SLST Bengali mock Test || WBSSC SLST Bengali বাংলা সাহিত্যের ইতিহাস নিম্নলিখিত পোস্টের রঙিন শব্দগুলিতে ক্লিক করলে বিস্তারিত তথ্যে পৌঁছে যাবেন। ১. শ্রী চৈতন্যের পিতৃভূমি কোথায়? ক. কৃষ্ণনগর খ. শ্রীহট্টে গ. নবদ্বীপ ঘ. মুর্শিদাবাদ উত্তরঃ শ্রীহট্টে ৷ শ্রী চৈতন্যের পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন বৈদিক ব্রাহ্মণ ৷ তিনি বিদ্যা অর্জনের জন্য নবদ্বীপে বসবাস করেন এবং এখানেই শচীদেবীকে বিবাহ করে এই দেশই রয়ে যান ৷ ২. শ্রীচৈতন্যের বাল্য নাম কী ছিল? ক. নিমাই খ. গৌরাঙ্গ গ. শ্রীচৈতন্য ঘ. নিত্যানন্দ উত্তরঃ নিমাই ৷ শ্রীচৈতন্যের বাল্য নাম ছিল নিতাই, মৌবনে গৌরাঙ্গ বা গোরা এবং সন্যাস গ্রহণের পর তিনি শ্রীকৃষ্ণচৈতন্য সংক্ষেপে শ্রীচৈতন্য নামে পরিচিত হন। ৩. 'চৈতন্য ভাগবত' কার লেখা? ক. জয়ানন্দের খ. লোচন দাসের গ. কৃষ্ণদাস কবিরাজের ঘ. বৃন্দাবন দাসের উত্তরঃ বৃন্দাবন দাসের ৷ বৃন্দাবন দাস শ্রীচৈতন্যের বাল্য কালের ঘটনা বেশ বাস্তবতার সঙ্গেই বর্ণনা করেছেন তাঁর 'চৈতন্য ভাগবত' গ্রন্থে ৷ ৪. চৈতনাদেবের স্ত্রীর নাম কী? ক. চন্দ্রাবতী খ. মোহন সুন্দরী দেবী গ. বিষ্ণুপ্রীয়া ঘ. রতন কলিকা উত্তরঃ বিষ্ণুপ্রীয়া ৷ চৈতন্
exam 22 is an education website.From here students can prepare for the exam.Very important study material is published on this website.