Skip to main content

Posts

Showing posts from January, 2021

নাট্য সাহিত্যের ধারা | Bangla sahityer itihas | বাংলা সাহিত্য | wbssc

নাট্য সাহিত্যের ধারা | Bangla sahityer itihas | বাংলা সাহিত্য | wbssc  নাট্য সাহিত্যের ধারা ১. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকের নাম কী? উঃ ভদ্রার্জুন (১৮৫২) ২. ভদ্রার্জুন (১৮৫২) নাটকটির রচয়িতা কে? উঃ তারাচরণ শিকদার। ৩. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কী?  উঃ শর্মিষ্ঠা (১৮৫৯) ৪. বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক কোনটি?  উঃ কীর্তি বিলাস (১৮৫২) ৫. কীর্তি বিলাস (১৮৫২) নাটকটির রচয়িতা কে? উঃ যােগেন্দ্রচন্দ্র গুপ্ত। ৬. কীর্তি বিলাস নাটকে কোন নাটকের প্রভাব রয়েছে? উঃ শেক্সপীয়ারের 'হ্যামলেট।  ৭. 'ভদ্রার্জুন' নাটকের প্রধান অবলম্বন কী? উঃ মহাভারতের আদি পর্বের শুভদ্রাহরণ। ৮. 'ভানুমতী চিত্তবিলাস' নাটকটি কার লেখা?  উঃ ভানুমতী চিত্তবিলাস' (১৮৫৩) হরচন্দ্র ঘোষের লেখা। ৯. 'ভানুমতী চিত্তবিলাস' নাটকটি অন্য কোন নাটকের অবলম্বনে রচিত? উঃ নাটকটি The merchant of Venice এর অবলম্বনে রচিত।  ১০. 'কৌরব বিয়ােগ' নাটকটি কার লেখা?  উঃ হরচন্দ্র ঘােষের লেখা। নাটকটি কাশীদাসী মহাভারতের অনুসরণে রচিত।  ১১. চারুমুখ চিত্তহারা' নাটকটি কার লেখা? নাটকটির অবলম্বন কী? উঃ