Skip to main content

Posts

Showing posts from November, 2020

রবীন্দ্রনাথের ছোটোগল্প | Rabindranath Tagore

  Rabindranath's Bengali short stories    ১. বাংলা সাহিত্যের প্রথম ছোটোগল্পের নাম কী? রচয়িতা কে?  উঃ মধুমতী (১৮৭৩) রচয়িতা হলেন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। ২. দামিনী ও কামেশ্বরের অদৃষ্ট গল্পটি কার লেখা?  উঃ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের। ৩. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্পগ্রন্থ গুলি কী কী?  উঃ ভুত ও মানুষ।  ৪. বাংলা সাহিত্যে সার্থক ছোটোগল্পকার কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।  ৫. রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম কী?  উঃ রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম 'ভিখারিনী'।  ৬. রবীন্দ্রনাথের 'ভিখারিনী' গল্পটি কতো সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?  উঃ ১৮৭৪ সালে 'ভারতী' পত্রিকায়। ৭. রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোটো গল্পের নাম কী?  উঃ দেনাপাওনা (১৮৯০) ৮. রবীন্দ্রনাথের প্রেমের গল্প গুলি কী কী? উঃ একরাত্রি, দুরাশা,শেষের কবিতা, মধ্যবর্তিনী। ৯. রবীন্দ্রনাথের পারিবারিক দৈনন্দিন জীবনকে কেন্দ্র করে রচিত গল্প গুলি কী কী?  উঃ পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, রাসমনির ছেলে, ছুটি, দিদি, ঠাকুরদা। ১০. রবীন্দ্রনাথের কোন কোন গল্পে গীতি রসের প্রাধান্য পাওয়া যায়?  উঃ মেঘ ও রৌদ্র, অতিথি, আপদ ইত্যাদি।  ১১. রবীন্দ্র