Skip to main content

Posts

Showing posts from July, 2022

SLST Bengali mock Test || WBSSC SLST Bengali

SLST Bengali mock Test || WBSSC SLST Bengali বাংলা সাহিত্যের ইতিহাস নিম্নলিখিত পোস্টের রঙিন শব্দগুলিতে ক্লিক করলে বিস্তারিত তথ্যে পৌঁছে যাবেন। ১. শ্রী চৈতন্যের পিতৃভূমি কোথায়? ক. কৃষ্ণনগর খ. শ্রীহট্টে গ. নবদ্বীপ ঘ. মুর্শিদাবাদ উত্তরঃ শ্রীহট্টে ৷ শ্রী চৈতন্যের পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন বৈদিক ব্রাহ্মণ ৷ তিনি বিদ্যা অর্জনের জন্য নবদ্বীপে বসবাস করেন এবং এখানেই শচীদেবীকে বিবাহ করে এই দেশই রয়ে যান ৷ ২. শ্রীচৈতন্যের বাল্য নাম কী ছিল? ক. নিমাই খ. গৌরাঙ্গ গ. শ্রীচৈতন্য ঘ. নিত্যানন্দ উত্তরঃ নিমাই ৷ শ্রীচৈতন্যের বাল্য নাম ছিল নিতাই, মৌবনে গৌরাঙ্গ বা গোরা এবং সন্যাস গ্রহণের পর তিনি শ্রীকৃষ্ণচৈতন্য সংক্ষেপে শ্রীচৈতন্য নামে পরিচিত হন। ৩. 'চৈতন্য ভাগবত' কার লেখা? ক. জয়ানন্দের খ. লোচন দাসের গ. কৃষ্ণদাস কবিরাজের ঘ. বৃন্দাবন দাসের উত্তরঃ বৃন্দাবন দাসের ৷ বৃন্দাবন দাস শ্রীচৈতন্যের বাল্য কালের ঘটনা বেশ বাস্তবতার সঙ্গেই বর্ণনা করেছেন তাঁর 'চৈতন্য ভাগবত' গ্রন্থে ৷ ৪. চৈতনাদেবের স্ত্রীর নাম কী? ক. চন্দ্রাবতী খ. মোহন সুন্দরী দেবী গ. বিষ্ণুপ্রীয়া ঘ. রতন কলিকা উত্তরঃ বিষ্ণুপ্রীয়া ৷ চৈতন্...

Slst bengali mock test

  Slst bengali mock test Slst পরীক্ষায় সফল হতে চান? তাহলে আমাদের ইউটিউব চ্যানেল subscribe করুন- https://youtube.com/c/Nityanandaacademy ১. সুভাষিত রত্নকোষ বা কবীন্দ্রবচন সমুচ্চয় কে সংকলন করেন ? ক. শ্রীধর দাশ খ. বিদ্যাধর গ. গোবর্ধন আচাৰ্য ঘ. শরন উত্তর: বিদ্যাধর ২. সুভাষিত রত্নকোষের খন্ডিত পুঁথিটি কোথায় পাওয়া যায়? ক. নেপালে খ. ভূটান গ. পাকিস্তান ঘ. বাংলাদেশ উত্তর: নেপালে ৩. সদুক্তিকর্ণামৃত কে সংকলন করেন ? ক. বিদ্যাধর খ. শরন গ. ধোয়ী  ঘ. শ্রীধরদাশ উত্তর: শ্রীধরদাশ ৪. গীতগোবিন্দ কার লেখা? ক. জয়দেব খ. গোবন্দ দাস গ. উমাপতি ঘ. বিলহন উত্তর: জয়দেব ৫. বিক্সমাঙ্কদেব চরিত কার লেখা? ক. ধোয়ী খ. পাণিনি গ. বিলহন ঘ. হেমচন্দ্র উত্তর: বিলহন ৬ . আর্যসপ্তশতী কার রচনা? ক. মুনিদত্ত খ. গোবর্ধন আচার্য গ. প্রবোধ চন্দ্র বাগচী ঘ. ধীমান উত্তর: গোবর্ধন আচার্য ৭. পাবনদুত কার লেখা কাব্য? ক. ধোয়ী খ. বসুবন্ধু গ. গৌড়পদ ভট্টাচার্য ঘ. ক্ষপনক উত্তর: ধোয়ী ৮. কাহ্ন পা রচিত মোট পদের সংখা কয়টি ? ক. ৯ টি খ. ৮ টি গ. ১২ টি ঘ. ৪ টি উত্তর: ১২ টি ৯. চর্যাপদের সংস্কৃত টিকা কে লিখেছেন? ক. রাজশেখর খ. কবিবন্ধু গ. মুনিদত্ত ঘ...