Skip to main content

Posts

Showing posts from February, 2022

ধীবর বৃত্তান্ত কালিদাস, ধীবর বৃত্তান্ত প্রশ্ন উত্তর, Dhibar brittanto in bengali,

  ধীবর বৃত্তান্ত কালিদাস, ধীবর বৃত্তান্ত প্রশ্ন উত্তর, Dhibar brittanto in bengali 1. ধীবর বৃত্তান্ত নাটকটি কার লেখা? ক) কাশীরাম দাস খ) কালিদাস গ) জয়দেব  ঘ) ভবভূতি উঃ কালিদাস 2. ধীবর বৃত্তান্ত নাটকটির মূল উৎস কী?  ক) কুমারসম্ভব খ) রঘুবংশম গ) অভিজ্ঞান শকুন্তলম ঘ) মেঘনাদ বধ উঃ অভিজ্ঞান শকুন্তলম 3. ধীবরদের পেশা কী? ক) বস্ত্রবয়ন  খ) কৃষিকাজ  গ) পশুপালন  ঘ) মাছধরা  উঃ মাছধরা 4. ধীবর কোথায় থাকে? ক) নদী তীরে খ) পাহাড়ের টিলায় গ) জঙ্গলে ঘ) শক্রাবতারে উঃ নদী তীরে 5. নগর রক্ষায় কে নিযুক্ত ছিলেন? ক) রাজার পুত্র খ) রাজশ্যালক গ) রাজমাতা ঘ) রাজগুরু  উঃ রাজশ্যালক 6. ধীবর বৃত্তান্ত নাটকে উল্লিখিত দুইজন রক্ষীর নাম কী?  ক) সঞ্জয় ও ধনঞ্জয়  খ) জানুক ও পঞ্চক গ) নীলকান্ত ও মৃত্যুঞ্জয় ঘ) সুচক ও জানুক  উঃ সুচক ও জানুক  7. ধীবরের গা থেকে কীসের গন্ধ ভেসে আসছিল? ক) মাংসের  খ) মাছের গ) ফুলের ঘ) দুধের  উঃ মাছের 8. শকুন্তলাকে কে বিয়ে করে রাজধানীতে ফিরে গিয়েছিলেন ? ক) রাজা দুষ্মন্ত খ) রাজা ধনঞ্জয়  গ) রাজা জয় প্রসাদ ঘ) রাজা ভিম সিংহ উঃ রাজা দুষ্মন্ত 9. শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন? ক) ঋষি দুর্বাসা খ) ঋষি মারকন্ডি গ)