Skip to main content

Posts

Showing posts from November, 2023

Slst bengali preparation | Slst bengali mock test | wbssc slst

Slst bengali preparation | Slst bengali mock test    সমগ্র পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন 90 Marks Mock Test  For SLST Bengali Best Preparation Subscribe our youtube channel 👉 Nityananda academy  ১. "মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধূল" কোন কবিতার লাইন? ক. আকাশের সাতটি তারা  খ. এখানে আকাশ নীল গ. আবহমান  ঘ. ঘর উঃ এখানে আকাশ নীল ২. চিল্কার বড় দ্বীপের নাম কি? ক. হিরাকুদ খ. পারিকুদ  গ. শান্তি কুদ  ঘ. কন্ডু দ্বীপ উঃ পারিকুদ  ৩. "একে আট পৌরে শিল্প বলা উচিত" কাকে আটপৌরে শিল্প বলা উচিত? ক. মাটির মূর্তি নির্মাণ খ. কাগজের ফুল তৈরি গ. আলপনা চিত্রশিল্পকে ঘ. মাটির পাত্র নির্মাণকে উঃ আলপনা চিত্রশিল্পকে ৪. কার ডাকে মেয়েরা ঘর থেকে বের হয়েছিল? ক. নেতাজির ডাকে খ. গান্ধীজীর ডাকে গ. বিরাঙ্গনার ডাকে ঘ. বিনা দাসের ডাকে উঃ নেতাজির ডাকে ৫. শ্রী কবিকঙ্কন কার গান করেছেন? ক. দেবী অম্বিকার খ. দেবী কালিকার গ. দেবী শীতলার ঘ. দেবী মনসার উঃ দেবী অম্বিকার ৬. রাজা খুশি হয়ে ধীবরকে আংটির মূল্যের কত পরিমাণ অর্থ দিয়েছিল? ক. অর্ধেক খ. দ্বিগুণ গ. সমপরিমাণ  ঘ. তিনগুণ ...