Skip to main content

Posts

Showing posts from August, 2021

history gk questions | history gk questions in Bengali | wbp exam 2021

history gk questions | history gk questions in Bengali | wbp exam 2021  1. ব্রোঞ্জ-নির্মিত নটরাজের মূর্তি কোন্ শিল্পের উৎকৃষ্ট নিদর্শন? a. চোল শিল্প b. গান্ধার শিল্প c. গুপ্ত শিল্প d. মৌর্য শিল্প উঃ চোল শিল্প 2. আঙ্কোরভাট মন্দিরে কার মূর্তি আছে? a. বুদ্ধদেব b. হিন্দুদের দেবতা c. তীর্থংকর d. কাম্বোডিয়ান রাজা উঃ হিন্দুদের দেবতা 3. ঋগবেদে কোন নদীর উল্লেখ করা হয়নি? a. সরস্বতী b. নর্মদা C. চেনাব d. গঙ্গা উঃ নর্মদা 4. মাদুরাই কাদের রাজধানী ছিল? a. চোল b. পল্লব c. পান্ড্য d. রাষ্ট্রকূট উঃ পান্ড্য 5. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? a. নহপান b. ভানুমিত্র c. অগ্নি d. সিমুক উঃ সিমুক 6. 'চৌথ ও সরদেশমুখী’ রাজস্ব প্রথা কে চালু করেছিলেন? a. শাহজাহান b. শিবাজি c. আকবর d. শেরশাহ উঃ শিবাজি 7. 'আগ্রার অন্ধপক্ষী’ বলে কে অভিহিত হন? a. সুরদাস  b বৈজুবাওরা c. রাজ বাহাদুর d. তানসেন উঃ সুরদাস 8. কাকে 'দ্বিতীয় আলেকজান্ডার' নামে অভিহিত করা হয়? a. আলাউদ্দিন খিলজি b. সমুদ্রগুপ্ত c. দ্বিতীয় চন্দ্রগুপ্ত d. কনিষ্ক উঃ আলাউদ্দিন খিলজি 9. ‘লাখবক্স' কাকে বলা হত? a. রাজিয়া b. ইলতুৎমিস c. কুতুবউদ্দি

Wbp preliminary exam 2021, Wbp preliminary exam date 2021, wbp gk mock test, wbssc, tet

  Wbp preliminary exam 2021, Wbp preliminary exam date 2021, wbp gk mock test 1. ‘আইহোল প্ৰশস্তি' থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? a. তৃতীয় গোবিন্দের b প্রথম মহেন্দ্ৰবর্মনের c. রাজেন্দ্র চোলদেবের d. দ্বিতীয় পুলকেশীর উঃ দ্বিতীয় পুলকেশীর 2. 'সাঁচি স্তূপ' কোথায় অবস্থিত? a. উত্তর প্রদেশ b মধ্যপ্রদেশ c. অরুণাচল প্রদেশ d. অন্ধ্রপ্রদেশ উঃ মধ্যপ্রদেশ 3. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? a. রবার্ট ক্লাইভ b. ওয়ারেন হেস্টিংস c. উইলিয়াম বেন্টিঙ্ক d. কর্নওয়ালিস উঃ ওয়ারেন হেস্টিংস 4. কোন্ রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত? a. বাংলা b. বিহার c. ওড়িশা d. উত্তরপ্রদেশ উঃ বিহার 5. কে পশ্চিম ভারতে ‘লোখিতওয়াড়ি’ নামে পরিচিত? a. গোপালহরি দেশমুখ b. আর জি ভাণ্ডারকর c মহাদেব গোবিন্দ রাণাডে d. বি জে তিলক  উঃ গোপালহরি দেশমুখ 6. হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কী ছিল? a. সিন্ধি b. সংস্কৃত c. তামিল d. কোনোটিই নয় উঃ কোনোটিই নয় 7. সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এ মহিলাদের জন্য যে রেজিমেন্টটি ছিল, তা হল— a. লক্ষ্মীবাঈ রেজিমেন্ট b. বীরাঙ্গনা রেজিমেন্ট c. ঝাঁসি রানি রেজিমেন্ট d. উপরের কোনো