Skip to main content

Posts

Showing posts from August, 2020

বাংলা কাব্য সাহিত্যের ধারা | বাংলা সাহিত্যের ইতিহাস | আধুনিক যুগ | বাংলা কাব্য | bangla sahityer itihas | Bengali literature | bengali preparation | wbssc | wbssc bengali | slst bengali | net,set bengali | bcs Bangla | Bengali important questions | bengali mcq | bengali honours |

  বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ কাব্য সাহিত্যের ধারা ১. ছন্দের জাদুকর নামে কে পরিচিত? উঃ সত্যেন্দ্রনাথ দত্ত। ২. সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থগুলির নাম উল্লেখ করুন? উঃ সবিতা (১৯০০), সন্ধিক্ষণ (১৯০৫), বেনু ও বীনা (১৯০৯), হােমশিখা (১৯০৭), ফুলের ফসল (১৯১১), কুহু ও কেকা (১৯১২), তুলির লিখন (১৯১৪), মণিমঞ্জুষা (১৯১৫), অভ্র-আবীর (১৯১৬), হসন্তিকা (১৯১৯), বেলা শেষের গান (১৯২৩), বিদায় আরতি (১৯২৪) ৩. সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ মূলক রচনা গুলো কি কি? উঃ তীর্থ সলীল (১৯০৮), তীর্থ রেনু (১৯১০), ফুলের ফসল (১৯১১) ৪. বাংলা কাব্য সাহিত্যে পল্লীকবি নামে পরিচিত কে?  উঃ জসীমুদ্দিন। জসীমুদ্দিন রচিত কাব্যগুলি হল রাখালী (১৯২৭), নকশী কাঁথার মাঠ (১৯২৯), বালুচর (১৯৩০), ধানখেত (১৯৩৩), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), মাটির কান্না (১৯৫১) ৫. বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে কে পরিচিত?  উঃ কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) ৬. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যের নাম কী? উঃ অগ্নিবীণা (১৯২২) ৭. কবি কাজী নজরুল ইসলামের কাব্যগুলি কী কী?  উঃ অগ্নিবীণা (১৯২২), বিষের বাঁশি (১৯২৪), ভাঙার গান(১৯২৪), চিত্তনামা (১৯২৫...

বাংলা কাব্য সাহিত্যের ধারা | বাংলা সাহিত্যের ইতিহাস | আধুনিক যুগ | বাংলা কাব্য | bangla sahityer itihas | Bengali literature | bengali preparation | wbssc | wbssc bengali | slst bengali | net,set bengali | bcs Bangla | Bengali important questions | bengali mcq | bengali honours |

        বাংলা সাহিত্যের ইতিহাস কাব্য সাহিত্যের ধারা ১. সুরেন্দ্রনাথ মজুমদারের কাব্য গুলি কি কি? উঃ ষড়ঋতুবর্ণন(১৮৫৬), সবিতা সুদর্শন (১৮৭০), ফুল্লরা (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২), মহিলা (১৮৮০)। ২. দেবেন্দ্রনাথ সেনের উল্লেখযােগ্য কাব্য গুলো কি কী? উঃ অশােকগুচ্ছ(১৯০০),গোলাপ গুচ্ছ (১৯১২), শেফালিগুচ্ছ এবং পারিজাত গুচ্ছ (১৯২২) ৩. বাংলা কাব্য সাহিত্যে স্বভাব কবি নামে কে পরিচিত?  উঃ গােবিন্দ চন্দ্র দাস। তাঁর রচিত প্রধান কাব্যগুলি হল- প্রেম ও ফুল (১২৯৪ বঙ্গাব্দ), কুম্কুম (১২৯৪ বঙ্গাব্দ), কস্তুরী (১৩০২ বঙ্গাব্দ), চন্দন (১৩০০ বঙ্গাব্দ), ফুলরেনু (১৩০৩ বঙ্গাব্দ)। ৪. বাংলার শ্রেষ্ঠ শােক কাব্যের নাম কী? উঃ এষা (১৯১২) কবি হলেন অক্ষয়কুমার বড়াল। ৫. অক্ষয়কুমার বড়ালের (১৮৬০-১৯১৯) কাব্যগুলির নাম উল্লেখ করুন? উঃ প্রদীপ (১৮৮৪), কনকাঞ্জলি (১৮৮৫), ভুল (১৮৮৭), শঙ্খ (১৯১০), এষা (১৯১২), চণ্ডীদাস (১৯১৭)। ৬. অক্ষয়কুমার বড়ালের প্রথম কবিতার নাম কী? উঃ রজনীর মৃত্যু (১২৮৯ বঙ্গাব্দ) ৭. অক্ষয়কুমার বড়াল কার ভাবশিষ্য বলা হয়? উঃ বিহারীলালের। ৮. গিরীন্দ্র মােহিনী দাসী উল্লেখযোগ্য কাব্য গুলি কী কী?...

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | Ishwar Chandra Vidyasagar | Vidyasagar | Biography of Ishwar Chandra Vidyasagar | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী | বাংলা সাহিত্যের ইতিহাস | wbssc bengali | net, set, bengali | Bangla sahityer itihas | বাংলা গদ্য সাহিত্য |