ষিণ আফ্রিকা।
১১. কে প্রথম 'হোমরুল আন্দোলন' শুরু করেন?
উঃ অ্যানিবেসান্ত।
১২. পার্বত্য অঞ্চলে পথ বন্ধ হওয়ার স্বাভাবিক কারন কী?
উঃ ধ্বস।
১৩. পল্লবদের রাজধানী কোথায়?
উঃ কাঞ্চি নগর ।
১৪. 'স্বপ্নবাসবদত্তা' নাটকটি কে রচনা করেন?
উঃ ভাস।
১৫. সম্প্রতি কোন রেলওয়ে, বিদেশি পর্যটনের জন্য বিশেষ পরিষেবা দেওয়া শুরু করেছে?
উঃ নীলগিরি মাউন্টেন রেলওয়ে।
১৬. ভারতে কত সালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন পাস হয়?
উঃ 1955 সালে।
১৭. 'indian navy day' কবে পালিত হয়?
উঃ 4 ডিসেম্বর।
১৮.গম্বুসিয়া কী?
উঃ মশা নিয়ন্ত্রক মাছ।
১৯. সয়াবিন নিসৃত দুগ্ধজাতীয় পদার্থকে কি বলা হয়?
উঃ টোফু।
২০. গতিধারা প্রকল্প কোন রাজ্যের?
উঃ পশ্চিমবঙ্গের।
২১. ২ নম্বর জাতীয় সরক কোন কোন শহরকে যুক্ত করেছে?
উঃ দিল্লি ও কলকাতা।
২২. 'international Day of Persons with Disabilities' কবে পালিত হয়?
উঃ 3 ডিসেম্বর।
২৩. পার্ক স্ট্রিটের অন্য নাম কী?
উঃ মাদার টেরেসা সরনি।
২৪. রাতকানা রোগ কোন ভিটামিন এর অভাবে হয়?
উঃ ভিটামিন A
২৫. সম্পৃক্ত দ্রবণে দ্রাবের কণা সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে তার ওপর কেলাস গঠিত হওয়ার ঘটনাকে কী বলা হয়?
উঃ অধিবৃদ্ধি।
২৬.ভারতের কোন অঞ্চল কার্পাস তুলো চাষের পক্ষে উপযুক্ত?
উঃ দাক্ষ্যিনাত্যের মালভূমি।
২৭. আকবর কত সালে বুলন্দ দরওয়াজা তৈরী করেন?
উঃ 1602 সালে।
২৯. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে?
উঃ 61 তম।
৩০. নানাঘাট শিলালিপি কার আমলে খোদিত হয়?
উঃ সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর আমলে।
৩১. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ অপরাজিত।
৩২. 'Armed forces flag day' কবে পালিত হয়?
উঃ 7 ডিসেম্বর।
৩৩. 'দায়ভাগ' গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীমূতবাহন।
৩৪. মানচিত্রে কোন দেশের অস্তিত্ব নেই?
উঃ বেলডোনিয়া।
৩৫. সম্প্রতি কোন দেশে 'electric commercial aircraft' চালু হয়েছে?
উঃ কানাডা।
৩৬. ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে 'মন্ডল কমিশন' গঠিত হয়?
উঃ মোরারজী দেশাই।
৩৭. ২০১৯ সালে অন্তর্জাতিক বইমেলা' কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
উঃ মেক্সিকো।
৩৮. মহকুমার প্রশাসন কে পরিচালনা করেন?
উঃ শাসক (এস.ডি.ও)।
৩৯. সিডিশন বিল কবে চালু হয়?
উঃ 1898 সালের মার্চ মাসে।
৪০.ভারতে কবে পাট শিল্পের সূচনা হয়?
উঃ 1855 সালে।
উঃ শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ।
২. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি
উৎপাদিত হয়?
উঃ কর্ণাটকে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়।
৩.'গুলামগিরি' গ্রন্থটি কার লেখা?
উঃ জ্যোতিবা ফুলে।
৪. ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কী?
উঃ সিসমোগ্রাফ।
৫. মিথাইল আইসোসায়ানেট এর সংক্ষিপ্ত নাম কী?
উঃ মিথাইল আইসোসায়ানেট এর সংক্ষিপ্ত নাম MIC
৬. শস্যচক্র কেন গুরুত্বপূর্ণ?
উঃ জমির উর্বরতা বৃদ্ধির জন্য।
৭. কৌলিন্য প্রথা কে চালু করেন?
উঃ কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন।
৮.'বালিমেলা' প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে?
উঃ ওড়িশা।
৯. কাদম্বরী কে রচনা করেন?
উঃ বানভট্ট।
১০. ২০২০ সালে কোন দেশে 'অনূর্ধ্ব -১৯ অাই.সি.সি ক্রিকেট বিশ্বকাপ' অনুষ্ঠিত হবে?
উঃ দক্ষিণ আফ্রিকা।
১১. কে প্রথম 'হোমরুল আন্দোলন' শুরু করেন?
উঃ অ্যানিবেসান্ত।
১২. পার্বত্য অঞ্চলে পথ বন্ধ হওয়ার স্বাভাবিক কারন কী?
উঃ ধ্বস।
১৩. পল্লবদের রাজধানী কোথায়?
উঃ কাঞ্চি নগর ।
১৪. 'স্বপ্নবাসবদত্তা' নাটকটি কে রচনা করেন?
উঃ ভাস।
১৫. সম্প্রতি কোন রেলওয়ে, বিদেশি পর্যটনের জন্য বিশেষ পরিষেবা দেওয়া শুরু করেছে?
উঃ নীলগিরি মাউন্টেন রেলওয়ে।
১৬. ভারতে কত সালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন পাস হয়?
উঃ 1955 সালে।
১৭. 'indian navy day' কবে পালিত হয়?
উঃ 4 ডিসেম্বর।
১৮.গম্বুসিয়া কী?
উঃ মশা নিয়ন্ত্রক মাছ।
১৯. সয়াবিন নিসৃত দুগ্ধজাতীয় পদার্থকে কি বলা হয়?
উঃ টোফু।
২০. গতিধারা প্রকল্প কোন রাজ্যের?
উঃ পশ্চিমবঙ্গের।
২১. ২ নম্বর জাতীয় সরক কোন কোন শহরকে যুক্ত করেছে?
উঃ দিল্লি ও কলকাতা।
২২. 'international Day of Persons with Disabilities' কবে পালিত হয়?
উঃ 3 ডিসেম্বর।
২৩. পার্ক স্ট্রিটের অন্য নাম কী?
উঃ মাদার টেরেসা সরনি।
২৪. রাতকানা রোগ কোন ভিটামিন এর অভাবে হয়?
উঃ ভিটামিন A
২৫. সম্পৃক্ত দ্রবণে দ্রাবের কণা সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে তার ওপর কেলাস গঠিত হওয়ার ঘটনাকে কী বলা হয়?
উঃ অধিবৃদ্ধি।
২৬.ভারতের কোন অঞ্চল কার্পাস তুলো চাষের পক্ষে উপযুক্ত?
উঃ দাক্ষ্যিনাত্যের মালভূমি।
২৭. আকবর কত সালে বুলন্দ দরওয়াজা তৈরী করেন?
উঃ 1602 সালে।
২৯. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে?
উঃ 61 তম।
৩০. নানাঘাট শিলালিপি কার আমলে খোদিত হয়?
উঃ সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর আমলে।
৩১. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ অপরাজিত।
৩২. 'Armed forces flag day' কবে পালিত হয়?
উঃ 7 ডিসেম্বর।
৩৩. 'দায়ভাগ' গ্রন্থের রচয়িতা কে?
উঃ জীমূতবাহন।
৩৪. মানচিত্রে কোন দেশের অস্তিত্ব নেই?
উঃ বেলডোনিয়া।
৩৫. সম্প্রতি কোন দেশে 'electric commercial aircraft' চালু হয়েছে?
উঃ কানাডা।
৩৬. ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে 'মন্ডল কমিশন' গঠিত হয়?
উঃ মোরারজী দেশাই।
৩৭. ২০১৯ সালে অন্তর্জাতিক বইমেলা' কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
উঃ মেক্সিকো।
৩৮. মহকুমার প্রশাসন কে পরিচালনা করেন?
উঃ শাসক (এস.ডি.ও)।
৩৯. সিডিশন বিল কবে চালু হয়?
উঃ 1898 সালের মার্চ মাসে।
৪০.ভারতে কবে পাট শিল্পের সূচনা হয়?
উঃ 1855 সালে।
Comments
Post a Comment