Skip to main content

Posts

Showing posts from March, 2022

আশাপূর্ণা দেবী | Ashapurna devi

  আশাপূর্ণা দেবী ( Ashapurna Devi ) শিক্ষিত বাঙালির প্রানের সম্পদ হল সাহিত্য। অবসর সময়ে সাহিত্যের রসাস্বাদন করেই মন প্রফুল্লিত করে তোলে অনেক সাহিত্য রসিক । তাই শিক্ষিত বাঙালি চান সাহিত্যরস। আর সাহিত্যের এই জগৎ-কে সমৃদ্ধ করেছেন বহু সাহিত্যিক লেখিকা। আজ আমরা এই পোস্টে জানবো আশাপূর্ণা দেবী সম্পর্কে। আশাপূর্ণা দেবী বাংলা কথা সাহিত্যের ধারার একজন অন্যতম শ্রেষ্ঠ লেখিকা হলেন আশাপূর্ণা দেবী (1909-1995)। তিনি ছিলেন একজন বাঙালির ঔপন্যাসিক, ছোট গল্পকার ও শিশু সাহিত্যিক। আশাপূর্ণা দেবী জন্ম গ্রহণ করেন 1909 খ্রিস্টাব্দের 8 জানুয়ারী উত্তর কলকাতার মাতুতালয়ে পিতার নাম হরেন্দ্রনাথ গুপ্ত এবং মাতা হলেন সরলা সুন্দরী দেবী। আশাপূর্ণা দেবীর বাল্যকাল কেটেছে তাঁর ঠাকুরমা নিস্তারিনী দেবীর পাঁচ পুত্রের একান্তই একান্নবর্তী সংসারে। পরে তিনি পাঁচ বছর বয়সে পিতৃ গৃহে প্রবেশ করেন। ঠাকুরমার বাড়িতে অল্প সময় থাকলেও বাল্যকালের সেই স্মৃতি আশাপূর্ণা দেবীর মনে গভীর ছাপ রেখে যায়, পরবর্তীকালে তিনি তার সাহিত্যের মধ্যেও তুলে ধরেছেন সেই ছবি। আশাপূর্ণা দেবী প্রথাগত ভাবে শিক্ষা অর্জন করতে পারেন নি তাঁর ঠাকুরমার কারণে। কারণ ত