Skip to main content

Posts

Showing posts from November, 2022

Slst bengali preparation 2022

 Slst bengali preparation 2022 ১. "নদীর বিদ্রোহ" গল্পের নদের চাঁদ কখন কেঁদে ফেলেছিল? ক. যখন দেখেছিল নদীর জল কানায় কানায় ভরে উঠেছিল খ. যখন দেখেছিল টানা বৃষ্টি হচ্ছে গ. যখন দেখেছিল নদীর জল ক্ষীণ হয়ে এসেছে ঘ. যখন দেখেছিল বৃষ্টি নেই একফোঁটাও ২. "হিমালয় যেন পৃথিবীর মানদন্ড" উক্তিটি কার? ক. লেখকের খ. রবীন্দ্রনাথের গ. কালিদাসের ঘ. শূদ্রকের ৩. "রচনা পদ্ধতি" শব্দটির ব্যাসবাক্য হল - ক. রচনার পদ্ধতি খ. রচনার নিমিত্তে পদ্ধতি গ. রচনা ভিত্তিক পদ্ধতি ঘ. রচনা পরিচয়ক পদ্ধতি ৪. "ত্রিভুজ" শব্দটি যে প্রকার সমাসের উদাহরণ - ক. দ্বন্দ্ব সমাস খ. দ্বিগু সমাস গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস ৫. "গান তো জানি একটা দুটো" সেই গানকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ক. ইটকাঠ খ. খড়কুটো গ. সোনাদানা ঘ. হীরে মানিক ৬. "হাত নাড়িয়ে বুলেট তারায়" বাক্যটি গঠনগত বিচারে যে প্রকার বাক্য- ক. সরল বাক্য খ. জটিল বাক্য গ. যৌগিক বাক্য ঘ. কোনোটিই নয় ৭. "মানুষের ধর্ম" রচনা অনুসারে যাকে বিশ্লেষণ করা যায় না - ক. ধর্ম খ. চিন্তা গ. অনুভূতি ঘ. স্বাস্থ্য ৮. "