Skip to main content

Posts

Showing posts from July, 2021

বাছাই করা ১০০ টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন | General knowledge for competitive exams | Important gk

  বাছাই করা ১০০ টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন |  General knowledge for competitive exams | Important gk আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন 👉 Nityananda Academy  1. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উঃ সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে।  2. টেলিফোন কে আবিষ্কার করেন?  উঃ টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। 3. নাগর্জুনা সাগর বাঁধটি কোন নদীর উপর নির্মিত?  উঃ নাগার্জুনা সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত।  4. মহাত্মাগান্ধীর সমাধিক্ষেত্র কোথায় অবস্থিত?  উঃ মহাত্মা গান্ধীর সমাধিক্ষেত্র রাজঘাটে অবস্থিত। 5. উজ্জল ধাতু কোনগুলি? উঃ ক্যালসিয়াম (Ca), সোডিয়াম (Na), ম্যাগনেসিয়াম (Mg),  সিলভার (Ag) অ্যালুমিনিয়াম (Al)। 6. ভারতের অন্তর্বাহিনী নদী গুলি কি কি?  উঃ ভারতের অন্তর্বাহিনী নদী গুলি হল লুনি, মুসি, ঘর্ঘরা।  7. ভারতীয় সংবিধানের কতগুলি আর্টিকেল এবং কতগুলি সিডিউল আছে?  উঃ ভারতীয় সংবিধানের বর্তমান আর্টিকেল সংখ্যা হল 444 এবং সিডিউলের সংখ্যা হল 12। 8. রক্ত দাতা ও গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয়?  উঃ O গ্রুপের রক্তকে বলা হয় দাতা এবং AB গ্রুপ